নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কেন পড়া হলো না সবটুকু
—জানি না
তবে এমনতো হবার কথা নয়
তোমাকে পুরোপুরি পড়া হয়— সবসময়
এবার কেন হলো না
কেন পারা গেল না....
এক বুক ভালবাসা বুকে
অন্য কিছু মনের মত করে কি লেখা হয়?
বুকে তোমার কবিতার বাস
করে দিলাম তার গুমোর ফাঁস
ভালোবাসা হলে সখি এমনই হয়...
কি যে লেখো যদু মধু সমাচার
ভালোলাগে না এ মনে তুমি ছাড়া কিছু আর..
সখি ভালোবাসা কেনগো এমন হয়
তুমি ছাড়া যেন শূন্য লাগে এ হৃদয়
ভাবতে পারি না তুমি ছাড়া কিছু আর।
উৎসর্গ: তুমি
২৫ শে জুন, ২০১৯ বিকাল ৪:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৩
তারেক ফাহিম বলেছেন: দুশ্চিন্তা এড়াতে অন্যকে নিয়ে কম ভাবতে ডাক্তার পরামর্শ দিলো
২৫ শে জুন, ২০১৯ বিকাল ৪:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুচিন্তা দুশ্চিন্তা নয়...
৩| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৮
মুক্তা নীল বলেছেন:
খুব সুন্দর কবিতা। তবে এই "তুমি"রা কখনোই আপন
হয় না +++
২৫ শে জুন, ২০১৯ বিকাল ৪:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সে যে আমার আপনের আপন কথাটি মিথ্যে নয়...
৪| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। জাতি জানতে চায় এই তুমিডা কে
২৬ শে জুন, ২০১৯ সকাল ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: জাতির কি জানা নাই?
কমেন্টে অশেষ ধন্যবাদ। তুমি থাকে কবিতায়.......
৫| ২৫ শে জুন, ২০১৯ রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃকজ্ঞতা।
৬| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৭:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতার কথামালা, সুন্দর ভালোবাসার কবিতা উপহার দিয়েছেন কবিবর।
শুভ সকাল
২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৭| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৬
মাহমুদুর রহমান বলেছেন: অতিব সুন্দর।
২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৪:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন: যেদিন থেকে নিজেকে নিয়ে ভাবনা শুরু করবেন সেদিন থেকে আপনার জীবন শুরু হবে, ততোদিন অন্যের জন্য জীবন যাপন হবে।