নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ঈদের চাঁদভালোবাসার দাবী

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫



ঈদের চাঁদ
তুই যে আমার ঈদের চাঁদ
এক টুকরো সুতোর মতো
থাকিস অনেক দূরে—
আনন্দের প্লাবণ আসে মনে
তুই আসলে আমার ঘরে।

দূরে থেকেই ডাকি তোরে
আয়না খুশির চাঁদ আমার শূন্য ঘরে—
তোকে দেখার সাধ আমার হৃদয় জুড়ে
চাতক পাখির মতো সকল দুঃখ হয় রে লাঘব
তোকে মনে করে—এই অন্তরে।

...পূর্ণিমার চাঁদে কলঙ্করেখা তোর মাঝে তা নাই
তুই যে আমার খাঁটিসোনা ——এতটুকু খাদ নাই।

সারা পৃথিবীর বিনিময়ে তোকেই শুধু চাই—
আমার এই শূণ্য বুকে।

ছলনাময়ীর সকল শোক যাবো ভুলে
বিরাণ এই বুকে— নিলেরে তুই ঠাঁই।

স্বার্থপর এই পৃথিবীতে তোর চেয়ে
অধিতরো কাছের আর কেহ এই হৃদয়ে নাই!!!




ভালোবাসার দাবী

সহস্র প্রেমিক—তোমার আছে
নিয়েছি তো মেনে—হৃদয়ের দামে
নিয়েছিগো—তোমারে আমার করে।

আমি কি অত সহজে বাসি ভালো
হৃদয়হারি না হলে?
তাই বলে তুমি কি বিলোবে প্রেম
জনে জনে—
আমিই বা কম কিসে?—
আমার তো ঢের আছে তা..
আমি তো বিকিয়ে দিইনা …
কাছে পেলেও নিই না টেনে—সব স্বর্গীয় উদ্যান
হুর পরী আমার করে......
জানিয়ে দেই অপারগতা কায়দা করে
রূপসিতো অগণিতো______ তাতে কি?
তুমি, কেবল আমারই একজনা,
আমি কি দিইনা কাঁপিয়ে বুকটা তোমার? প্রিয়তমা.....

এতো কিছু পারো!! পারো কী ভালোবাসতে!!!
ভালোবাসার কাছে নিজেকে শতভাগ উজার করে দিতে?
মেয়ে পারো না কেন? না পারিলে অগোচরে পারো তো দিতে
আগে দিতে যেমন করে; দিয়েই দেখো
ভালোবাসিলে মানুষ কী না পারে!!

আমি নই যন্ত্রমানব—বুঝিয়ে দিলাম বুঝে নিও
তোমার আকাশের ধ্রুবতারা এই আমি খুঁজে নিও
ভালোবাসার বিনিময়ে আমায় কেবল ভালোবাসাই দিও।
আর কিছু চাইনা তোমার কাছে———বলে দিও।।



মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২

হাবিব বলেছেন: হাজির

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেলিম ভাই,
ঈদের চাঁদ কি আমাদের ঐ চাঁদ?
হ্যা সত্যি, স্বার্থপর পৃতিবীতে এ চাঁদেরাই একমাত্র প্রিয়জন।
চাঁদের জন্য ভালবাসা অফুরান।

কবিতাদ্বয় অসম্ভব সুন্দর হয়েছে।
প্লাস++++

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০০

নজসু বলেছেন:



আজকে আমিও চাঁদ নিয়ে লিখেছি প্রিয় কবি।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর হয়েছে লেখাটা।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর +

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা জানবেন।।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

বাকপ্রবাস বলেছেন: আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! ভালো থাকুক সকল বাবা সকল ছেলে সকল প্রেমিকা

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,



প্রথম কবিতার চাঁদখানি আপনার আকাশে জোছনা ছড়িয়ে যাক।

আর ভালোবাসায় কোনও দাবী রাখতে নেই, শুধু ভালোবেসা দিয়ে যাওয়া ছাড়া।

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট।

ভালোবাসা ছাড়া পৃথিবীটা অর্থহীন.....অভিশপ্ত....ভয়ংকর।।।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৯

সোহানী বলেছেন: ওরে বাপরে.. এতো দেখি সত্যিই চাঁদ মর্তে!!!! আপনার ছেলেতো দেখি দিন দিন কিউটের ডিব্বা হচ্ছে।

কবিতায় সবসময়ই ভালোলাগা।

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন:

সালমান ঢঙের ডিব্বা।।। ;)

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০

সুমন কর বলেছেন: সালমান বড় হয়ে গেল !! সুস্থ আর সুন্দর থাকুক সারা বছর।

দারুণ লিখেছেন। +।

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.