নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রিয়তমা সনাতনী কুফরি
আধুনিক বিশ্বে সনাতনী কুফরি
পদ্মাসেতু নির্মাণে—নরমস্তক আবশ্যক
যেন আধুনিকতার ললাটে কেবলই কলঙ্কতিলক
এসব ভ্রান্ত ধারণা —লয় হয়ে গেছে
সে—ই কবে—মধ্যযুগে, ইতিহাসে আছে
খলিফা ওমর নীলনদে—প্রচলিত সেই কুপ্রথা;
কুমারী বলিদানে নাকি
ফিবছর নীলনদের বক্ষে— পানির জোয়ার ওঠে!
নতুবা শুকিয়ে মরুভূমি হয়ে যায় —
ওমর ঘৃণাভরে কুমারীবধ প্রত্যাখ্যান করেন
মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে
স্রষ্টার কাছে প্রার্থনা করলেন
আর চিঠি লিখলেন নদীর সমীপে
হে নীলনদ! যদি তুমি
আল্লাহর হুকুমে প্রবাহিত হও তবে
চিঠি খানা পাওয়া মাত্রই
প্রবাহিত হবে—
নতুবা তোমার পানির
কোন প্রয়োজন নেই আমাদের
কুমারী বিসর্জন দিতে হয়নি আর;
চিঠি পাওয়া মাত্র,
নদীবক্ষ রমনীর বক্ষের মতো স্ফীত হয়ে
যেন ওঠেছে জোয়ার!
দ্রুতবেগে নীলনদের তীরে পৌঁছার পূর্বেই
ডাকপিয়নের অশ্বের খুড় জলে ভিজে গেছে
নরমস্তক অর্পণ —পদ্মাসেতু নির্মাণে
মান্ধা্ত্যার যুগের কুসংস্কার হতে পারে মাত্র
বিশ্বমানবতার দৃষ্টিতে অথবা বাস্তবতার নিরীখে
সম্পূর্ণ পরিত্যাজ্য—যারা রটায়, ভীতির উদ্রেক করে
আধুনিক সভ্যতাকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালায়
তারা প্রকাশ্যই দেশদ্রোহী ও
অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত কীট
তাদের দৃস্টান্ত মূলক শাস্তি হওয়া আবশ্যক
প্রিয়তমা,
সতত এই কামনা করি মনে
মানবতার নিরাপদ আবাস গড়ে
স্বদেশ যেন সবার জন্য হয়গো স্বর্গভূমি;
ভালোবেসে সেথা যেন ধন্য তুমি—আমি।
তুমি আসবে এই জীবনে তাই
শ্রাবণ মেঘের ভেলায় ভেসে ভেসে
— আজিকে খুশির সীমা নাই; প্রগাঢ় বিশ্বাসে,
জীবনের অমোঘ নিয়মে আসবে তুমি
—এই জীবনে তাই।
আমরা দু’জনে আর হবো না— পিছপা।
আর নাই কোন জড়তা—একদিন এসেছিলে
সেইদিন সংশয় ছিলো এই অবলা প্রাণে—পারেনি হায় তোমায় কাছে টেনে নিতে
তুমি হেসেছিলে ভূবন ভুলানো অমায়িক হাসি সম্মতি জ্ঞাপনে
যেন নদীর কল কল ধ্বনি —আমি কেবল অপার বিস্ময়ে নীরবে
শ্রবণ করেছি তা..
হয়তো আশঙ্কা ছিল প্রাণে!
ভালোবাসা যে সর্বনাশা—বাকিসব নিঃস্ব করে দিয়ে..
অবশেষে হয়ে ওঠেনি তা—
দৃষ্টান্ত হয়েছে প্রেম জমে জমে সহস্র কবিতা
পুঞ্জীভূত মেঘ যেন; অসীমের মেঘনীল আকাশে ঘোর লাগা ক্ষণে,
এমন মধুময় হয়তো হতো না—
তখনই সব হয়ে গেলে..
এবার সব হবে—
তোমায় ঘিরে প্রকৃতির সব আয়োজন
হবে পূর্ণ, তা—
ভালোবাসার শ্রাবণ জলে ভিজে শুধু দু’জনাতে..
