নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ক্রিকেটে সুপার ওভার ভিক্টরি

১৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:০৯



শেষ ওভার বনাম সুপার ওভার
একেবারে সিক্সটি নাইন—
ব্যাটে বলে দু’দলই যেন তাতে সমানে সমান
এমন হাড্ডা হাড্ডি লড়াই বিশ্বকাপ ফাইনালে
দেখিনিতো কখনো আগে
টান টান উত্তেজনা পুরো খেলায় পরাজিতদের
বিজয়ের সম্ভাবনা—প্রতিপক্ষ পারবে কী জিততে
বিজয়ীদের পক্ষে যেন খেললেন স্বয়ং বিধাতা
হেরে গেল বোলিং ফিল্ডিং এর দানবে
যারা জিতে যায় তারাই হয় সিকান্দর
লেখা আছে প্রবাদে—এবারের বিজয়ীরা
জিতেছেন নতুন ইতিহাস রচনা করে
এমন খেলায় রান তাড়া করে বিজয়
তবু মরা উইকেটে—তাদের অসম্মান করা
কখনোই সমাচীন নয়—এমন অসম্ভবকে যারা সম্ভব করেছে
তাদের জানাই কুর্নিশ—বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে
তাদের তুল্য এখন আর কেহ নাই—
হিরো স্টোক—আর্চার হিরো . সবে মিলে এগারো..
খেলা দেখে মনে হলো খেলার ফলাফল
স্বয়ং বিধাতার হাতে গড়া— দুঃখ একটাই
বিশ্বকাপে সেরা খেলোয়াড় সাকিব হয় নাই
আহা! দা ফিজও আছে সেরাদের কাতারে
বাংলার টাইগার এখন আর নেই যে পিছিয়ে
অভিনন্দন ইংল্যান্ড—অবিশ্বাস্য এই জয়ে
আহা ! স্বয়ং বিধাতা যেন খেলিলেন তোমাদের হয়ে
এমন মহাকাব্যিক বিজয়—বিশ্বকাপ ফাইনালে
অর্জন করিতে আর কেহ পারে নাই
একদিন হয়তো বাংলাদেশ পারবে—
সেইদিন আর খুব বেশি দূরে নাই..


মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দারুন মজা হয়েছে,
গতানুগতিক ধারার বাহিরে
টান টান উত্তেজনা !!!
...................................................................................................................

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ভিন্ন রকম স্বাদে দারুন প্রতিদন্ডিতা পূর্ণ খেলা....ফিল্ডিং বোলিং এ নিউজিল্যান্ডের শক্তিশালী দানব হয়ে ওঠা আর ইংল্যান্ডের দানব বধ যে কোন মুভির নাটকীয়তাকেও হারিয়ে দেবে । দারুন ম্যাচ!!

২| ১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: খেলা সেই রকম হইছে !

মজা পাইছি B-))

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: এরকম উত্তেজনায় ঠাসা খেলা বিশ্বকাপে আর দেখি নাই।

৩| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:২২

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর!

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় মাহমুদুর রহমন কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৪| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৩

জুন বলেছেন: আমাদের উপমহাদেশের বাইরে আগ্রহহীন নিউজিল্যান্ড আর ইংল্যান্ড দলদুটো সাধারণ খেলাটির শেষদিকে টান টান উত্তেজনায় ভরপুর এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। খুব খুব ভালো লেগেছে। নিউজিল্যান্ডের জন্য মন খারাপ তবে তারাও তো হারেনি।

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩২

সেলিম আনোয়ার বলেছেন: উপমহাদেশের সবগুলো দল ছিটকে গেছে সেমিফাইনালের আগে একমাত্র ভারত ছাড়া। আমি ফাইনালে সাপোর্ট করেছি ইংল্যান্ড। তারা তো জিতলই ক্রিকেটের জয় হলো......উপমহাদেশের কোন দল থাকলে টেনশনে উত্তেজনায় কিছু লোক হয়তো মারাই পরতো।
প্রতিদন্ডিটা অন্য লেভেলের হয়ে গেছে মাইলস্টোন লেভেল ।

৬| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৫

আরইউ বলেছেন: একটা নোংরা ফলোআপ পোস্টে আপনার লাইক দেখে বলতে আসলাম- যতই সুশীল ভেক ধরেন, নোংরা লেঁজ লুকিয়ে রাখা খুব কষ্ট!

