নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভালো লাগেনা আর কোন কিছুতে
ভালো থাকি কেবল—যদি থাকি তোমার ভালোবাসাতে!!
তুমি ক্ষণিকের তরে আড়াল হলে
মনে হয় নেই কিছু অবশেষ
জীবনের;—মরা মাছের চোখের মতো
কেবল চেয়ে থাকা—— তাতে নেই কোন দৃষ্টি শক্তি!
হৃদয়ে গেঁথে থাকা
এই প্রাণের আকূতি;
বুঝতে হলে বুঝতে হবে——সাগরের উর্মিমালা
কেন আছড়ে পড়ে পাহাড়ের বুকে?
যদি ইচ্ছে হয় তাঁর আকাশ ছোঁয়ার
অদৃশ্য জলীয়বাষ্প হয়ে— দূর আকাশের বুকে
অনায়াসে ভেসে বেড়ায় মেঘ হয়ে
আকাশের বুক থেকে— বৃষ্টি ঝরায়
অতঃপর মিটে তার ভালোবাসিবার সাধ।
আকাশের বুকে জল— সাগরের বুকে জল
আর আছে জল আমার দু’চোখে
প্রিয়তমা সে কেবলই তোমাকে হারাবার শোকে——
——— জল হয় নদী
জল হয় সাগর জল হয় আকাশ—
———জীবন নিরবধি!!
ভালোবেসে যদি একটু তাকাও—আমার প্রাণে
বুঝে যাবে সব— ফুলেল বসন্তে পাখির কলরব
আমার ভালোবাসার ফুলবাগান— আজো রয়েছে অম্লান
ভালো লাগেনা আর কোন কিছুতে——
ভালো থাকি কেবল— যদি থাকি তোমারই ভালোবাসাতে...
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
জাহিদ অনিক বলেছেন:
ভালোবেসে যদি একটু তাকাশ - আমার হিয়ার পানে শেষ শব্দটা মনে হয় একটু বেশিই ধ্রুপদী হয়ে গেছে !
কবিতায় ভালোলাগা। শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা কবি
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
সেলিম আনোয়ার বলেছেন: শুভসন্ধ্যা কবি।।
কবিতার চরণ যা মনে আসে.......চাপিয়ে দিই না কোন কিছু......
কমেন্টে অনেক ধন্যবাদ!!
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শেষ পাঁচ লাইনই একটা চমৎকার কবিতা।
পুরোটাও দারুণ!!
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাই লিখলাম আরকি!!! লিখা শেষ প্রশান্তি মিললো।।।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
কথার ফুলঝুরি! বলেছেন: শেষের লাইন দুটো খুবই চমৎকার।
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১
সেলিম আনোয়ার বলেছেন: বাকীগুলোর কি অবস্থা!!!
০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১
রাজীব নুর বলেছেন: প্রথম থেকে ১১ নম্বর লাইনে কি ছুয়ার হবে না ''ছোঁয়ার'' হবে?
০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। ঠিক আছে ছোঁয়ার করে দিলাম।
আর কোথায় ঠিক করা উচিৎ বলে মনে করেন।।।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১
কথার ফুলঝুরি! বলেছেন: বাকীগুলো তো সবসময়ই সুন্দর
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১
সেলিম আনোয়ার বলেছেন: তাই নাকি? খুব ভালো লাগলো।...
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩২
ল বলেছেন: কবিতাটি চমৎকার হতো -------------------
মনে কিছু না নিলে ----------
তরে ------------
তাকাশ---------
হিয়ার পানে -----------একটু দেখে নিন -------
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৭
সেলিম আনোয়ার বলেছেন: একটু পরিবর্তন আনলাম...
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর কবিতা।
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৬
রাবেয়া রাহীম বলেছেন: প্রিয়তমাকে কাছে পাওয়ার আকুতিমাখা কথার মালা সুন্দর করে সাজিয়েছেন।
ভাল লাগলো পড়তে
০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: রাবেয়া রাহীম
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো...
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকবেন সবসময়।।।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
বাকপ্রবাস বলেছেন: আহা ওম, কুসুম কুসুম ভালবাসা
ঘুরেফিরে তোর কাছেই থাকার আশা