নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সুপ্রিয় প্রতীক্ষা

১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৩



দমকা হাওয়া—আসলো ছুটে
খোলা জানালার পর্দা দোলে
উষ্ণতা তাই লাঘব হলো
পুলকিত মনে—স্বপ্নজাল বুনে
তুমি এলে কল্পলোকে— কাটে বেলা আনন্দলোকে
আমাকে কি তোমার পড়ে না মনে?
সুপ্রিয় প্রতীক্ষা আমার,
কখনো ভাবোনি বুঝি!
তোমায় নিয়ে কাব্য খুঁজি—অবুঝমনে
অনুক্ষণে; ভেবে ভেবে দু’চোখ মুদি—
অথচ সুচিস্মিতা অলীক তো নও
কেবল স্বপ্নলোকে আবাস যার
তুমি চাইলেই মহেন্দ্র ক্ষণ অমর প্রেমের
তুমি চাইলেই দমকা হাওয়া উতলা মনে
ফুলের সুবাস গায়ে মেখে
তুমি তো অলীক নও— হে বাস্তবতা;
আশার প্রদীপ জ্বেলে এই হৃদয়ের স্বর্গভূমি
একটুকরো সুখ বুকে লয়ে
বয়ে বেড়াও—সন্তর্পনে
ঝিনুকের বুকে মুক্তো যেমন,
আমি কি নই তোমার তেমন?
বিনি সুতোয় গাঁথা মালা
অপরাজিতা—ইচ্ছে ডানায় ভর করে
ইচ্ছেপূরণ এবার হোক—ভালোবাসার মোহনাতে..


মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: বহমান প্রতীক্ষায় ভালো লাগা।++
শুভেচ্ছা নিবেন।

১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

২| ১০ ই জুলাই, ২০১৯ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: আচ্ছা, আমি কেন এরকম সুন্দর কবিতা লিখতে পারি না?
এটা ঈশ্বর পদত্ত ব্যাপার??

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আমি জানি না। এত টুকু বলতে পারি কবিতা লিখতে আমার অনেক কিছু ছাড়তে হয়েছে...অনেক ত্যাগ তিতিক্ষা আমার কবিতায় মিশে আছে.........অনেক বাধা বিপত্তি সয়ে আমার কবিতা লিখা। অবিশ্বাস্য রকমের কষ্ট....কবিতা কবিতা .....



কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।

৩| ১০ ই জুলাই, ২০১৯ রাত ৯:২০

ইসিয়াক বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ১০ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৮

বলেছেন: ভালো লাগা।++

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১০ ই জুলাই, ২০১৯ রাত ১০:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশের পাঠ্য বইয়ে আজেবাজে কবিতায় যে সয়লাব এটি কি জানেন? শিক্ষানীতি নির্ধারকরা সরকারী পয়শায় কম্পিউটারে সেলফোনে ইন্টারনেট ব্যাবহার করেন - তাতে তারা কি দেখেন জানতে ইচ্ছে করে। ইচ্ছে করে তাদের বলি ব্লগে সেলিম আনোয়ার নামে একজন অখ্যাত কবি আছেন তার দুটো কবিতা পড়ার কি সময় হবে!!! ???

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ পাঠক আমার কাব্যিক ভ্রমনে আপনাকে সহযাত্রী পেয়ে আমি আবেগাপ্লুত। সাম হুয়ার ইন ব্লগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। আপাতত এটাই কামনা । বাংলায় লেখা বাংলায় নিজের বাকপ্রকাশের স্বাধীনতা আমাদের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে আমাদের বঞ্চিত করা অসাংবিধানিক। যারা মিথ্যা অপবাদ দিয়ে বাংলা ব্লগকে কলুষিত করার অপপ্রয়াসে লিপ্ত তারা এ দেশের শত্রু । এদেশের মানুষের শত্রু। ভাল থাকবেন সুপ্রিয় ঠাকুরমাহমুদ এই কামনা থকলো ।

৬| ১০ ই জুলাই, ২০১৯ রাত ১১:০৮

মেঘ প্রিয় বালক বলেছেন: কবি প্রতীক্ষা শেষ হবে কবে? প্রতীক্ষার কবিতায় ভালো লাগা রেখে গেলাম।

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সব তার মর্জি....সে চাইলেই বৃষ্টি নেমে আষাঢ় শ্রাবণ
সে চাইলেই পূর্ণিমা চাদ রুপালি আলোর প্লাবন—আধার রাতে

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ১১ ই জুলাই, ২০১৯ রাত ১২:৫৭

নীল আকাশ বলেছেন: প্রেমিক অধীর আগ্রহে প্রতীক্ষায় থাকে দেখেই প্রণয়ের গভিরতা গাঢ়বর্ণের হয়।
প্রতীক্ষা? সে তো ভালোবাসার সম্পান রেডি করে বৈঠা হাতে মাঝির অপেক্ষা!!
কবিতা পছন্দ হয়েছে। এত আবেগ কোথা থেকে পান কবি?

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে । কমেন্টে ভালো লাগা।

যে খান থেকে কবিতা আসে সেখান থেকে....

৮| ১১ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৫৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর। শুভেচ্ছা।

১১ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

বহুদিন পর ব্লগে সুস্বাগতম ।

৯| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫১

সেজুতি_শিপু বলেছেন: আপনাকে নিশ্চয়ই তার মনে পড়ে ।

১১ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য। বহুদিন পর ব্লগে সুস্বাগতম।

১০| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৪

মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই ,
আমার প্রিয় কিছু পাঠের মধ্যে কবিতা প্রিয় । আর আপনি হচ্ছেন কবিতার গুরু । ভীষণভাবে অবাক হয়ে যাই
এত মন উজাড় করে কিভাবে লিখেন ?


ঝিনুকের বুকে মুক্তো যেমন,
আমি কি নই তোমার তেমন? ----
এ দুটো লাইন খুব সুন্দর

১৩ ই জুলাই, ২০১৯ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.