নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কাজল নেবে নাকি জল এনে দেবে
এই দুচোখে?
কিনেছি তা___ দেবো তোমায় তাই...
জানি কাজল চোখে অনিন্দ তোমার রূপ
দিয়েছো অনেক জল এই চোখে আরো দেবে কী?
তার চেয়ে ঢের ভালো ভালোবাসার অর্ঘ্য
যদি তুমি নাও।
চঞ্চল হরিণীর চোখে তাকিয়ে
যদি বিমুগ্ধ করো এই মন!
পড়ন্ত শীতের রাতে ক'টা বাজে এখন?
কথা দিলাম ভুলে যাবো অতীতের সব গ্লানি
যাবে মুছে সকল ব্যর্থতা হৃদয়ের গহীন থেকে
অশ্রু মুছে দাও___ আনন্দ আশ্রু এনে দাও___ এই চোখে
শোকের কফিনে ঠুকে দাও শেষ পেরেক।
হয়তো বলাতে ভুল ছিল___হৃদয়েতো ছিলনা কোন...
ভালোবাসা মিথ্যে নয়।
এনছি কিনে কাজল
তা বুকপকেটে সযতনে ছিলো ___রাখা
অপার ভালোবাসা মাখা....
চুম্বকের বুকে লৌহচূর্ণ যেমন করে;
ভালোবাসা কাজল চোখে পড়ে
অবনীর সবগুলো দৃষ্টি প্রদীপ
তেমনি করে —
তুমি কেড়ে নাও!!!
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তন শুভকামনা আপনার জন্য।।।
২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪
মনিরা সুলতানা বলেছেন: হুম ভালোই বিপদে ফেলেছেন প্রেয়সী কে !
চোখের জল দেখতে না চাইলে ভালোবাসার কাজল তাকে পড়তেই হবে।
বেশ লেখা।
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: +
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় কবি + এ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।
৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: খুব ভালো লাগল ।
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।
৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আহারে ভালোবাসা! তুই কেবল ভিখারী'ই সাজিয়ে গেলি যুগ থেকে যুগ কাল থেকে মহা কালের পথ ধরে!
দারুণ নিবেন রেখেছেন কবি, মুগ্ধ কথামালায়।
শুভকামনা জানবেন
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৪
ল বলেছেন: দারুণ ++
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।
৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫
শিখা রহমান বলেছেন: সেলিম আপনার কবিতারা ইদানীং বিষন্নতা ও বিরহ কাটিয়ে উঠেছে।
কবিতায় প্রেম নিবেদনের সুর বাজছে। এই কবিতাগুলো ভালো লাগছে।
কবিতায় লাইক। প্রেয়সীকে ভালোবাসার কাজল পরাতে পারবেন সেই কামনা করছি।
শুভকামনা কবি। ভালো থাকুন কাজলঘেরা চোখের ছায়ায়।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।
দারুন সব কবিতা লিখে সমৃদ্ধ করে তুলছেন বাংলার কবিতার সম্ভার, কবিতা থেকে যাবে......মরে যাবে যাবে আর সব বিত্ত বৈভব।
ভালো থাকবেন সবসময় এই কামনা মনে....
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! চুম্বকের আবেশ!
সুন্দর কাব্য কথায়।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।