ভালোবাসার নিপূণ কারিগর দৃপ্ত অঙ্গীকারে
যেন স্বপ্নপূরণের পথে—প্রেমের পরিস্ফুটন হইবে বিরচন অবাক বিস্ময়ে
তোমাতে-আমাতে অনুরাগের ছুঁয়ায় —মায়াবী জোস্নারাতে ।
০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য।
২| ০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশদ্রোহীদের শাস্তি হওয়া উচিত।
ওমরের ঘটনা কবিতায় পেয়ে ভালো লাগছে।
সুন্দর উপস্থাপন।
০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ২:০৫
সেজুতি_শিপু বলেছেন: ভালো লিখেছেন। ভালো লাগলো।
০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৪
কাওসার চৌধুরী বলেছেন:
সময়োপযোগী সুন্দর কবিতা। +++
০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৪:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৬| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪২
চাঁদগাজী বলেছেন:
দেশে মানুষ ( অশিক্ষিত মানুষ) আছে যারা গুজবে বিশ্বাস করে; এজন্য দায়ী সরকারগুলো ও প্রশাসন; এরা মানুষকে পড়ালেখা করায়নি।
খলীফা ওমরও (রা: ) অন্য আরবদের চেয়ে সামান্য বেশী বুদ্ধিমান ছিলেন। মেয়ে বলিদান বন্ধ করেছিলেন, সেটা ভালো; ভুল ছিলো নদীকে পত্র লেখা
০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। ইতিহাসটি সবার জানা । কুমারী বিসর্জন রধ করে ওমর রাঃ। আর নদীর বুকে চিঠি ফেলা মাত্র পানি প্রবাহ শুরু হয়ে যায়। সেটাই কবিতায় লিখার প্রচেষ্টা।
৭| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য রাজীব নূর।
৮| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
নীলপরি বলেছেন: দুটো কবিতাই ভালো লিখেছেন ।
++
শুভকামনা
২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
জাহিদ হাসান বলেছেন: মনে হয় তথ্যে কিছু ভুল আছে।
কিছু কিছু জিনিস আছে লোকমুখে বিকৃত গল্প হয়ে যায়।
হয়তো ওমর রা: কন্যা বলিদান বন্ধ করেছিলেন। বাকিটুকু বানোয়াট গল্প। ওমর রা: আল্লাহর কাছে দোয়া না করে নদীকে পানির জন্য চিঠি লিখবেন সেটা বিশ্বাসযোগ্য না। আরবের কিছু লোক অনেক কিছুই গল্প বানিয়েছে। এমন গল্প আলী রা: ও হুসাইন রা: এর বেলাতেও দেখা যায়। তাছাড়া ভারতবর্ষে খাজা মঈনুদ্দীন চিশতির ব্যাপারেও অনেক গল্প বানিয়ে ছড়ানো হচ্ছে।
আপনার কবিতায় সেইসব গল্প আনা উচিত হয়নি। জানেনই তো কলমের শক্তি অনেক। এই কলমের কালিই জ্ঞান ও ইতিহাস সূদূরে পৌছে দেয়। এবং অনেক সময় বানোয়াট ঘটনাকেও ইতিহাস হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলে।
জয়বাংলা
জাহিদ হাসান শিশির
২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৪
সেলিম আনোয়ার বলেছেন: বাকীটুকুও ঠিকই আছে। আমি বানাইনি। নিজের কাছে সৎ থাকাটাই আসল। আলৌকিক শক্তি না থাকলে তিনি অর্ধজাহানের খলিফা হলেন কিভাবে? ইসা আ: মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। এটা বানেয়াট নয় ।আল্লাহ প্রদত্ত মুজেজা।
১০| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
অন্তরা রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কিন্তু আমি বারবার শুধু বিরামচিহ্নে আটকাচ্ছি। আমারই সমস্যা মনে হয়।
২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৪
সেলিম আনোয়ার বলেছেন: বিরাম চিহ্নের কাজই হলো আটকে দেয়া ।
১১| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:০৩
তারেক ফাহিম বলেছেন: সময়পুযোগী ++
২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৫
সেলিম আনোয়ার বলেছেন: খাটি ইতিহাস। মানুষের উচিৎ ইতিহাস থেকে শিক্ষা নেয়া।
১২| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার লিখেছেন ভিন্ন স্বাদের দুটি যমজ কবিতা। ++++
পোস্টে পঞ্চম লাইক।
শুভেচ্ছা নিয়েন।
২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ানেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৩| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৫৭
জাহিদ অনিক বলেছেন: প্রিয়তমা সনাতনী কুফরি এইটুকু দারুণ
২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৪| ০২ রা আগস্ট, ২০১৯ ভোর ৪:১৪
ডঃ এম এ আলী বলেছেন: দুটো কবিতাই সুন্দর হয়েছে ।
গুজবের ডালপালার কোন অভাব হয়না , এক গুজব দুর করতে
গিয়ে আরেক গুজবের রচনা হয়ে যায় অনেক সময় ।
তাই গুজব বিষয়ে সকলের সচেতনতা প্রয়োজন ।
কবিগুরুর কবিতার চরণ হতেই দুটি লাইন এখানে রেখে গেলাম
তিমিররাত্রি, অন্ধ যাত্রী,
সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর’ হে।।
অনেক অনেক শুভেচ্ছা রইল
২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার। ভাল থাকবেন সবসময এই শুভকামনা থাকলো ।
১৫| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য রাজীব নূর।
আমি সব সময় আপনার কবিতা আগ্রহ নিয়ে পড়ি।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৩
ইসিয়াক বলেছেন: সবাই এগিয়ে যাচ্ছি আর আমরা এখনো ভ্রান্ত ধারনা নিয়ে পড়ে আছি ।
সত্যি অদ্ভুত জাতি আমরা ।