নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
রাত্রি অনেক হলো_____
রাস্তার দুইপাশে নিষ্পলক তাকিয়ে থাকা_____নিয়নের আলো,
ইশারায় বলে গেলো...
ভয় পেয়োনা ______পথিক
উতলা হয়োনা।
আকাশের ঐ অর্ধচন্দ্র দেখে
স্রষ্টার আমোঘ নিয়মে তা_____
একদিন পূর্ণচন্দ্র হয়ে রুপোলী আলোয় ভাসিয়ে দিবে গা,
আমরাতো আছি নিয়ত সঙ্গী হয়ে তোমাদের পথচলায়
আমাদের ভাঙাগড়া নাই____আমরা দেখাবো পথ
ঘোর অমাবস্যায়___পূর্ণিমার চাঁদ তুমি খুঁজে নিও্
কড়ায় গন্ডায় তুমি বুঝে নিও,
শীতের কুয়াশা ভেদ করে
আমরা বিলোবো আলো
কনকনে শীতে শন শনে হাওয়া
মন বলে খুব ভালো হতো তোমায় পাশে পাওয়া
কামনার রঙে হারিয়ে যাওয়া_____ভালোবাসার ঐ অথৈ সমুদ্রে
চাঁদ যেভাবে হারায় প্রখরো রৌদ্রে____
পথিক নিয়নের আলোয়
খুঁজে ফেরে ঠিকানা যান্ত্রিক নগরে আলোকঝলোমলো অট্টালিকা
চোখ ধাঁধাঁনো রূপে মরূভূমির মরিচিকা যেন
সুখ যেখানে সুদূর পরাহত_____অলিক ভাবনা!!!
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: আপনার নাম সুচিত্রা সেন হলে আরো ভালো লাগতো....অবশ্য সুচরিতাও মন্দনা। আপনার প্রোফাইল সুচিত্রা সেনের ছবি...দারুন সুন্দর অসাম......১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২
হাবিব বলেছেন: অসাধারণ হয়েছে প্রিয় কবি ভাই
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: হাবিব স্যার,
আপনার উপস্থিতিতে কবিতা অন্যমাত্রা পেল। এমন বিচক্ষণ কবির কমেন্ট সবসময়ই প্রেরণা.....
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭
ল বলেছেন: দারুণ
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ কবি। আপনি দারুন সব কবিতা লিখছেন। আপনার উৎসর্গের লিখনীও চমৎকার.....
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৫৪
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য ।
১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা।
প্রানবন্ত।
১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভ দুপুর । কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
অলিক ভাবনা...
অনেক অনেক সুন্দর হয়েছে ভাই।
তা সেলিম ভাই,
এবারের বইমেলায় কোন ধরণের বই আসছে! রাজনৈতিক নাকি কাব্যগ্রন্থ?
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সময় নেই হাতে.....দেখা যাক কি করা যায় বই মেলায় না হোক.....এ বছর বই বের করার চেষ্টা করা যেতে পারে
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর হয়েছে নাগরিক ভাবনার কবিতা।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কী ভাই, কই গেলেন?
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে নিরন্তর শুভকামনা ।।।
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯
ইসিয়াক বলেছেন: কবিকে জানাই মন থেকে শুভকামনা
যুগে যুগে সবাই করুক তোমার বন্দনা।।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৬
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল প্রাণবন্ত।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালোলেগেছে জেনে ভালো লাগলো।।
১১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০
নজসু বলেছেন:
ভালো লাগা প্রিয় কবি।
ভালো থাকবেন।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯
শিখা রহমান বলেছেন: সেলিম কবিতাটার মধ্যে একটা ঘোর লাগানো ব্যাপার আছে...অলীক ভাবনা বলেই হয়তো!!
শেষের দুই স্তবক খুব ভালো লেগেছে।
ভালো থাকুন কবি অলীক ভাবনায় আর ভালোবাসায়। অফুরন্ত শুভকামনা।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: অলীক হয়ে থাকাতে কি লাভ আমার জানা নেই.....
মনে মনে ভালোবাসাতে কোন বাধা নেই..।
১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: আহা ! নিয়নের আলো , চোখ ধাঁধানো অট্টালিকা ; তবুও তার মধ্যে সুখ যেন মরুভূমির মরীচিকা। সুন্দর কাব্য।
শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় কবিভাইকে।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা রইলো।।।
১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সকালে কবিতাটি পড়ে লাইক দিয়েও মন্তব্য লেখবার সময় হয়নি, ব্যস্ত হয়ে উঠেছিলাম অন্যদিকে।
যা হোক,
অসাধারণ একটা কবিতা উপহার দিয়েছেন শ্রদ্ধেয় কবিবর, দারুণ কবিতার কথামালা, মুগ্ধতা জানিয়ে গেলাম কাব্য-কথায়।
শুভকামনা জানবেন সবসময় কবিবর।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।কমেন্টে এবং পাঠে। নিরন্তর শুভকামনা আপনার জন্য।।।
১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
নীলপরি বলেছেন: ভালো লাগলো খুব ।
++++
শুভকামনা
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: খুব ভালোলাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।
১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এভাবেই স্বপ্নরা বেঁচে থাকে, বাঁচিয়ে রাখে !
মুগ্ধতা একরাশ
দারুন কবিতায় +++++++++
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।।
১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৩
কালীদাস বলেছেন: কবিতাটা সিম্পল কিন্তু ভাল লেগেছে। কারণ: কুয়াশা। সবকিছুতে এক অদ্ভুত ছাপ ফেলে এই কুয়াশা।
ইয়ে মানে, শহুরে কবিতা যেহেতু, ছিনতাইকারীর ব্যাপারটা যোগ করলে কেমন হত?
১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: শহুরে কবিতায় ছিনতাই ঢুকে যাবে খুব সহজেই..এটাতে হয়নি....কবিতা তো শেষ হয়ে যায় নি।।।
১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২০
কাওসার চৌধুরী বলেছেন:
বরফ শীতল কিন্তু দারুণ উষ্ণ একখান কবিতা। +++++++++++++++
১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
যারা কবিতা লিখতে জানে তারা সব পারে..এটাই সাহিত্যের কঠিনতম এবং সুন্দরতম রূপ।।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩০
সূচরিতা সেন বলেছেন: কবিতা মন ছুঁয়ে গেল সেলিম দা।