নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এই দু’চোখে সন্ধ্যা নেমে এলে
তুমি যেন হয়ে উঠো পূর্ণিমা চাঁদ!!
যে চাঁদের আলোয় উদ্ভাসিত হবে সব।
গোধূলীর সবটুকু রং মুছে গেলে
তুমি যেন হয়ে উঠো রাতের বুকে তারার উৎসব।
আমি ঠিকই বুঝে নেব______যেতে হবে কোন পথে?
অস্তরবির সবটুকু ক্লান্তি তুমি কেড়ে নিও
প্রেরণার আলো জ্বেলে জাগিয়ে দিও _____নতুন ভোরের রবি।
যদি শঙ্কা লাগে_____ তোমার প্রাণে এই ভেবে
পারবোনা আমি আর এগুতে_____ একচুল পরিমান।
তুমিই না হয় এগিয়ে এসো উৎসাহের নূপুর পায়ে
নদী যেমন ছুটে _____সাগরবুকে ।
জানি আজও তোমার বুকে কলিফুটে_______মনে লাগে দোলা;
সতত চেষ্টাতে প্রিয়তমা যায়নাগো তোমায় ভোলা।
এই হৃদস্পন্দন থেকে না হয় বুঝে নিও
ভালোবাসার আটটি লালগোলাপ,
তোমার বুকে থেকে সরিয়ে দিও
ঘৃণার আটটি কাঁটা।
তুমিই না হয় খুঁজে নিও
এই হৃদয়জুড়ে তোমার সর্বনাশা ভালোবাসার বিস্তার।
চোখ থেকে খুঁজে নিও না বলা ভাষা
বুকের দাঁড়ানো লোম থেকে শিহরণ_____
কবিতা লিখবো না আর অকারণ।
আমায় ভালোবেসে ধন্য হলে না হয় তুমিই লিখো…
ভুলগুলি ক্ষমা করে ভালোবাসার ফুলগুলি দিয়ে
সাজিয়ে দিও বসন্তের বাগিচা...
আমিই করবো গ্রহণ ভালোবাসার অর্ঘ্য_____অর্ঘ্যমালা তোমার
অবণীর বুকে বসন্ত নেমে এলে,
রাখিবো তা সযতনে বারোটিমাস
_______তুমি অনন্ত প্রেম হলে।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা হাবিব স্যার।
আপনি অত্যন্ত প্রতিভাবান ব্লগার।
জানি আমার কবিতা আহামরি কিছু নয়.....
২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১
শাহিন বিন রফিক বলেছেন:
তুমি অনন্ত প্রেম হলে।
খুবই চমৎকার শব্দের গাঁথুনি।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: শব্দের গাঁথুনির চেয়ে প্রেমের গাথুনি অনেক বেশি মজবুত।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
এবার একটু নতুন্ত্বের ছোঁয়া দেখলাম।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি কিতা কতুম ভায়া,
এতো সুন্দর প্রকাশ,
মুগ্ধতা এক রাশ
ভালবাসায় ভরা আকাশ
কবিতায় রয়েছে নির্মল প্রেমের সুভাষ...
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯
ইব্রাহীম আই কে বলেছেন: প্রিয়তমাকে কখনো ভুলা যায়না
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । ++
শুভকামনা
২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: পাঠে মুগ্ধ।।শুভকামনা।।
২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কথামালা। ++
শুভকামনা জানবেন।
২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩
ল বলেছেন: দারুন প্রত্যয় ব্যক্ত করেছেন- আজকের কবিতাটা আলাদা ভালোলা।
রাখিব তারে গলে --- লাইনটা একটু অগোছালো লাগলো!
২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: কিছুটা পরিবর্তন করলাম। এবার কেমন হলো???
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬
স্রাঞ্জি সে বলেছেন: সুন্দর। +।
২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
১২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
কবির হৃদয় জুড়ে সর্বনাশা ভালোবাসার বিস্তার খুঁজে নিতে বলা হলেও আবার সেই ভালোবাসার অর্ঘ্যেই সমর্পিত হওয়ার প্রত্যয় দেখে 'শেষের কবিতা"র এই চরণগুলো মনে এলো ---
শুক্লপক্ষ হতে আনি
রজনীগন্ধার বৃন্তখানি
যে পারে সাজাতে
অর্ঘথালা কৃষ্ণপক্ষ রাতে,
যে আমায় দেখিবারে পায়
অসীম ক্ষমায়
ভালোমন্দ মিলায়ে সকলি,
এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি।
কিছু বিচ্যুতি সত্ত্বেও সুন্দর হয়েছে কবিতা।
২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় আহমেদ জিএস,
একটু পরিবর্তন আনলাম।
আমার অংবং কবিতা মাঝে মাঝে খাপছাড়া হয়ে যায়।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। আর নিরন্তর শুভকামনা ।
১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২০
ল বলেছেন: এবার পারফেক্ট হয়েছে কবিবর।
২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: মোটামুটি হয়েছে জেনে ভালোলাগলো।
আবারো কমেন্টে অশেষ কৃতজ্ঞতা থাকলো।।
১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫২
নতুন নকিব বলেছেন:
চমৎকার একটি কবিতা। শুভকামনা সবসময়।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক আবহে নতুনত্বের স্বাদ। অনেক ভালোলাগার মুগ্ধ খোঁড়াক। অভিবাদন কবি। ভালোবাসা জানবেন।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।।
১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ ! খুব সুন্দর।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রত্যয় আনে সাফল্য
আমরা সাফল্যের খবরের প্রত্যাশায় কবি
+++++++++
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রত্যাশা সফলতা লাভ করুক।
অশেষ কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয় বিদ্রোহী ভৃগু।।
১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭
তারেক ফাহিম বলেছেন: কবিতায় ১৯ সালের স্পর্শ
একটু নতুনত্ব মনে হল।
পাঠে ভালোলাগা।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা কবিতার কথামালায়। দারুণ হয়েছে কবি।
শুভকামনা জানবেন
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনি যেহেতু দারুন হয়েছে বলেছেন ধরে নিলাম দারুন হয়েছে।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।।
২১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১
শিখা রহমান বলেছেন: সেলিম আপনার কবিতারা ঠিক ঠিক বুঝে নেবে কোন পথে গেলে ভালোবাসার খোঁজ পাওয়া যাবে।
কবিতাটা খুব আবেগী, মন ছুঁয়ে যায়। অবশ্য আপনার কবিতারা বরাবরই আবেগী।
ভালো থাকুন কবিতায় ও ভালোবাসায়। শুভকামনা কবি।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে সুস্বাগতম শিখা
আপনার কমেন্ট প্রেরণাদায়ক,
আপনিও ভালো থাকবেন অনেক সেই কামনা রইলো।।
২২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
নষ্টজীবন® বলেছেন: আহ! কি দারুণ কথার মালা কবিতার পঙক্তি গুলোতে, ভালো লাগা জানবেন
২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০০
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কথার মালা।
২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১২
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল। ধন্যবাদ
২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৭
হাবিব বলেছেন:
তুমি তো শব্দের কারিগর
শব্দেরা তোমার বাধ্য ছেলে যেন......
যেখানে বসাও সেখানেই বসে,,,,,,+++