নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সুন্দর এই সন্ধ্যা
লাগছে ভীষণ ভালো—ভ্যাপসা গরম কেটে গেছে
ঘর্মাক্ত দেহটি এখন আর নেই
মনটিও সতেজ তাই ভাবছি বসে আনমনে
শুধু তোমাকেই। দেখ বেদনা কাব্য পুড়ে হয়ে গেছে ছাই—
তুমি গায়ে বাতাস লাগিয়ে বেড়াও
চঞ্চল প্রজাপতির ডানায় যেন উড়িয়ে দিলে তোমার মন
আমিও আছি বেশ বসে বসে ভাবছি
এবার প্রতীক্ষার হবে শেষ— আসিবে মধুক্ষণ
সন্ধ্যার রেঁস্তোরায় বসে তোমার সঙ্গে কিছুটা আলাপন
কথা দিলাম লাগবে ভীষণ —ভালো
সঙ্গে এক পেয়ালা চা মন্দ হবে না; ভালোবাসার পরশে আর দুঃখ রবে না
মন চায় হারিয়ে যেতে তোমার বুকের গন্ধ শুকে শুকে
এমন মধুর ক্ষণ মন্দ হতো না
তোমার আবেশে হারিয়ে যেতে চাই—যেমন করে পথিক পথ হারিয়ে যায়
তুমি বিনা অন্য কোন পথে ভিন্ন কোন গ্রহে— নাই আমার বাসনা নাই।
মহামূল্যবান সময় আর হারাতে না চাই..
ভালোবাসার এইতো সময়
ভালোবাসায় দেরি করতে নাই...
ভালোবাসার অচেনা পথে চলো না হারাই
১৫ ই জুন, ২০১৯ রাত ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা আপনাকেও ।
২| ১৫ ই জুন, ২০১৯ রাত ১০:৩৯
মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই ,
ভালোবাসার অচেনা পথে চলো না হারাই ---
সুন্দর আহ্বান । নিদারুণ মুগ্ধতা ...
১৫ ই জুন, ২০১৯ রাত ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম ভালোলাগায় ও কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৬ ই জুন, ২০১৯ ভোর ৫:০৮
চাঁদগাজী বলেছেন:
জাতি আছে বেকার সমস্যায়, আপনি আছেন প্রেম সমস্যায়! আপনাকে জাতীয় কবি বানাবো কিভাবে!
১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: প্লিজ চেষ্টা করেন। তাদের নিয়েও কবিতা লিখবো....
৪| ১৬ ই জুন, ২০১৯ সকাল ৭:২৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ১৬ ই জুন, ২০১৯ সকাল ৯:০৭
সজীব শাহরিয়া বলেছেন: ভালো লেগেছে খুব
১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ১৬ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৪
রাকু হাসান বলেছেন:
কবিতা পড়ে তো রোমাান্টিকতা পেয়ে বসলো
কবিতা ভালো লাগছে । কবি ।
১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ১৬ ই জুন, ২০১৯ সকাল ১০:০৩
নজসু বলেছেন:
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে
......................................
প্রিয় কবির মন সবসময় এরকম অনুভূতিতে ভরে থাক।
দুঃখ, হতাশা দূরে চলে যাক।
১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: এটাকে বলে খাঁটি ভালোবাসা...... অতটুকু বুঝতে পারে মেয়েটা.....পৃথিবীতে আর কিছুর দরকার হয় না।.
৮| ১৬ ই জুন, ২০১৯ বিকাল ৩:০৩
মেঘ প্রিয় বালক বলেছেন: খুব ভালো লিখেছেন কবিতা লিখায় ++
১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ১৬ ই জুন, ২০১৯ বিকাল ৩:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
২০ শে জুন, ২০১৯ দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় ভালোলাগায় ধন্যবাদ।
১০| ১৬ ই জুন, ২০১৯ বিকাল ৪:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা - - - - -
সেলিম আনোয়ার ভাই খুব মিস করেছি আপনাকে, কেমন আছেন ? টেকনিক্যালী আটকে ছিলাম। দেশের বাইরে ব্লগ মুক্তি আছে জানা ছিলো না।
২০ শে জুন, ২০১৯ দুপুর ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: আপনি এখন ব্লগে নিয়মিত ব্যাপারটি খুব ভাল লাগছে।
১১| ১৬ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! এমন আহ্বান।
কবিতা ভালো হয়েছে++
শুভকামনা জানবেন।
২০ শে জুন, ২০১৯ দুপুর ১২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১২| ১৬ ই জুন, ২০১৯ রাত ৮:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আর হারাবেন কই কবি!
হারানো সময়টাইযে হারিয়ে গেছে!
এখন শুধু স্বপ্নের ইতিউতি উঁকি ঝুকি
স্মৃতির জাবর কাটা
আহ! উহ ! ধ্বনিতে
সে সুখ খুঁজে ফেরা
হা হা হা
ভাল লাগলো কবি
২০ শে জুন, ২০১৯ দুপুর ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: হা হা ।
সে যে ভালোবাসার
সে যে নয় হারাবার
আমরাহংসমিথুন সরোবর জলে
কমেন্টে এবং পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৩| ১৭ ই জুন, ২০১৯ সকাল ১০:০১
মাকার মাহিতা বলেছেন: গায়ে বাতাস লাগিয়ে বেড়াতে খুব ইচ্ছা করছে...;
২০ শে জুন, ২০১৯ দুপুর ১২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা ।
মুক্ত হাওয়া— দারুন পাওয়া
ইট পাথরের ব্যস্ত নগরে.....
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৯ রাত ৯:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য, শুভ কামনা নিন কবি।