নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নইলে কবিতা আর লিখবো না।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮



ডাকাতের মতো
ছিনিয়ে নিলে
হৃদয়পুরের পদ্মাসন—প্রহসনে,
জানি না কোন খেয়ালে,
দোষ চাপালে— নির্দোষের উপর যাতাকলে
পিষেছো যাদের,
আবার কটাক্ষ করে কইছো কথা—
এই তোমার চিরোচরায়িত রীতি তবে?
ক্ষণিকের এই চরাচরে,

নিঠুরতরো বাক্যবানে—সুপ্তোত্থিতা জানো কি তা !!
জনরোষে পড়বে যখন—জানিনা কি বলবে তখন
তোমার দেমাগের হবে পতন
ভোরের শিশির যেমন ঘাসে—আকাশের উপর থেকে।


সত্য কথার হবে প্রকাশ
আগ্নেয়গিরির লাভা যেমন— অগ্ন্যুৎপাতে।

হৃদয়ের সিংহাসন কেবলই আমার
আর কারো নয়; অযথা সময় করছো অপচয়, ভুলের বশে
হিসেব কষে, ধারাপাত জানো না তুমি।।

সতত, এই কামনা মনে,
এবার তোমার হোক বোধউদয়
থাকতে সময়; আর ভুল করো না ।।

নইলে কবিতা আর লিখবো না।


ছবি--নেট থেকে

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১০

হাবিব বলেছেন: অসাধারণ

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬

মাহমুদুর রহমান বলেছেন: জাস্ট ওয়াও!

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো হুমকি দিলেন।
শুভেচ্ছা আপনাকে। আমিও লিখবোনা। +++

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

অগ্নি সারথি বলেছেন: হা হা হা! সুন্দর।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: শিরোনাম দেখেই ভয় গেছিলাম।
অবশ্যই কবিতা লিখবেন। আমৃত্যু লিখে যাবেন। এটা পাঠকের অনুরোধ।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: না কবিতা লিখতে ইচ্ছে করে না। ভালো লাগেনা আর।।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫

নজসু বলেছেন:




আহা কবির রাগ দেখো। :-B

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: রাগ না আসলে কবিতা লিখবো না।।।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

সাইন বোর্ড বলেছেন: দারুণ ভাল লাগা রইল কবিতায় ।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪

জাহিদ অনিক বলেছেন:

কবিতার আকাঙ্ক্ষা, বোধ উদয় হোক। কবিকে যেন না ছাড়তে হয় কবিতা।
যদিও বোধ উদয় যেন হয় সেজন্যই কবিতা বেশী প্রয়োজন।

শুভেচ্ছা ও শুভকামনা কবি।

১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

কবিগণ সত্যের অন্বেষণে ন্যস্ত বলেই পৃথিবীটা কবিতাময়
কবিতাকে ছলনা করতে হয়,
ছলনা করেই কবির অভিসারে ধন্যি কবিতা
কবিতা আছে বলেই পৃথীবি এতো ঐশ্বর্যময়, :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.