নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ফাল্গুনের প্রথম দিনে অপসরা
ফুলের বাগান যেন পথে পথে
পুলকিত মনে কিসের টানে
—ছুটিল ঐ,
সকল ব্যস্ততা পাশ কাটিয়ে
ভালোবাসার ফুল কি তবে
জনে জনে— ফোটিলো ঐ।
মাথার উপর ফুলের মুকুট
গায়ের উপর চেপেছে তারা বাসন্তী রং শাড়ী,
পরীর বেশে আজ সেজেছে তারা
যাচ্ছে যে কার বাড়ী!!
মুগ্ধ আমি স্তুতি বন্দনা করি তারি।
কি চায় তারা! কী চায় তারা?
শুধু জানেন অন্তর্যামী,
হতাশার আঁধার রাতে যেন তাঁরাই তারা,
মর্ত্যের রাজ্যে স্বর্গের হুর পরী;
—যেন ছড়াইতেছে আশার প্রদীপ বাতি।
কতো পদ্য !
কতো গান!!
কতো গদ্য কারিগর হলে!!! ———
তোমরা কতজনের আঁধার পথের— আলোকবর্তিকা হয়ে
সুনিপূণ করে—কীর্তি গড়ে দিলে।
এমন সুন্দর দিনে!
আমরা সকলে যেন করতে পারি শপথ—
ধর্ষণ, নারী নির্যাতন, রোধ করে
আমরা যেন হতে পারি
তাদের সুখের দোসর;
তাদের জন্যে রাখবো নিরাপদ, তাদের চলার পথ ।
শিশু
ফুলের মাঝে ফুল তারা—
তারার মাঝে তারা;
আজকের শিশু;
সুন্দর আগামীর আগাম বার্তা
বিলাইতেছে যারা।
হ্যাঁ, তাদের কথাই বলছি!
যাদের তরে থরে থরে
সাজিয়ে ঘর অষ্ট প্রহর,
মরার চরাচরে স্বপ্নজাল বুনছি।
তাদের কাজের মাঝে
আমরা থাকবো যে বেঁচে
মরার অনেক পরে...
তাদের সুনাগরিক করে— গড়তে হবে
চলার পথে সবুজ গালিচা বিছিয়ে ধরতে হবে
সুন্দর পৃথিবী তবেই হবে।
সুস্থতা,
নিরাপত্তা
আর
জ্ঞানের আলো,
তাদের মাঝে ঢালো,
তবে তারাই করবে দূর——— জগতের সব কালো।
.............................
ছবি নেট। সকল ব্লগার বন্ধুদের শুভবসন্ত।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
বসন্তের শুভেচ্ছা জানাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ২য় কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুটোই চমৎকার লাগছিল কবিবর, দারুণ কথামালা।
গাছে গাছে ফুল পাখির করতালি
সৌরভ-মুখর চারিধার;
সেজেছে প্রকৃতি-বসন্ত তবে সখি-
এলো কি ফিরি আবার!
ফাল্গুনী শুভেচ্ছা রইল কবিবর
শুভ বসন্ত
২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। বিলম্বিত প্রত্যুত্তরের জন্য দুঃখিত।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩
ওমেরা বলেছেন: সুন্দর কবিতার জন্য ধন্যবাদ ভাইয়া।
২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। কমেন্টের জন্য।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪
ম্যাড ফর সামু বলেছেন: কবিতা তেমন একটা বুঝি না তবুও পড়ে ভালই লাগলো। ফাগুনের শুভেচ্ছা।
২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কবিতা পাঠের জন্য ।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতায় মুগ্ধতা !
বাসন্তীক শুভেচ্ছা নিয়েন।
২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা পদাতিক চৌধুরি।
নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫
ল বলেছেন: বাসন্তী শুভেচ্ছা কবি --
তাদের জন্য রাখবো নিরাপদ তাদের চলার পথ ---- তাদের দুবার না দিলি কি হয় না!!
তাদের জন্য রাখবো নিরাপদ আজ ও আগামীর মসৃণ চলার পথ। - মনে কিছু নিবেন না এমনিতেই দিলাম।
২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুপরামর্শের জন্য ধন্যবাদ ল । ভালো থাকবেন সবসময়।নিরন্তর শুভকামনা ।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪১
হাবিব বলেছেন: ভালো লাগলে কবিতা দু'টি। শুভ সকাল সেলিম ভাই
২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: শুভ দুপুর হাবিব স্যার। আপনার জন্য রইলো নিরন্তর শুভকামনা ।
৯| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:০৫
ল বলেছেন: আপনি কেমন আছেন!!!
২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: আলহামদুলিল্লাহ। খুব ভালো আছি।
১০| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৪
খায়রুল আহসান বলেছেন: দুটো কবিতাই ভাল লাগলো। প্রথম কবিতার শেষ স্তবকটা বেশী ভাল লেগেছে।
কেমন আছেন, কবি? অনেকদিন ধরে ব্লগে অনুপস্থিত আছেন বলে মনে হচ্ছে। আশাকরি, ভাল আছেন।
ভাল থাকুন, শুভকামনা----
২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট ও শুভকামনায় অনেক কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১১| ২০ শে মে, ২০১৯ সকাল ১১:১০
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবিভাই,
সামুর ক্রান্তি জনিত সমস্যার পর আজ আপনার উপস্থিতি দেখে প্রচণ্ড খুশি হলাম। আপনার ঝলমলে উপস্থিতি আমাদের একান্ত কাম্য।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে আপনার উপস্থিতি আমার দারুন ভালো লাগে। আপনার জন্য নিরন্তর শুভকামনা ।
১২| ২০ শে মে, ২০১৯ দুপুর ১২:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: কোথায় ছিলেন এতো দিন ?
পোস্টটা চমৎকার লেগেছে
প্রথম ছবিটা কি শায়মার?
২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: আগের ঠিকানায়.....ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধরে নেন তাই...
১৩| ২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৪৮
আর্কিওপটেরিক্স বলেছেন: চুলগুলো সুন্দর
২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা দারুন হয়েছে !!!!!!
ফাল্গুনী শুভেচ্ছা রইলো ভাই!