নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বরাবরের মতো তুমিই গেলে জিতে
ভালোবাসার লাল ফিতে কেড়ে নিতে..
প্রস্ফুটিত রক্তগোলাপ হাতে
অনন্ত প্রতীক্ষা আমার—যেন শেষ হবার নয়।।
কবিতার সুবাস মেখে গায়,
তুমি ফিরে যেতে রোজ—ভালোবাসার কল্পলোকে
আপন ঠিকানায়।
তুমি হাসতে— ভূবন ভুলানো হাসি,
বৃষ্টির টাপুর টুপুর ছন্দে বলিতে কথা;
হাতে হ্যামিলনের বাঁশি।
চাঁদের জোছনা ঘুম আসে না
জেগে জেগে সারারাত ব্যস্ত সদা তোমার অন্বেষণে
এবার যদি তোমার দিদার হয়।।
২৭ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
নদীতে পানি থাকলে, অবশ্যই সমু্দ্র-মুখী হতে হবে একদিন
২৮ শে মে, ২০১৯ দুপুর ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞব্লগারের বিজ্ঞ কমেন্ট। অনেক ধন্যবাদ চাঁদগাজী ।নিরন্তর শুভকামনা ।
৩| ২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
অজানা তীর্থ বলেছেন: সুন্দর কবিতা, চতুর্থ স্তবক অনুভব করা যায়।
২৮ শে মে, ২০১৯ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা অজানা তীর্থ।
৪| ২৭ শে মে, ২০১৯ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৮ শে মে, ২০১৯ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৭ শে মে, ২০১৯ রাত ১১:৩৭
মেঘ প্রিয় বালক বলেছেন: আশা হারাবেন না,দিদার একদিন হয়েই যাবে।
২৮ শে মে, ২০১৯ দুপুর ১২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ২৮ শে মে, ২০১৯ ভোর ৪:৪২
কালো যাদুকর বলেছেন: কোন কোন প্রতীক্ষা যেন অশেষ। কবিকে অভিনন্দন।
২৮ শে মে, ২০১৯ দুপুর ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ২৮ শে মে, ২০১৯ সকাল ৮:১৪
জাহিদ অনিক বলেছেন: অন্ধকারে চাঁদ থেকেছে আলোর অপেক্ষায়, আর চোখে আলো ধ'রে রেখে কবি ভেবেছে দেখবে জ্যোৎস্না।
তবুও-- হোক পারত্রিক দিদার।
২৮ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৮| ২৮ শে মে, ২০১৯ সকাল ১০:৪৮
খায়রুল আহসান বলেছেন: কবির ব্যাকুল মন
হয়ে আছে উচাটন
অপেক্ষার প্রহর শেষে
দেখা হবে অবশেষে!
হবে, হবে- কারণ....
"নদীতে পানি থাকলে, অবশ্যই সমু্দ্র-মুখী হতে হবে একদিন" - বলেছেন, চাঁদগাজী!!!
২৮ শে মে, ২০১৯ দুপুর ১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ২৮ শে মে, ২০১৯ দুপুর ২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৪:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর শুভকামনা প্রিয় কবি কে।