নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ওগো ভালোবাসার পাখি তোমার
হয়তো মনে পড়ে না আর—
বলে ছিলাম মাত্র সাতদিন
থাকলে সাথে
নিজেকে ফেরাতে পারবে না আর
ভালোবাসার মায়াজালে বন্দী হয়ে
আজীবন থেকে যাবে— আমার সাথে
আর শেষ বিদায়ের আগে বলে যাবে
পরপারেও শুধু তোমাকে চাই যদি পথচলা থাকে
এতো ভালোবাসা আর কোথা নাই
কথা দাও তুমি শুধু আমার ধ্রুবতারা...
তারপর কী হলো?—কাল বোশেখি ঝড় হলো,
নদীর দুকূল উপচে পড়া প্লাবন হলো,
হলো না আর দেখা— তোমার সাথে থাকা
তবু তো থেমে থাকেনি প্রেম..
সকল বাধা জয় করে নদী যেমন ছুটে চলে— সাগর পানে
আমাদের পথচলা তেমন ভালোবাসার পরাগ মেখে
আকাশের বুকে যেমন চন্দ্র সূর্য আপন কক্ষপথে
আমার এই প্রেম আকাশের মতই বড়ো
তুমি তাতে যেন শরতের মেঘ
ভালোবাসার পরশ মেখে
থেকে থেকে ভেসে বেড়াও—মহাসুখে,,
ভালোবাসার অপরাজিতা ফুল তাই তোমাকেই দিলাম—
আমার ভালোবাসার ছোট্ট নীড়ে বন্দী থেকেও তুমি যেন মুক্ত বিহঙ্গ
আহলাদে-আদরে মমতা ভরা বুকে,— বস্তবে-স্বপ্নলোকে
প্রজাপতির মতো তুমি উড়ে যাও
ফুলে ফুলে উদাসী হাওয়ায় দোলে
আবার বর্ষায় প্রশান্তির বৃষ্টি হয়ে ঝরো..
.. সেই কথা হয়তো মনে পড়ে না আর
তাতে কি আমরাতো চন্দ্র-তারা,
ভালোবাসার মানিকজোড়া—
ভালোবেসে হারিয়েছি পথ আনন্দলোকে
এখন দিকভ্রান্ত পথিক খুঁজে পাবে পথ
আমাদের দেখে…
দু'জনার নিরন্তর পথচলা থেকে।
ছবি: নেট । একদিন তোমার আমার হবে...
১৮ ই জুন, ২০১৯ বিকাল ৪:২০
সেলিম আনোয়ার বলেছেন: একমাত্র কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।
২| ১৯ শে জুন, ২০১৯ রাত ১২:৫২
মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় অজস্র ভালো লাগা।
১৯ শে জুন, ২০১৯ সকাল ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:১১
মেঘ প্রিয় বালক বলেছেন: মারকুটে কবি। মুগ্ধ হলাম কবিতায়।
১৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।