নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মিষ্টি রোদ_____ হিমেল হাওয়া
উদার প্রকৃতিতে সমৃদ্ধ দেশমাতৃকা
বাংলার মানুষ সম্প্রীতির নিবিড় বন্ধনে বাঁধা
একদল অসুর রিপুর তাড়নায় বিষাইছে বাংলার বাতাস___
মানুষের মুখোশ পড়ে;
পদে পদে লাঞ্ছিত-নিপীড়িত মানবতা____ তাদের করে
রুখো তাদের ____দাও বাঁধা
তা যদি না পারো মুখফোটে____ বলে দাও
ঘৃণা করো তাদের।
তাও না পারিলে
হৃদয়ের গহীনে ঘৃণা করো নিরবে
তাহলেও পেতে পারো ক্ষমা
অতটুকু না পারিলে
তুমি বেইমান____মানুষের অপমানে সুখ খুঁজে বেড়াও
মানুষের মৃত্যু কামনা করো,ধর্ষকের পক্ষ নাও
ভালোবাসো ধর্ষিতার আর্ত চিৎকার!!!
প্রবঞ্চক মিথ্যে বলোনা! ....
পরের ঘরে ভিখেরী সেজোনা।
ধরি মাছ না ছুঁই পানি____ সম্পূর্ণ অবাস্তব
তুমি স্রোতস্বীনি হলে আমি খেয়াপার
দু’জনার মিতালীতে হয়ে যাক শৈতালী উৎসব।
মুক্তির শ্লোগানে লেখা___ বিশুদ্ধ কবিতা
এসো হে এইখানে___ আমার প্রেমের স্বর্গোদ্যানে
করো হে পাঠ কবিতা ! করো তার তর্জমা, আমাদের ভালোবাসা মিথ্যে না।
ছবি-নেট
০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬
তারেক ফাহিম বলেছেন: প্রবঞ্চকের পঞ্চমুখী কবিতা
০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবির ইদার্নিংকার প্রায় সকল কবিতা 'হৃদয় মালতী'কে ছাড়িয়ে যাচ্ছে।
শুভ কামনা নিন।
০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮
হাবিব বলেছেন: সত্য বলে কাজ না হলে যে মিথ্যায় বলতে হবে
০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬
অগ্নি সারথি বলেছেন: বেইমানের পাল্লাই বেশী ভারী!
কবিতায় ভালোলাগা কবি!
০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সত্য বলেছেন। আদর্শ সততা এগুলো এখন আর বাস্তবে দেখা যায় না।।
ভালোলাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪
আরোহী আশা বলেছেন: তাই কি?
০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কি মনে হয়। যদি বলতেন? নাকি নিরব থাকবেন???
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
এবং আমি বলতে চাই কিছু দুষ্টলোক সব জাগায়ই থাকে।
০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: একেবারে খাঁটি কথা। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১০
নীল আকাশ বলেছেন: দ্রোহের জয়গান কেন যেন স্তিমিত হয়ে যাচ্ছে?
কবিতা কি সুবাতাস বয়ে নিয়ে আসবে এই বন্ছিত আর নির্যাতিত দেশে.........
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪
সেলিম আনোয়ার বলেছেন: তবু দ্রোহ থাকবে যতদিন বেচে থাকা..।
প্রতিবাদ হোক প্রত্যাখ্যান হোক তবেই যদি আসে পরিবর্তন..।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
সুমন কর বলেছেন: আগেরটা ছিল মিষ্টি আর এখন কড়া !!
+।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ সুমন কর। ভালো থাকবেন সবসময় সে শুভকামনা থাকলো।।
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৬
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর +
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৩
সাইন বোর্ড বলেছেন: উপলব্ধি এবং বাস্তবকে ধারণ, দ্রোহ - সব মিলিয়ে অনবদ্য লেগেছে ।