নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
জানা আপু— আমাদের প্রিয়জন,
কোথায় আছো কেমন আছো?
তোমায় খোঁজে এ দু'নয়ন—এই কৌতুহলি মন।
হায়! দেখি—না ক তো দি ন!!!
আশা করি ভালোই আছো
অশ্বস্তি গেছে কেটে
তোমার কাটছে ভালো দিন।
এইতো কেবল জানা গেল
আজকে খুশির দিন —আজিকে শুভদিন,
হে মানব হিতৌষি রমনী, আজ
তোমার জন্মদিন!! কতো মধুর স্মৃতি
আসছে মনে। আজিকার এই দিনে
ওগো স্নেহময়ী,
ফুলেল শুভেচ্ছা নিও,
তুমি মানুষ ভীষণ উদার,
যেন এক ফেরেশতা খোদার!
পূর্ণিমার ঐ চাঁদের মতন রূপে
তুমি আমাদের সবার অনেক প্রিয় ।
কত অসহায় আর পীড়িতের সেবায় তুমি অবতার।
আজিকের এই আনন্দ দিনে
পড়িছে কতো স্মৃতি মনে_ অনুক্ষণে
পরিবারের সবাই মিলে আজ তোমার
আনন্দে কাটুক দিন।
শুভ শুভ বার্তা নিয়ে
আলোয় ভূবন ভরিয়ে দিয়ে
আজ কাটুক তোমার— আনন্দ দিন
ব্লগ মাতা বাঙলা ব্লগ রাহুমুক্ত হোক
সত্যের জয় হোক—এই কামনায়
শুভ শুভ শুভ আজ তোমাকে শুভ জন্মদিন ।
বি: দ্র: কবিতার স্বার্থে তুমি সম্বোধন করা হলো। গতকাল ব্লগমাতা জানা আপুর জন্মদিন ছিল। তাঁর জন্মদিনে লাল গোলাপ শুভেচ্ছা । আর শুভজন্মদিন ।
একজন জনকের কথা
এই তো সেদিন—ব্যস্ত যেদিন কাজের চাপে
বসে ছিলাম অফিসটাতে— সিদ্ধান্ত নিলাম ফিরবো বাড়ি
দেরি করে; হঠাৎ করে মনে হলো— কতক্ষণ দেখিনা তোরে
পরম আদরে নেই না কোলে, যেই ভাবা সেই কাজ;
আর বিলম্ব নহে আজ, তৎক্ষণাত বেড়িয়ে পড়ি
ব্যস্ততা সব তুচ্ছ করে—ঘরের পানে, একটা খেলনা নেবো কিণে।
এখনতো ইচ্ছে হলেই পারি না আর
তোর কাছে ছুটে যেতে— কত দূরে থাকিস তুই
কি দরকার তার চাকুরি করার বলবি তোর মাকে
দু’চোখ ভিজে গেছে জলে তোকে ভেবে কবে যে দেখবো তোকে
কোলে তোলে নেবো তোকে—মায়াভরা নিষ্পাপ অবয়ব তোর
বারে বারে আসে ভেসে হৃদয়ে আমার—তুই যে আমার প্রাণ-ভ্রমর
আকাশটা আজ কাঁদেনা কেন?
মুষল ধারে বৃষ্টি ঝরে না কেন?
খোকস সোনা দেখেছিস কী পূর্ণিমা চাঁদ —চাঁদনী রাত
অবাক জোছনা —শুনেছিস কী পাখির গান; কলতান,
কয়টা পাখি কাঠালগাছে? কয়টা আছে ল্যাম্পপোস্টে তারে
গুনেছিস কী? গণনায় ভুল হলো কী? আজ দেখেছিস কী
ধরলা নদী? ভাঙা সেতু, রাবার ড্যাম; ওখানে নেই ট্রাফিক জ্যাম—
গাড়িও এতো পাবি না খুঁজে- ঢাকা শহরের মতো ।
কেন যে তুই থাকিস দূরে? –দুঃখে বোধ হয় যাবই মরে
তুই ছাড়া মোর শূণ্য ঘর— যেন এক নির্জন কবর
নিজেকে তাই মৃতই ভাবি আমি যেন এক কবরবাসি
আবার তুই আসবি যেদিন জীবিত হবো তোকে দেখতে পেয়ে
যেমন করে দূর্বাঘাস বেঁচে ওঠে বৃষ্টির পরশ পেয়ে..
