নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমিও কী তবে??
তোমার হৃদয় করেছি জয়,
তাতে নেই কোন সংশয়— এই প্রাণে
হৃদয়ের গহীনে —তোমায় নিয়ে
কাটিয়েছি কতো সুদীর্ঘ সময়—
নির্জনে।
নিশীথ স্বপনে— তোমার দুটি ঠোঁট
সিক্ত করেছি সহস্র সুতীব্র চুম্বনে,
আমি দেখেছি তোমার কাজল কালো চোখ;
তোমার ভালোবাসার উদ্ধত পুষ্পস্তবক—বুক।
তোমার হাসিমুখ—যেন পূর্ণিমার চাঁদে উদ্ভাসিত
রুপোলী আলোর জোয়ার।
এ হৃদয় কেবল তোমাতেই পার্লহারবার!!
এই প্রশস্ত উন্মুক্ত দুই বাহু—
কেবল তোমারই জন্যে নিবেদিত।
সূর্যালোকে তোমার দীঘল খোলা চুল ;
সমুদ্র সৈকতে ডাহুকের মতন— আমাদের দুজনার বিচরণ;
খুব কী বেশি কিছু চাওয়া?
চির হরিৎ অরণ্যে সবুজ উপত্যকায় যেখানে ঝরণা হয় নদী,
প্রচণ্ড নিনাদে বলতে চায় এই প্রাণ,—
"ভালোবাসি শুধু তোমাকেই জীবন নিরবধি।"
খুব জানতে ইচ্ছ্বে করে—
তুমিও কী তবে বড্ড একাকি— এই আমাকে ছাড়া;
কেবল আমায় দেখিতে উন্মুখ—পথহারা সমুদ্রনাবিক যেমন
তিমির রাতের আকাশে ধ্রুব তারার অন্বেষণে ;
অলস সমুদ্র যেমন আছড়ে পড়ে সমুদ্র সৈকতে
তুমিও কী তার প্রতীক্ষায় আমার তৃষিত বুকে
— গোধূলীর আলো মেখে;
মনে রেখো আমাদের ভালোবাসা প্রাগৈতিহাসিক...
আমি আর আসিবো না এখানে তবে !!
আমি যদি আর না ফিরি
এখানে—বসন্তের আনুরাগে গাহিতে কোন গান,
তুমি কি থাকবে ভালো তবে? কথা দাও—
আমি আর আসিবো না এখানে তবে !!
তুমি কী খুব বিব্রত বোধ করো?
আমার বিচরণে—তাহলে করবো না আর
পদচারণা কোনো। যদি তুমি দাবী করো
একটি নক্ষত্র অস্বীকার করে দেবো
যার নাম লুব্ধক। আমার ভালোবাসা
লুব্ধকের চেয়ে প্রখর! তুমি জানো তা।
যদি তুমি কথা দাও তুমি ভাসবে খুশির জোয়ারে
তোমার মুখে ফোঁটবে
— হাসির ফোয়ারা,আমি চলে যাবো, দূরে .... তবে,
আসবোনা আর কবিতার ডালি নিয়ে..
তুমি কথা দাও— কবিতা না পড়ে
তুমি ঘুমোবে শান্তির গভীর ঘুম রাতের আঁধারে—
মঙ্গলদীপ জ্বেলে; আমি উড়ে যাবো তবে,
নিভৃতে, নিরবে—
— ঐ অসীম আকাশের উপারে ...
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: হাবিব স্যার,
অনেক ধন্যবাদ কমেন্টে এবং পাঠে
নিরন্তর শুভকামনা আপনার জন্য।।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫
ল বলেছেন: লুব্ধক ভালোবাসা রইলো কবি।
দারুণ লাগলো।
আকাশের উপারে কি কবি??
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
আকাশের উপারে কবিতা.....
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
জাতির বোঝা বলেছেন:
দারুণ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ জাতির বোঝা।
নিরন্তর শুভকামনা।।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১
রাজীব নুর বলেছেন: চমৎকার।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমিও পথের মত হারিয়ে যাব
আমিও নদীর মত আসবোনা ফিরে আর
আসবোনা ফিরে কোনদিন
আমিও দিনের মত ফুরিয়ে যাব
আসবোনা ফিরে আর আসবোনা ফিরে কোনদিন
মন আমার বাঁধলো বাসা ব্যাথার আকাশে
পাতা ঝড়া দিনের মাঝে মেঘলা বাতাশে।
আমিও ছায়ার মত মিলিয়ে যাব
আসবোনা ফিরে আর আসবোনা ফিরে কোনদিন
যাবার পথে পথিক যখন পিছন ফিরে চায়
ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙ্গে যায়।
চোখের আলো নিভলো যখন মনের আলো জ্বেলে
একলা এসেছি আমি একলা যাব চলে।
আমিও সুখের মত ফুরিয়ে যাব
আসবোনা ফিরে আর আসবোনা ফিরে কোনদিন।।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ বিজ্ঞ ব্লগার ঠাকুর মাহমুদ।।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৫৪
সোহানী বলেছেন: হুম বুঝলাম কবি......
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: দুটি কবিতাই সুন্দর। ++++
শুভকামনা ও ভালোবাসা প্রিয় কবি ভাইকে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: এটা জাস্ট একটা কবিতা। অনেক আগে লেখা।।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭
জুন বলেছেন: আপনি খনি বা ভুতত্ব বিষয়ক নিয়ে কিছু লিখেনতো সেলিম আনোয়ার । এ ব্যাপারটি আমার কাছে অনেকটাই অজানা রয়ে গেছে । খাদানের গল্প পড়েছি ভারতীয় কিছু লেখকের উপন্যাসে। এবার থেকে কবিতা পাশে রেখে রহস্যময় খনি হোক আপনার লেখনীর পরবর্তী বিষয়বস্ত।
+
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সেটাতো প্রফেশনালি হয়ে যাবে উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রস্তাবনা ও নিদের্শনা মোতাবেক।।
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬
ম্যানচিনেইল বলেছেন: সূর্যালোকে তোমার দীঘল খোলা চুল ;
সমুদ্র সৈকতে ডাহুকের মতন— আমাদের দুজনার বিচরণ;
খুব কী বেশি কিছু চাওয়া
খুব ভাল লাগছে ভাই, আমার মনের গোপন অভিসন্ধি, আপনার লেখনীর বানী।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১
হাবিব বলেছেন: সুন্দর কবিতা