নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কোথায় খুঁজিবো তারে?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

কোথায় খুঁজিবো তারে?
এই হৃদয়ের মাঝখান যার— অটুট স্থান।
কল্পলোকের গল্প থেকে
রূপ কথার ডালিম কুমার হয়ে
ছিনিয়ে এনে—হৃদয়ের মন্থনে,
অটুট বন্ধনে বেঁধেছি যারে
সেই কী তবে —চাইছে পরিত্রাণ!!
তা কী করে হয়! সে যে আমার প্রাণ!!
প্রাণহীন দেহ বাঁচে কী করে?
প্রেমের প্রতিদানে কী তবে তার নিঠুর মৃত্যুদান!
কীসের অনুযোগে?— হায় কোন অবোধের বোধে?
তাঁর এমন প্রতিদান—বিচ্ছেদের বাঁশি কেন বাজে
তাঁর চরম উদাসীর চরণদাসী প্রাণ;
যেন শারদ হাওয়ায় দোলে—সকল ব্যথা ভুলে
ভুলে অভিমান।— শিউলি ফুলে গাঁথা মালা,
সাদা কাশফুলের কোমল পরশ প্রাণ;
যায় কী ভুলা তারে?
অপ্রগলভ প্রেমে নেই যে পরিত্রাণ—
প্রেম কেবলই যায় যে বেড়ে,
দূর অসীমের সীমানা ভেদ করে
চাইগো তোমারে— অপ্রগলভ প্রেমে নেই যে পরিত্রাণ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: “কোথায় খুঁজিবো আমারে
বসন্তের পাতায় , নক্ষত্র পাড়ে
উর্দ্ধ আকাশ
অতল সমুদ্র , অনন্ত জলে
আমিতো রয়েছি আমাতেই বুঝি
তবু কেন হায় আমারেই খুঁজি !”
---------------------------------------------------------
অনেক সুন্দর লেখা পেলাম আবার। ধন্যবাদ জানবেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: এটা এখনকার প্রশ্ন মনের । ১ম কমেন্টে অনক ধন্যবাদ। ভালোবাসা জড় পদার্থ নয় উন্মাদনা। উন্মাদনার বহিপ্রকাশ ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: আসলেই কবিতা লেখা চারটেখানি কথা নয়।
বুকের গভীর থেকে শাব্দমালা উঠে না এলে লেখা সম্ভব নয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: বুকের গভীরে করিতেছে বাস প্রেম না কি নিয়তির নির্মম পরিহাস। এ কি কবিতা না কি প্রেম? এটা প্রেম বুঝলেন শ্রদ্ধেয় রাজীব নুর ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

সাইন বোর্ড বলেছেন: যে প্রেম আত্মশুদ্ধি আনে, তাকে তো ধারণ করতেই হবে ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন ।চমৎকার কমেন্টে সাইনবোর্ড । শুভ সকাল। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

ইসিয়াক বলেছেন: চমৎকার

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন: আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়॥

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। দারুন বলেছেন। এক অসাধারণ কমেন্ট । কমেন্টে ভালোলাগা ।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন। রোমান্টিক কবিতা খুব ভালো লাগলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.