নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
...
...
...
তুমি ভাবতে
খাওয়ার লোভে
ঝরছে লালা আমার জিভে
কি জানি কি ভেবে ___
একদিন হরেক রকম আয়োজনে
আকাশের ঠিকানায় আমায় করলে নিমন্ত্রণ;
সেদিন থেকেই পণ করেছি__ একদিন কবিতা লিখেই আকাশ ছুঁবো
তোমার ঠিকানায় পৌঁছে যাবো
ভালোবেসে তোমায় সেথা___ করবো জ্বালাতন।
এমনি করে___ গেলো কেটে বেলা...
বন্ধুর পথ___ দুর্গম পথ এই ললাটে
জু্টেছিলো মেলা।
শীত এলেই কাব্য করে শিশির জলে
তোমার ভিজিয়ে দিয়েছি গা;
অঘোর বর্ষায় কবিতার উপমায় বৃষ্টির নূপুর পায়ে
তুমি তা থৈ তা থৈ তা...
তুমি শরতের সাদা মেঘ___ সাদা কাশবন
ফাগুন এলে পুষ্পমঞ্জুরী তুমি__আমি ভ্রমরের গুঞ্জণ...
আমি শোক পাখিটা লুকিয়ে রাখি__ তোমার অগোচরে,
ভালোবাসার পরশ মেখে ডাকিগো তোমায় এই বাহুডোরে।
কবিতা,
বুকে আমার জুঁই চামেলি হাসে;
ব্যথার সাগর যাই ভুলে যাই
আর কিছু পাই বা না পাই
থাকলে তুমি পাশে।
০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনার নিকটা দারুন। হাসিতে হাসিতে শেষ....
২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১:১৮
ল বলেছেন: ভালো লাগলো
মেগে ---মেখে ?
মম -- আধুনিক নয় ---
০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১:২১
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দিলাম। ভালো লাগায় ধন্যবাদ।।।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০৪
সামু পাগলা০০৭ বলেছেন: খুবই সাধারণ কিন্তু কোথায় যেন গভীরতার ছায়া!
ভালো লাগা!
০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: খুব সাদামাটা মানুষ আমি কবিতাও সাদামাটা।
যখন একটাও সত্য খুঁজে পাই না ভিতর থেকে প্রতিবাদ বেড় হয় তারপর থেমে যাই আবার।।।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০১
রাজীব নুর বলেছেন: এত সুন্দর করে লিখেন কিভাবে !!
০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: আমার মনটা সুন্দর তাই অমন হয়।
আমার কোন কৃতিত্ব নেই।
কালকে অনেক গুলো কবিতা লিখা লিখা খেলে এটি লিখলাম।।।
কবিতা হচ্ছিল না চার লাইন লিখি আবার থেমে যাই..৫ লাইন লিখি মনে হলো হচ্ছে না....তারপর এটা লিখে পোস্ট করে দিলাম....
যা হবার হয়েছে আরকি!!!
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫
হাবিব বলেছেন:
অসাধারণ সেলিম ভাই।
পোস্টে লাইক এবং +++
০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১:০৭
হুদাই পাগলামি বলেছেন:
কবিতা, বুকে আমার জুঁই চামেলি হাসে
ব্যথার সাগর যাই ভুলে যাই
আর কিছু পাই বা না পাই
থাকলে তুমি পাশে।
স্যার খুব ভালোলাগা রইল।
++++++++❤