নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
রাত্রি অনেক হলো
এখন ঘুমের লগন,
নিভে আসছে যেন আমার দুনয়ন।
,
ফুলশয্যা প্রস্তুত
তুমিও ঘুমোবে_____
আমিও_______
তবে আমরা তো আর নাই
হায়, একই বিছানায়!!
এখন চলিতেছে প্রেমের হুলস্থুল ফুলশয্যায় শীতের রাতে...
কত টুকু ক্ষতি হতো ___এই জীবনে জড়িয়ে গেলে!
কত টুকু লাভ হলো যে_____ দূরেই থেকে গেলে!!
জগৎজুড়ে এখন কাগজ কলমে হবে কতো লেখা
যাই হোক এখন ঘুমোবো______
চলনা দু'জনে একসাথে একি বিছানায়!!
মিথোজীবিতায় ওঠি মেতে হংস মিথুন যেমন জলে..
এখন তো আর হচ্ছেনা আকাশের বুকে তারা গুণা
আমার ছোট্ট তরী তোমার ইচ্ছে নদীতে যদি...
থাক এখন তো আর হবেনা_____বিরচন
ফুল ভ্রমর যেমন মেতে উঠে আনন্দ সংগমে.....
ফুলবাগানে।।। খাঁটিসোনা না পারো কবিতা তো পড়ো।
ছবি---নেট।।
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
পাঠোভ্যাস এবং কমেন্টে একজন ব্লগারের দক্ষতা বাড়ে।
যথার্থ বলেছেন....
২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ফুল ভ্রমর যেমন মেতে উঠে আনন্দ সংগমে.....
ফুলবাগানে।।। খাঁটিসোনা না পারো কবিতা তো পড়ো।
..................................................................................
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবংনপাঠের অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৫৪
হাবিব বলেছেন:
কবিতা কেন? তুমি যদি ইচ্ছা করো
তোমায় দেবো ভালোবাসা, মনটা আমার অনেক বড়
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৫৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ। +
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৯
ল বলেছেন: বিরচণ হোক আজ অথবা কাল --
কবিতায় মুগ্ধতা +++
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট। কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০
রাজীব নুর বলেছেন: শুভ সকাল সেলিম ভাই।
খুব সুন্দর কবিতা।
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবঙ পাঠে অনেক ধন্যবাদ।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৬
আরোহী আশা বলেছেন: কবিতা লিখে কোথায় পালাইছেন সেলিম ভাই?
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: পালাইনি । ঘুমিয়ে পড়েছি।।।
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫
নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।
++++
শুভকামনা
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭
নজসু বলেছেন:
ভালো লাগা প্রিয় কবি।
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় ও কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: খাঁটিসোনা না পারো কবিতা তো পড়ো । কবিতায় মুগ্ধতা +++
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে না পড়ুক আমরা পড়বোই সেলিম ভাই
রাজকন্যের পাঠোভ্যাস হোক.........