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার পাপকে ঘৃণা করি পাপীকে নয়। অন্যায় সমর্থন করি না । অন্যায়ের বিস্তৃতির সঙ্গে আপোষ করি না। কাউকে প্রত্যাখ্যান করলেও তার নীতি কথার অপছন্দ করি না। ব্লগার নতুন আমার অগ্রজ। তার প্রতি আমার শ্রদ্ধা আছে একটু ও কমেনি।

৭| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫১

স্বপ্নডানা১২৩ বলেছেন: আরইউ বলেছেন: একটা নোংরা ফলোআপ পোস্টে আপনার লাইক দেখে বলতে আসলাম- যতই সুশীল ভেক ধরেন, নোংরা লেঁজ লুকিয়ে রাখা খুব কষ্ট!

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: অন্যায়ের প্রতিবাদ করি। কাউকে দূরে ঠেলে দিই না। নিজাম ডাকাত যদি দরবেশ হতে পারেন। কুড়ি বছরের বাচ্চাও পারেন। দেখবেন সময়ের বিবর্তনে মাহমুদ আর নতুন ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছেন। তখন তিক্ত পরিবেশ অনর্থকই হবে। সময়ের অপচয় মনে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ । তবে হ্যা ক্ষমার অযোগ্য দোষ হলে আমি শাস্তি দাবী করছি দৃষ্টান্ত মূলক শাস্তি। আমি শুধু দুজনার রাগ প্রশমনের চেষ্টা করছি। তারা দুজনেই ভালো থাকুক .......

৮| ১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০২

আরইউ বলেছেন: সো, নতুনকে হায়েনার সাথে তুলনা আপনার ভাল লেগেছে, তাই পোস্টে লাইক দিয়েছেন? বাহ!

১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

সেলিম আনোয়ার বলেছেন: না । ওভাবে ভাবিনি। পোস্ট পড়ার সময় মাথায়ও আসেনি। প্রচুর পোস্ট পড়ি। মনে থাকে না কার লেখা। কার পৌষমাস আর কার সর্বনাশ যাচ্ছে। ভাল থাকুন ।

৯| ১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

আরইউ বলেছেন: আপনার সুশীলতা রোগ ধরেছে; মেরুদন্ডহীনতাও বলা যায়! মাহমুদুর ইজ বেটার দ্যন পিপল লাইক ইউ - তাদের দেখে যায়; আপনারা সুশীলতার ভেক ধরে থাকেন!

১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

সেলিম আনোয়ার বলেছেন: আমি সুশীল দাবি করিনি জনাব। মাহমুদুর ভাই আমার চেয়ে বেটার তো আপনিই বলছেন। সুশীল তো আর থাকলাম না। গল্প পড়ার সময় মাথায় আসেনি ওটা আমার অগ্রজ ব্লগার নতুন কে নিয়ে। ক্যাচাল পছন্দ করি না। ক্যাচাল লাঘব করতে পারলে বাঁচি।
ভাল থাকুন। ভেক ধরার সময় শ্রমিকের নাই ......মেহনতি মানুষের নাই... মানে আমারও নাই... #:-S । শ্রদ্ধেয় ব্লগার নতুন কে নিয়ে আর কথা নয় ওকে। সিনিয়র রা ছিল বলেই ব্লগিং বিষয়ে বিন্দু পরিমান জ্ঞান অর্জন তাদের কাছ থেকে। আর কিছু না। আর মাহমুদরা পরিণত ভালো মানের ব্লগার হোক।ব্লগের নীতিমালা মেনেই ।

১০| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ১০:১৭

তারেক_মাহমুদ বলেছেন: সর্বকালের সেরা ফাইনাল ম্যাচ।

১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুপার ওভারে যে ম্যাচের ফলাফল তার চেয়ে সেরা ম্যাচ হবে কি করে। তবু সেই সুপার ওভারেও সমান ১৫ রান। যে আগে ব্যাটিং করেছে সে দল জিতে ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.