নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এখন আর বলবোনা
ছলনায় ভুলবোনা____
তাই বলে স্বপ্নজাল কী বুনবো না?
মধ্যরাতে মাদল বাজাই____
ভালোবাসার কথা সাজাই____
স্বপ্নজাল বুনি ______কল্পনায়।
ভেবে ভেবে কূল হারাই...
আমাদের কী গল্প নাই...
শীতের রাতে পূর্ণিমায়...
সকাল বেলা সব ভুলে যাই
কর্ম ব্যস্ততার মাঝে
থাকি কেবল প্রতীক্ষায়_____
ডাকবে কবে ____করতে প্রেম
তোমায় মধ্যরাতেই শুধালেম
যতই বলো প্রেম কিছু না
এই
কথার
অর্থ
নাই;
প্রেম ছাড়া মানব জীবন ব্যর্থতাই
সময় থাকতে ডেকে ফেলো
আমাদেরতো
গল্প
নাই....
গল্প লেখো_____বাস্তবতায়.....
এখনো সময় আছে___থেকোনা আর কল্পনায়!!!
ছবি- নেট।।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্নের শঙ্খচিল,
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা।।।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৭
ল বলেছেন: প্রেমের কবি ---++
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। পৃথিবীর বুকে যদি সত্য কিছু থেকে থাকে ....তা হলো প্রেম......অন্য কিছু নয়।।।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৫৫
ফারজানা সুমা বলেছেন: ভালো লাগল পড়ে
বাংলা কবিতা
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য। শুভ সকাল.....
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৯
রাজীব নুর বলেছেন: আসসালামুয়ালাইকুম ভাই জান।
শুভ সকাল।
সুন্দর কবিতা।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নূর,
তখন কিন্তু কইবো আমি প্রেম কিছু না রে......!!!
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৬
Sami Al Shakib বলেছেন: চমৎকার লিখেছেন তো!
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫
হাবিব বলেছেন: সুন্দর কবিতায় প্লাস এবং লাইক
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮
স্রাঞ্জি সে বলেছেন: এখনো সময় আছে। জাগিয়ে উঠো। ঝাণ্ডা ধরো।
কবিতায় +++
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১
অগ্নি সারথি বলেছেন: মানব জীবনে গল্প এবং প্রেম দুটোই থাকা জরুরী! কবিতায় ভালোলাগা কবি।
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০০
নজসু বলেছেন:
আপনার কবিতা সত্যি খুব ভালো লাগে আমার।
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: আমার কবিতা আমারো অনেক ভালোলাগে!!!
১০| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১১
অপু দ্যা গ্রেট বলেছেন:
এখন আর বলবোনা
ছলনায় ভুলবোনা
কথা গুলো সত্যি । এখন আর ভুলব না ।
কবিতার জন্য ++++++++
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছলনায় ভুলবোনা____ তাই বলে স্বপ্নজাল কী বুনবো না?
.....................................................................................
স্বপ্নজাল মানব জীবনের মূল চালিকা শক্তি,
স্বপ্ন আর কল্পনা জুড়েই আমাদের আগামী স্বপ্ন ।
.......................................................................... কবিতায় ++