নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
নিরন্তর শুভকামনা
তুমি জন্মেছিলে তাই
সব দুঃখ ভুলে যাই….
তুমি পাথরের বুকে
ফোঁটাতে পারো ফুল—
দারুন মায়ায়।।
আমি বেঁচে থাকি
আজও আমি স্বপ্ন দেখি—
মহেন্দ্র এক ক্ষণে,
তুমি অবণীর বুকে
জন্মেছিলে তাই——
মুখে তোমার ফোঁটে কথা
প্রস্ফুটিত গোলাপ যেন,
সুঘ্রাণে তোমার মেশকে আম্বর
দু’চোখে যেন যাদু...
তুমি ভালোবাসার বিশ্ব করো জয়
গুটি গুটি পায় হেঁটে...
তুমি যেন দিনে দিনে বড়ো হয়ে ওঠো
মহান আল্লাহর কৃপায়,
সদা এই কামনা — এই প্রাণে,
অ
পা
র
ম
ম
তা
য়,
তোমার চেয়ে অধিক প্রিয়ো..
এই ভুবনে— অন্য কেহ নাই….
(সালমানে জন্মদিনে( ফেব্রুয়ারি ১০) নিরন্তর শুভকামনা)
পূনশ্চঃ আমার গায়ে জ্বর ওঠেছে
পূনশ্চঃ আমার গায়ে জ্বর ওঠেছে
মুখে তাঁর _____কথার খই ফোঁটেছে,
জানিনা জুঁই চামেলী কই ফোঁটেছে?
কোন বাগিচায়______?
পূবালী বাতাস ——— পাগলা হাওয়া,
বিষন্নতার ইতি টেনে এই মনে
ইন্দ্রধনুর রং মাখিয়ে ——যেন সঙ সেজেছে।
ভালোবাসার নাম ভাঙিয়ে
ছল চাতুরী তার খুব হয়েছে—
মুখে তার লাগাম টেনে
ভোরের শিশির বুকে জমেছে।
অঘোর সন্ধ্যা যখন
দু'চোখে ভর করেছে—
মনটা যেই ভালোবাসার
মায়া ছেড়ে ঈষৎখানি
গেছে বেঁকে ….
স্রষ্টা আমার বলছে কী?
ভালোবাসার ছবক দিচ্ছে কী?
বৈরী হাওয়া——শীতের মোহরা
এসব কি ! এসব কী!!
আমার গায়ে জ্বর ওঠেছে
মনে ব্যথা খুব ধরেছে;
তার প্রতারণায়— মহান স্রষ্টা রুষ্ট হওয়ায়
তবে কী আজ এমন হয়েছে....?
শূন্যতা
আমি কি আর বেঁচে থাকি?
ও আমার প্রাণের পাখি,
যখন তুমি দূরে,
আমার মন আনচান করে।
মরিগো আমি যেন—
বিশাল শূন্যতায়
এই অবণীর পরে ...
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ ধন্যবাদ।।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: নিরন্তর শুভকামনা করে গায়ে জ্বর নিয়ে শূন্যতায় মুগ্ধ হয়ে গেলাম ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কাব্য গুলো
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: আপনার শিশুপুত্র সালমানের জন্য রইলো নিরন্তর শুভকামনা এবং দোয়া। কবিতায় পুত্রের জন্য পিতার হৃদয় নিংরানো ভালবাসা প্রকাশ পেয়েছে।
অনেক সময় মনের জ্বর থেকেও গায়ে জ্বর আসে।
আপনার শূন্যতার এবং শূন্যতাবোধের অবসান হোক, এই শুভকাননা রেখে যাচ্ছি, আর রেখে যাচ্ছি কবিতায় ভাল লাগা + +।
আপনি শারীরিকভাবে এখন সুস্থ এবং নিরাপদ আছেন তো? ব্লগে দীর্ঘদিনের অনুপস্থিতি অনেক প্রশ্নের জন্ম দেয়। আশাকরি ভাল আছেন এবং শীঘ্রই ফিরে আসবেন ব্লগে, নতুন লেখা নিয়ে।
২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:২৭
সেলিম আনোয়ার বলেছেন: খুব ভালো আছি। আপনাদের দোয়ায়। আপনি কেমন আছেন?
অনেক ব্লগার ব্লগিং করতে পারছেন না। ব্যাপারটি খুব বিরক্তিকর। অবশ্য আমি তাই বেশি কমেন্ট ও পোস্ট করার চেষ্টা করছি। এটা এক ধরণের বিদ্রোহ বলতে পারেন।।।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতায় 'শুধু একজন' আছেন, বিশ্ব অনুপস্হিত