বি: দ্র: এক জনকের সাথে জন্মদিনের প্রগাঢ় সম্পর্ক । সালমানের প্রতি অনুভূতি থেকে প্রতিদিন আমি আমার বাবাকে নতুন করে খোজে পাই আমার মাঝে । বাবার জন্য অনেক অনেক ভালবাসা ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: জন্মদিনের শুভকামনা আপনাকে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮
ইসিয়াক বলেছেন: শুভ জন্মদিন 'জানা আপু'
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা । জন্মদিনের শুভকামনায় । অনেক উৎসব মুখর ভাবে হয়তো সৈয়দা গুলশান ফেরদৌস জানা আপুর আগামি জন্মদিন পালন করবো। তিনি বাংলাদেশের রত্ন জীবিত থাকা অবস্থায়ই তাকে সম্মাননা দেয়া উচিৎ। আজ বেচে আছি বলে আল্লাহর অশেষ কৃপায় লিখতে পারলাম । জানা আপুর দীর্ঘায়ূ কামনা করি ।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১১
ইসিয়াক বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন:
শুভজন্মদিন হে মানবহিতৈষী রমনী
একদিন জন্ম হয় ঢিব ঢিবে আলোর রূপে অপার সম্ভাবনার
একদিন জানা হয়ে যায় যে রহস্যঘেরা সব কত না অজানার।
একদিন সৃষ্টি ঘটে ক্ষুদ্র মাটির দেহ
তার ভিতরে বসত গড়ে অমর কোন কেহ।
একদিন দেহ মিলে যায় ক্ষুদ্র ধূলিকণায়
কর্মগুলি কারো তবু বেঁচে থাকে জানি ইতিহাসের সোনালী ডানায়।
কতগুলি কীর্তি রয়ে যায় মনে নিভৃতে— নির্জনে
আর কতগুলি কীর্তি চোখ খুলে দেয় সফলতা সন্ধানে।
হয়তো প্রতিটি জন্মদিনে হৃদয়ের গহীনে
শৈশব কৈশোর অনেক স্মৃতি মনে পড়ে যায় আনমনে।
এই মহালগনে নতুন কোন উপলব্ধি আর তোমার নব নব চেতনা
দেশের —দশের— মানবের তরে নিবেদিত হোক আমাদের এই কামনা।
শুভজন্মদিন হে মানবহিতৈষী রমনী
কি ভেবে ভেবে কাটছে এদিন তার কোনটি না জানি
শুভজন্মদিন হে মানবহিতৈষী রমনী
মানুষের মাঝে পৌঁছে দিয়ো আলোকবর্তিকা সব খানি।
মানুষের ভালবাসায় সিক্ত হয়ে দারুন সুখ নিয়ে রচে যাও জীবনী
প্রেরণা হয়ে শক্তি হয়ে হয়ে স্নেহমাখা জননী ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২২
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগলো ।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১২
ইসিয়াক বলেছেন: সৈয়দা গুলশান ফেরদৌস জানা আপুকে জন্মদিনের শুভেচ্ছা ।তার সর্বাঙ্গীন
সাফল্য ও মঙ্গলকামনা করছি । জানা আপু যেখানেই থাকুন ভাল থাকুন ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা ।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৩
ইসিয়াক বলেছেন: ++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: দুঃখের বিষয় আমরা দাত থাকতে দাতের মর্যাদা দেই না । জানা আপু একটা রত্ন থাক বাদ। আমার অনেক কাছের মানুষ।
আমার কথা আর বলিনা আমি.......উহ্য থাকুক......
