নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সত্যের মুখোমুখি প্রেম
সত্যের মুখোমুখি আজিকে আমরা দাঁড়িয়ে
রয়েছি দু’জনে দু’হাত বাড়িয়ে
আমাদের শাশ্বত প্রেম—
অবধারিত জয় হোক তার;
দৃষ্টান্ত হয়ে থাক উদার— মানবতার,
জীবনেরই নিয়মে।
শুধু বসন্ত বাতায়নে কুহুকের গান নয়
সারাটি বছর যেন তা সুখের বসন্ত হয়
কুয়াশা দূর করা ভোর হোক—
দুটো হৃদয়ে মরুর ঝড় হয়ে এই ক্ষণে ওঠুক প্রেম,
বাঁধভাঙা জোয়ারে ভাসিয়ে নেবার প্লাবন হোক—
মুষলধারে শ্রাবণ হোক—ঘোর লাগা ক্ষণ হোক—
জোনাক জ্বলা রাত—পূর্ণিমা চাঁদ
ঝিঁঝিঁ পোকার ডাক হোক—
ব্যস্ত শহরে রেস্তোরায় বসে ফুলেল শুভেচ্ছায়
এক কাপ চা হোক প্রেম।
শেষ রাতে ওঠে স্রষ্টার দরবারে দোসর হয়ে প্রার্থনা হোক—
শরীরে শরীরে ঘর্ষণে বর্ষণে সিক্ত মুখর হোক প্রেম।
ভালোবাসা সরোবরে পানকৌড়ির ডুব হোক—
নির্জনতা ভাঙার কাঙ্ক্ষিত শ্লোক হোক প্রেম,
ঘুমুতে যাবার আগে নিত্য করে কবিতা পড়ার ক্ষণ হোক—
সৃষ্টির উল্লাসে মাতোয়ারা মন হোক আমাদের দু’জনার প্রেম।
সবার অগোচরে কাঙ্ক্ষিত বাহুডোরে বাঁধা পড়া হোক—
সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সব সীমা ছাড়িয়ে বিজয়ী বীর হোক—
অপরাজিতা ফুল হয়ে বাস্তবতার বাগানে প্রস্ফুটিত ফুল হোক—
সবকিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে অটুট বন্ধন হোক প্রেম।
এখনো অপেক্ষাতে ..
এখন মাঝরাত—এখনো অপেক্ষাতে ..
তুমি কী ভুলেই গেছো—কত সুদীর্ঘ পথ হেঁটে
গন্তব্যহীন আমি—শুধু তোমায় ভেবে
তোমারই অন্বেষণে—তোমার কী পড়ে না মনে
দিকভ্রান্ত পথিক এক—পৃথিবী উজাড় করে
কত তারাখসা—কত সর্বনাশা
কত বেদনা জ্বালা বুকে
হায় এখন মাঝরাত—প্রেম এখনো অপেক্ষাতে..
কতো প্রবঞ্চনা—দু’জনার পথে
আমি করে গেছি সব—তোমায় ভালোবেসে
তোমার কথা শুনে—এই তো সেদিন
তুমি কথা দিয়েছিলে—তুমি আসবে
এই বুকে মাথা গুজে খুঁজে নিতে পারো
তোমার ঠিকানা—এই খানে তুমিই থাকার কথা
এমন মাঝ রাতে প্রেমের কামনা মনে
এইখানে তাই আজো আছে ব্যথা
এইখানে এক সমুদ্র জল
তুমিই নেবার কথা—এক শ্রাবণ ঢল
এখন মাঝরাত—প্রেম এখনো অপেক্ষাতে..
সোনা এখনো আসছো না— বুকে
বসন্ত বাতাস আজ বিহগের সুরে গাহিছে কেবল
তোমার আগমনি গান—জেনে পারো নিতে
এই বুকে কান পেতে—এখন মাঝরাত
হায়! সোনার চেয়ে দামি প্রেম এখনো অপেক্ষাতে...
১৯ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন:
প্রেম কবিতার মতন....
১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য সুপ্রিয় চাঁদগাজী ।
২| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৭
আখেনাটেন বলেছেন: এত এত তুফানীয় কথায় প্রেমিকারা কি সাড়া না দিয়ে পারে?
চমৎকার।
*জুয়ারে < জোয়ারে
২০ শে জুলাই, ২০১৯ রাত ১:১১
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ।সুপ্রিয় ব্লগার নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩| ২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: দু'টা কবিতা'ই খুব সুন্দর।
২০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
যেই প্রেম শুধু কবিতায় বেঁচে আছে, কবিতায় কথা বলে, কবিতায় নিজকে প্রকাশ করে!