নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কবিতা লিখিনি
তাই কী থেমে গেছে সব?
আমিহীনা নতুন দিন গানের পাখির মতোই করছে কলরব।
নববর্ষের নবযাত্রা এমন করেই হলো
অমিত সম্ভাবনার সব দিন আলোক ঝলোমলো
তোমার সময় এমন করেই কাটুক___আমার হয়ে অন্য কেহ
মধুর সুরে ডাকুক__ উপদ্রব করবো না আর কবিতা লিখে
তবু ভালো থাকুক ___ প্রিয়ংবদা রেশমী চাদর গায়ে।
এখনো শীতকাল বাসন্তী রঙে মেখে আসিতেছে ঋতুরাজ
তারি পদধ্বনি কান পেতে শুনি
কবিতা লিখিনি তাই কী থেমে গেছে সব?
প্রতিবাদ
ধর্ষিতার ছবি হাতে চাইছে কারা বিচার?
ধানে শিষে ভোট দেয়া নাকি মস্ত অবিচার!
চার সন্তানের জননী তাতে কি
তাদের কি আর আছে মা আর ভগিনি?
এদের সাফা্ইয়েই ডিশ চ্যানেল আর বিটিভি
তাদের পক্ষে রায় দিয়েছে যারা
এই ধর্ষণের পাপে সমান পাপী তারা
তাদের দ্বারা আরো যতো পাপ হবে
সকলপাপের সমান ভাগ তাদের ঘাড়ে বর্তাবে।
কবিতা লিখে এই অন্যায়ের করছি প্রতিবাদ
ভালো যদি না লাগে আমারই করো বিচার।
একাঙ্কিকা
পাশের ফ্ল্যাটও ফাঁকা
তাই বাসা আরো বড়ো হলো
বলিতে গেলে- দুই ফ্ল্যাটে এখন আছি আমি একা।
এমন একেলা রাতে
থাকলে তুমি সাথে___ খেলিতাম কানামাছি।
নিরবতা ভেঙে যেতো___ ভাঙা কাঁচেরই মতো
সারারাত কাটিয়ে দিতাম তোমার গল্প শুনে
অপার বাস্তবতায় ভালোবাসার স্বপ্নজাল বুনে ।
_____এমন শীতের রাতে কোমল শয্যায়।
কাজল পড়িয়ে দিতাম-তোমার ঐ ডাগর চোখে
মনে আছে বলেছিলে এক কাজল চোখের ইশারায়
তিন আঙুলে নিয়েছি তোলে_______ কলম
পানের পাতা জোড়া জোড়া আছো তুমি কেমন?
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
২| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩
যোখার সারনায়েভ বলেছেন: চমৎকার লিখেছেন হে কবি। কাপুরুষদের (ধর্ষক) পরাজয় হবেই হবে।
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: শুভরাত্রি।
যায় দিন ভালো
আসে দিন খারাপ
জ্ঞানী লোকে বলে
এমন করে দিনে দিনে যাচ্ছে দিন চলে
শিশু বেলা বাল্যকাল
সেই তবে ভালো- আলোয় ঝলোমলো
খারাপ থেকে আরো খারাপের দিকে
চলছে ছুটে মোদের জীবন নদী
সব থেকে বেশি খারাপের দিন
যেদিন থমকে যাবে আমার জীবননদী।।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৯
চাঁদগাজী বলেছেন:
নোয়াখালী কঠিন যায়গা, ওখানে বিচার হয়ে যায়।
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: বিচার হলেই ভালো।
০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সংসদ, বিচার ব্যবস্থা,নির্বাচন ব্যবস্থা সর্বোপরি স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধা সবকিছু্ই তার ধর্ষণ করেছে এর বিচার কি হতে পারে চাদগাজী। আপনি তো বুড়ো যুদ্ধও করতে পারবেন না!!!
৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৩৯
ল বলেছেন: আজ না হয় কাল
কাল না হয় পরশু
এক দিন হবেই বিধিবাম ----
সব গোল্লায় যাক কর এতে যায় আসে
নিজের উপর পড়বে যদিন সেদিন টের পাবে।
শুভ নববর্ষ কবি।
কবিতাই হোক প্রতিবাদের ভাষা।।।
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১
সেলিম আনোয়ার বলেছেন: নববর্ষ এমন করেই হলো।বর্বরতা চরমে জীবন দারুন এলোমেলো।
দারুন কবিতা লিখছেন আজকাল।।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৯
হাবিব বলেছেন: লাইক দিলাম
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২
জাহিদ অনিক বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা কবি।
বছরের শুরুতেই এমন একটা খবর সত্যিই মন খারাপ করে দেয়। ধিক্কার জানানো ছাড়া আর কি করা যায়!
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরো একটা ভালোলাগা। ভালো থাকবেন।
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনাকে।।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৪
নতুন-আলো বলেছেন: অসাধারণ কবিতা