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: আমার সালমান বাদশাহ যেখানে থাকে সেখানে মুষল ধারে বৃষ্টি হচ্ছে আমার কাছে খবর আসছে। সালমান আমার কলিজার টুকরো আমার সন্তান ।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ জন্মদিন 'জানা আপু'
আপনাকে ধন্যবাদ এই বিশেষ দিনে বিশেষ কবিতা নিবদনে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানা আপুর জন্মদিনের আনন্দে অংশ নেয়ায় সবাই তা পারবে না। স্রষ্টা না চাইলে আমি এই কবিতা লিখতে পারতাম না ডেঙ্গু হয়েছিল হয়তো মরে যেতাম। আমি হৃদয় থেকে লিখি কবিতা আমি লিখিনা । জানা আপযর দীর্ঘায়ূ কামনা করি সুস্থতা কামনা মনের প্রশান্তি কামনা করি তার অশ্বস্তি দূর হোক ।।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লেখা
জানা আপার জন্মদিনে শুভেচ্ছা ভালোবাসা রইলো
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০২
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচছা অনেক জানা আপার জন্মদিনের কবিতার উচ্ছাসে অংশ নিয়েছেন দারুন খুশি হলাশ । যত দিন বেঁচে আছি আনন্দ নিয়ে বাঁচি কি বলেন?? নিরন্তর শুভকামনা আপনার জন্য । জানা আপু আপনাকে জানিয়ে দিই প্রয়োজনে আমাকে ডাকলে পাশে পাবেন। যাকে পছন্দ করি তার জন্য সব করতে পারি।
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভেচ্ছা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচছা অনেক অনেক শুভকামনা ।
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগার জানা'র জন্য জম্মদিনের শুভেচ্ছা রলো, উনি ভালো থাকুক, এই কামনা রলো
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি ।
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: জানা আপুর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জানা আপু আনন্দদিনের আনন্দ ভাগ করে নেয়ায় । ভাল থাকুন আনন্দে থাকুন ।
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১
ঠাকুরমাহমুদ বলেছেন:
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৫
সেলিম আনোয়ার বলেছেন: দারুন। ইউ আর এ জিনিয়াস । লাউ শাক কেনা হয়েছে লাউ স্যুপ বানিয়ে ফেলবো। তবে গতরাতে পেপে চিংড়ী স্যুপ বনিয়ে খেয়েছি।
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪২
করুণাধারা বলেছেন: সামু ব্লগের কান্ডারী জানার জীবন সুন্দরতর হোক, জন্মদিনে শুভকামনা রইল।
শুভকামনা সালমানের জন্য, আগামী দিনগুলো সুন্দর হোক ওর জন্য।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সালমান কে খুব মিস করি। আমার বাবাও আমাকে মিস করেন । বাবার জন্য শুভকামনা। জানা আপু হয়তো ব্যস্ততার কারণে ব্লগে আসছেন না । তাই তাকেও দেখা যাচেছ না ।
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫২
আরোগ্য বলেছেন: জানা আপুকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
ছোট্ট সালমানের জন্য অনেক শুভ কামনা ও ভালোবাসা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: জানা আপা কিন্তু কোকিল কন্ঠী এতো সুমিষ্ট কন্ঠ মানুষের হয় কি করে। আহা খুব মিস করি। আমার হৃদয়ে এখনো বাজে সেলিম। আপু অনেক ভালো থাকুক । আর সালমান এখন বলতে শিখেছে । ও খুব দ্রুত শিখছে । আড়াই বছর বয়সে জনি জনি স্মার্টফোনে কার্টুন দেখে মুখস্ত করে ফেলে । আমার কেন যেন মনে হয় ও অনেক ভালো আবৃত্তিকার হবে হয়ত কবিতাও লিখবে!!!
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৮
তারেক ফাহিম বলেছেন: জানা আপুকে জন্মদিনের শুভেচ্ছা।
সালমানের জন্য শুভকামনা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা নিরন্তর শুভকামনা ।
সালমানের জন্য শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা ।
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৫
ল বলেছেন: শুভজন্মদিন হে মানবহিতৈষী রমনী ............।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৫৪
ডঃ এম এ আলী বলেছেন:
জানা আপুকে জন্মদিনের শুভেচ্ছা,
আগামী দিনগুলো সুন্দর হোক ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৪
শহিদুল ইসলাম মৃধা বলেছেন: অনেক অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্যে। দীর্ঘজীবি হোন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৩
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
ব্লগমাতা "জানা"র জন্যে রইলো শতসহস্র শুভেচ্ছা। আলোয় ভুবন ভরিয়ে দিয়ে কাটুক তাঁর দিন!
সালমানের জন্যে রইলো স্নেহাশীষ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: জানা আপু কথা বলেন মানুষে অধিকার আর স্বাধিনতা র পক্ষে । তিনি মানবসেবায় ব্রুত ।তার বিড়ম্বনা মুক্ত জীবন গণদাবি, আপুর নাগরিক অধিকার। তিনি একজন নির্লোভ মানুষ । আমাদের দেশের সম্পদ। তাকে তার পরিবার আরিল্ড কিন্নরি তারা যেন সুখে থাকেন ভালো থাকেন সদা এ ই কামনা থাকলো । দেশের জন্য অনেক কিছু করেছেন।তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ দেশের মানুষের সরকারে ।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: