নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হীরা ফেলে কাচের টুকরো মাথায় তুলে নিলেই
হয় কি তা— তোমার মেঘবরণ কেশে খোঁপার কাঁটা
যেতে পারে মাথা কেটে— তাতে
রক্তনদী বইতে পারে হৃদয়ফেটে
কেউ কী তার রাখে খবর?
. কী দরকার ওসব করে?
রাজার রানি—চাকরানি কেন হবে ভিন্নগ্রহে?
রাজাতো ভিখেরি সেজেছে প্রেমের টানে
আর কিছু নয়—বিনি সুতোয়
গাঁথবে মালা সেই প্রতীক্ষায় .
—হৃদয়রানির ফুলদানি
থাকবে ভরে দুধসাদা ফুল-মধু মাখা
প্রতীক্ষার একেকটি পালক কী বলেনি তা?
কীসের এত শূণ্যতা?
সর্বনাশা পদ্মা যদি বিরহ নদী— বর্ষা এলে
উছলিয়া ওঠে আনন্দজলে—ধরায় ভাঙন
সিঁদুরে মেঘ আকাশ থেকে যদি রাঙায় চোখ
শুধুই অকারণ করে বারণ কেউ কী শুনে
সেসব কথা? অবজ্ঞার লেশটুকু নেই গায়ে তোমার
আমার ভালোবাসার প্লাবন-জলে গেছে ভেসে তা।
কাচ ফেলে এই হীরাটি নাওগো তুলে
অতীত ব্যথা গ্লানি ভুলে
কেবল হীরের মুকুটই পায়গো শোভা প্রিয়ংবদা
— মাথায় তোমার
. ভালোবাসার ছোট্ট ঘরে—. ছোট্ট পাখি
ভালোবাসার জিয়নকাঠি—নাও আদরে..
চন্দ্রগ্রহণ হলেই কি আর হয়গো শেষ
—চাঁদের কিরণ? ভরা পূর্ণিমা রাতে রুপালি আলোর জোয়ার
তুমি কী দেখনি কভু—সময় হলে ঠিকই ওঠে?
উচ্ছাসে উছলিয়া ওঠে—কখন দিবে গো অনুমোদন?
ভালোবাসার ছোট্ট ঘরে..
তুমি হাসলেই পূর্ণিমা চাঁদ শশীর কিরণ আলোকচ্ছটা
অমবস্যার আঁধার ঠেলে আকাশটাতে—এখন না হয়
কাব্য সুধা কর হে পান—ভালোবাসার অনুরাগে...
সুচিস্মিতা বাঁকা লেখা
১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: পূর্ণিমা চাঁদ হতাশার আঁধার ঠেলে ।
১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা...
২| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২১
ঠাকুরমাহমুদ বলেছেন: প্রভু ভুল ভেঙ্গে দাও ।
যে ভুলে তোমারে ভুলে__হীরা ফেলে কাঁচ তুলে ।
ভিখারী সেজেছি আমি
আমার সে ভুল প্রভু
তুমি ভেঙ্গে দাও ।
প্রভু ভুল ভেঙ্গে দাও ।
তুমি বিভু অন্তর্যামী__আমার প্রাণের স্বামী ।
তুমি ভিন্ন এ জগতে
নাহি মোর কেউ
প্রভু ভুল ভেঙ্গে দাও ।
সংসারের মায়া মোহে তোমারে ভুলিয়া ।
যে ডেকেছে তারি পাশে__গেছি ছুটে উর্ধ্বশ্বাসে ।
- কবি কায়কোবাদ
১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার। অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।
৪| ১১ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০১
মুক্তা নীল বলেছেন:
ভালোবাসার মানুষটির জন্য রাজকীয় আহ্বান । এমন
আহবানে সাড়া না দিয়ে থাকতেই পারবে না +++
১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
করুণাধারা বলেছেন: এই আকুতি প্রিয়ার প্রাণের গিয়ে পৌঁছাক!
১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৬| ১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
মাহমুদুর রহমান বলেছেন: বাঁকা লেখায় মুগ্ধতা।
১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
নীল আকাশ বলেছেন: কবিতা বাঁকায় লেখা হলেও অনুভুতিগুলি একদম সোজা ভাবে প্রকাশ পেয়েছে।
ধন্যবাদ।
১২ ই জুলাই, ২০১৯ রাত ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়র জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
১২ ই জুলাই, ২০১৯ রাত ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: আপনি আবারো কষ্ট করে ব্লগে এসে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করলেন।।
৯| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !
তোলে নয় তুলে হবে
১৪ ই জুলাই, ২০১৯ রাত ১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ১৫ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা অসাধারণ হয়েছে ।
কবিতাটি হতে বিশেষ একটি প্রেরণা নিয়ে গেলাম
অচিরেই ফল একটা দান করবে বলে মনে করি ।
যাবার বেলায় তাই একে প্রিয়তে নিয়ে গেলাম ।
শুভেচ্ছা রইল ।
১৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য বিজ্ঞ ব্লগার। আপনার প্রিয় তালিকায় কবিতাটি স্থান পেয়েছে বলে অশেষ কৃতজ্ঞতা জানবেন হে গুণী/গুণিজন
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৯
কালো যাদুকর বলেছেন: "তুমি হাসলেই পূর্ণীমা চাদ... " অনেক সুন্দর।