নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এসো হে! ক বি তা
আবৃত্তি করি— সুষ্পষ্ট উচ্চা-রণে
শব্দে শব্দে বর্ণে বর্ণে ..
নাকে নাকফুল; সোনার দুল কর্ণে
তোমার—
আমি যেন কোমরের বিছা—
সারাক্ষণ লেপ্টে থাকা রক্ষণ ব্যুহ
ভেবো না —
কেটে যাবে অমানিশা—
দূর হতাশার প্রহর দূরে ঠেলে; প্রণয়ের মন্ত্রযপে
গোধূলির আলোয় দেবো সপে —অনন্ত প্রেম আমার
বিম্বিসার হবে দিশা—প্রগলভ অর্ঘ্য গলে..
হৃদয়ের দর্পনে; অমোঘ প্রেম অর্পনে
ভয় নেই—সংশয় নেই
প্রগাঢ় বিশ্বাসে আমাদের দু’জনার পথচলা;
আমাদের বিচ্ছেদ নেই বিরাম নেই— যেমন নদী-জল বর্ষা এলে
ভরাপূর্ণিমা-জোয়ার প্রকৃতির অমোঘ নিয়মে
ছকে বাঁধা —ভেবো না গোলক ধাধা
এ সো গো
কবিতা—
দু’চোখে-র তারায়—
নয়নের সমুখে—
আবৃত্তি করি সব—ভালোবাসা অনুভব;
অঙ্গে অঙ্গে তোমার—সুপ্রিয় বাংলা বর্ণমালায়
নামটি আমার— সোনার হরফে আছে লেখা ।
উৎসর্গঃ মুক্তিযুদ্ধা ব্লগার শ্রদ্ধেয় চাঁদগাজী
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট।
কবিতার ঘোর কেন কাটে না । অংকজ্ঞান সীমিত তাতে কী হৃদয় তো বাংলাদেশ পদ্মা-মেঘনা-যমুনা ।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই ও চাঁদগাজী ভাইয়ের জন্য দোয়া পরম করুণাময়ের শান্তির শীতল ছায়ায় থাকুন আজীবন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্যও দোয়া পরম করুণাময়ের শান্তির শীতল ছায়ায় থাকুন আজীবন।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঘোর অমানিশা কেটে কি দেখা দিবে বর্ণিল ছটা ?
আশা করতে ইদানিং ভয় হয় প্রিয় কবি।
এই পৃথিবী শান্তি বিরাজমান হোক স্থায়ীভাবে
সবাই ভালো থাকুক , ভালো থাকুন ব্লগবাসি
ভালো থাকুন আপনি , ভীষণ একরোখা পরম শ্রদ্ধেয় একজন চাঁদগাজী।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ভয় কে করুন জয়। আপনিও ভালো থাকুন নির্ভয়ে থাকুন।
চাঁদগাজী আমার কবিতার একজন সমঝদার পাঠক । তিনি আমাকে আমার কবিতা ঘুমের আগে আবৃত্তি করার পরামর্শ দেন সে থেকে এ কবিতার উৎপত্তি । সে জন্য তাঁকেই উৎসর্গ করা হলো।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬
হাফিজ বিন শামসী বলেছেন: ভেবে অবাক হই কবিরা কীভাবে একটি শব্দকে ঘিরে লাইনের পর লাইন লিখে যায়।
ধন্যবাদ কবিকে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: প্রেরণাদায়ক কমেন্টে অশেষকৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪
ইসিয়াক বলেছেন: প্রগাঢ় বিশ্বাসে আমাদের দু'জনার পথচলা
আমাদের বিচ্ছেদ নেই বিরাম নেই-
সুন্দর কথামালা ।
অনেক ভালো লাগলো কবি
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। শুভকামনা নিরন্তর ।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: আমি অবাক হই, কি সুন্দর করে একটার পর একটা শব্দ সাজিয়ে লিখেন !!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা বিজ্ঞ ব্লগার। আপনি দারুন গল্প লিখেন। একের পর এক লিখেই যান। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬
বিজন রয় বলেছেন: আমি তো ধন্দে পড়েছিলাম। কবিতার কোথায় শুরু আর কোথায় শেষ!
উৎসর্গ যুথসই।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য । কবিতা সত্যি বৈচিত্রময় অনেক ধরণের কবিতা হতে পারে। কবিতার শেষ না হোক ।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, সামুর বিরহের কবিকে অনেক ধন্যবাদ, আমার নামে উনার একটি অপুর্ব সৃষ্টি উৎসর্গ করার জন্য
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো বিজ্ঞ ব্লগার । আপনার জন্য নিরন্তর শুভকামনা ।
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতাগুলোর মাঝে, এই কবিতাটি বিশেষভাবে অন্য ধরণের, অন্য ভাবনার; ভালো লেগেছে!
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: শোকের কবিতা যেন সুখ হয়ে ধরা দেয় প্রেমের কুঞ্জবনে।
২য় কমেন্টে অনেক ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা ।
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার কবিতা
এসো গো কবিতা
ভালো লাগলো।
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা শুভকামনা নিরন্তর ।
১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৫
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: উৎসর্গে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন: অমানিশা ঘোর অন্ধকার আর কাটে না। আমরা স্বপ্ন দেখি ভোর হবে - শুরু হয় আরেকটি রাত, তারপর আসে কাল রাত, তারপরে মহাকাল রাত - চলতে থাকে চলতেই থাকে - আার আমরা অপেক্ষমান কিংকর্তব্যবিমূঢ় !!!