নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যে দিকে চাও—আমাকে দেখতে পাবে
মধ্যপ্রহরের প্রখরো রবির মতো—
আর কাহারে বাড়ালে হাত
করবো অগ্নিপাত —তার উপর
হয়ে যাবে সব বরবাদ ___এক নিমিষে...
আমায় রেখে____ যদি দেখো
পূর্ণিমার ঐ চাঁদ—টুকরো টুকরো করে তারে
ভাসিয়ে দেব জলে—সাগরের অথৈ তলে,
দেখতে পাবে না তারে আর— সতত চেষ্টাতে।
আমি ছাড়া দেখবে না রঙিন স্বপ্ন কোন
আর কাহারে লয়ে—
যদি দেখো আমি করবো বধ তারে
মেঘনাদের মতো করে।
এই মনের খাঁচায় বন্দী তুমি ___চিরোপরাধীন
পারবে না যেতে আর কোথা— কি আনন্দ প্রাণে নাচে তা ধিন ধিন ।।
এর অন্যথা হলে!!!—
ছুড়বো পাথর
তোমার বাড়ির —ঐ ছাঁদের উপর....
যদি ধরো পথ—আমি ছাড়া অন্য কোথা
অন্য কোনখানে______বসন্ত বাতায়নে;
একটা দুটো ফুটবে বোমা বিকট শব্দে মধ্যরাতে
খুব করে ভেবে দেখো...
চলার পথে বিছিয়ে দেবো কাঁটা_____ ফলার মতন যাতে বিঁধে
তোমার কোমল পায়ে —সারা গায়ে—মনের ভিতর ব্যথার প্রহর।
হ্যাঁ,
এটাই শেষ কথা
প্রয়োজনে পৃথিবীটারে করবো___ জনমানব হীন
থাকবো শুধু দুইজনে বেঁচে;
তাই বলি কী দরকার?
অন্যসব করো পগারপার—এইখানে আছে সব
তোমার যা লাগে—আমার এই তৃষিত বুকে
আর সবে থাকুক সুখে— আমরাও থাকি!!
অযথা সময় নষ্ট না করে চলো হাতে হাত রাখি।।
ভালোবাসার লবঙ্গ দ্বীপে— বসন্ত কোকিলের মতো
—করি ডাকাডাকি।।
উৎসর্গ: তুমি
ছবি: নেট থেকে
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৬
সেলিম আনোয়ার বলেছেন:
২| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অসম কবিতা।
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন:
৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ভাবী, ভাইকে আটকান!
পৃথিবী জনমানবহীন করলে আমরা কোথা যামু?
সকল ক্ষমতার উৎস সেলিম ভাইয়ের প্রিয়ে, সে তো সার্থক একজনা।
চরম সৌভাগ্যবান একজন মানুষ সে, যাকে নিয়ে আসকের এতো সুন্দর কবিতা রচনা করলে ভাই।
কবিতায় সচ্ছ ভালোবাসার প্লাস+++
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসম্ভব সুন্দর !! ++
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯
আখেনাটেন বলেছেন: হা হা হা।
পাথর ছোঁড়ার দৃশ্য দেখে ভয়ে পালালুম। এখন শিখা আপা ছাদ থেকে কি ছোঁড়ে তা দেখবার মুঞ্চায়?
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: আমি ভাঙতে পারি লোহার কড়াই
আমি কি কাউকে ডরাই.......???
শিখা আপু দারুন কবিতা লিখেন হয়তো কবিতা লিখেই এর চমৎকার উত্তর দিবেন।।।
না দিলেও সমস্যা নেই। আমি আপুর লেখার শিরোনামের উপর লিখেছি......
৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১
তারেক ফাহিম বলেছেন: ওরিব্বাস
সরল ভাষায় প্রতিবাদি কন্ঠ
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০
পদাতিক চৌধুরি বলেছেন:
ভালোবাসার লবঙ্গ দ্বীপে হাতে হাত রাখি ;
চলি পাশাপাশি।। তৃষিত বুকে সবে থাকুক সুখে।
ভালোবাসার অমর কথন রনিত হোক হৃদ মাঝে।
সুন্দর কাব্য কথাই মুগ্ধতা।
শিখা আপুর কমেন্টের অপেক্ষায় রইলাম।
শুভেচ্ছা ও ভালবাসা প্রিয় কবিভাইকে।
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: আমিও আছি।
আপু আবার কথা শিল্পী। কথার জাদুকর।।
৮| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: দারুন।
বোন শিখাকে ধন্যবাদ।
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: মনে ব্যাপক আনন্দ নিয়ে লিখলাম।।।।
৯| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬
কিরমানী লিটন বলেছেন: দারুন ভালোলাগার মুগ্ধ কবিতা +++
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
১০| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৯
ল বলেছেন: করি ডাকাডাকি বেহুলার সুরে -
দারুণ লেখা কবি +++
১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ।
কোন খেয়ালে পড়ে এমন কবিতা লিখলাম কে জানে।
ভালোই হলো......ব্যতিক্রমি একটা কিছুতো হলো.......
১১| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮
শিখা রহমান বলেছেন: শিরোনামে আমার নাম দেখে আসলেই অবাক ও অভিভূত হয়েছি। আপনি দেখি আসলেই রংবাজ কবিতা লিখে ফেলেছেন।
কবিতাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। কখনো কখনো ভালোবাসা একটু বেপরোয়া, একটু রংবাজ, একটু বেহিসেবী হয়ই। অবশ্য আমার মতে বেহিসেবী, বেপরোয়া না হলে সে ভালবাসাই নয়।
শেষের স্তবক খুব ভালো লেগেছে, বিশেষ করে শেষের দুটো লাইন দারুণ। কবিতাটা প্রিয়তে নিলাম আর অবশ্যই লাইক।
ভালো থাকুন কবিতায় ও ভালোবাসায়। ভালোবাসায় থাকুক স্বপ্নবাজি আর কখনো কখনো একটু রংবাজি।
শুভকামনা কবি।
১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮
সেলিম আনোয়ার বলেছেন: শিখা রহমান আমি কি না পারি বলেনতো!!!
আপনার রংবাজি শিরোনামে লেখা পড়ে মনে হলো একটু রংবাজী করি......কবিতায়.....
কবিগুরু এভাবে রিখতে পারতেন না.....
নজরুল এভাবে লিখেননি .......আমি লিখলাম. ....আর কেউ লিখেছে কিনা জানি না.....
আপনাকে ধন্যবাদ.......
১২| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮
নীলপরি বলেছেন: ভালো লাগলো । ++++
শুভকামনা
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় এবং কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।।
১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৬
সোহানী বলেছেন: ভালোবাসার লবঙ্গ দ্বীপ !!! মাছ ধরার বরশি ও সাথে নিবেন কিন্তু ..... কিছু না হোক মাছ পোড়া দিয়ে খেতে পারবেন।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।। মাছ ধরার বরশি নেবো....।
১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এর অন্যথা হলে!!!— ছুড়বো পাথর তোমার বাড়ির —ঐ ছাঁদের উপর....
.........................................................................................................
এই রংবাজি এখন আর চলে না,
ডিজিটাল যুগে, ভালবাসাবাসি চলে
ইমু আর ভাইবারে !!!
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: ইমু আর ভাইবার বাচ্চাদের প্রেম...
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১
হাবিব বলেছেন: বাহ