নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভালোবাসার ইশতেহারে
— আছে ভালোবাসা;
তাতে দিন আছে— রাত আছে
সুখ আছে— আছে বিষন্নতা।
সুখ মানে তুমি আছো
দুঃখ মানে——. নেই!!
কাছে তুমি না এসে
থাকছো তফাতেই....
তুমি, কাছে থাকলেই পূর্ণিমা চাঁদ—
চাঁদের রুপোলী আলো;
থাকলে দূরে— তিমির আঁধার
যেন অমাবস্যার কালো।
ছলনা তোমার— নিঠুর অতি
মনের বনে চিনচিনিয়ে ব্যথা;
অভিমানের চাদরে জড়িয়ে
কইবো না হয় কথা!!
সব থেকে লাগে ভালো
ভালোবাসার আলো— যদি তুমি ঢালো
ভালোবাসার ঐ আকাশ থেকে
রংতুলিতে স্বপ্ন এঁকে— বাস্তবতার ছুঁয়ায়।।
ভালোবাসা পেতে যদি করোগো প্রতারণা
অবশেষে সুখই মেলে —লাগে মন্দ না।
ভালোবাসার ইশতেহারে—ভালোবাসাই ঋণ
ভালোবাসার প্রাপ্তিটা তাই—বাড়িতেছে দিন দিন।
ভালোবাসা দেয়াও নাকি ঋণ
হায়! দিয়ে দিয়েই কাটলো বেলা —বাড়লো শুধু ঋণ!!
মায়ার বরুণায়।।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
জুন বলেছেন: এত এত নির্বাচনী ইশতেহারের ভীড়ে আপনার ব্যতিক্রমী ইশতেহার ভালোই লাগলো সেলিম আনোয়ার।
+
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা এবং ভালোবাসা জুনাপি।।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩
নজসু বলেছেন:
ভালো লাগা।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪
হাবিব বলেছেন: চমৎকার ইশতেহার
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
ঢাবিয়ান বলেছেন: ভালোবাসার ইশতেহার ভাল হয়েছে। আসলেই জনগনের জন্য যদি ভালবাসা থাকে রাজনীতিবিদদের , তাহলে বাকী সব চাওয়া আপনাতেই পুরন হয়।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১
সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন। দেশের মানুষের প্রতি দেশের প্রতি ভালোবাসা থাকলে আর কিছু লাগে না ।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
শহীদুল সোহাগ বলেছেন: এটা কি কবিতা ?
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১
সেলিম আনোয়ার বলেছেন: সেটাই চেষ্টা করলাম।।।।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫
প্রামানিক বলেছেন: চমৎকার ব্যতিক্রমী ইশতেহার। ভালো লাগল।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪
শহীদুল সোহাগ বলেছেন: আমার পাতায় আমন্ত্রন রইলো
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫১
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি??
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
ল বলেছেন: অভিব্যক্তির দারুণ প্রকাশ হয়েছে কবিতাটায়।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি!!! কবিতা ভালো লেগেছে আপনার??
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
কুঁড়ের_বাদশা বলেছেন: আনারকলি এ ইশতেহার গুজব মনে করে নাও বিশ্বাস করতে পারে ...তখন কী হবে!
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২
সেলিম আনোয়ার বলেছেন: আমার এই ইশতেহার একেবারে খাঁটি.....বিশ্বাস না করে উপায় নেই।।।
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
ল বলেছেন: আপনার লেখা ভালো লেগে ----
Different style of writing ::: Keep it up
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: চেষ্টা করছি। অশেষ কৃতজ্ঞতা ল ।
ভালো থাকবেন।
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: হোয়াট এ ইশতেহার...
যেনো ভালোবাসার সাতনরী হার
তা নির্বাচন কবে
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়তমা চাওয়া মাত্রই।। হবে হবে!!! জয় সুনিশ্চিৎ!!!
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো ইশতেহার।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর ব্লগে আসলেন। আমার ব্লগে সুস্বাগতম। আপনার কাছ থেকে কবিতার অনেক কিছুই শিখেছি। আমাদের আড্ডাগুলো দারুন অর্থবহ ও আনন্দদায়ক ছিলো..। কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২
সাইন বোর্ড বলেছেন: অসাধরণ উপলব্ধি, পড়ে মুগ্ধ হলাম ।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সাইন বোর্ড ,
দারুন কমেন্টে অনুপ্রাণিত হলাম।। ভালো থাকেবেন সবসময়।
১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ভেবেছিলাম আপনি আসবেন ব্লগ ডে অনুষ্ঠানে।দেখা হবে কথা হবে।।হলো না। আবার এক বছরের অপেক্ষা!!
১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
কালীদাস বলেছেন: ভালবাসার ইশতেহারে ভালবাসা না পেলে ডাইরেক্ট একশন কি হবে সেটা বাদ গেছে
কবি দেখি ফুল থ্রটোলে
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই বাদ পড়ে গেছে। কবিতা অসম্পূর্ণ থেকে গেল।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর। +