নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রিয়তমা,
যেও নাকো আর,
ভুলে যেওনা —আমিও আছি, আমরাও..
আমাদেরও আছে অধিকার;
গণদাবি উপেক্ষা করে, বিকিয়ে দিও না প্রেম
তোমায় ঘিরে পাপিষ্ঠের দল লালসার সুদীর্ঘ গ্রীবা বাড়িয়ে;
হৃষ্ট তাদের দেহ; তারে বড়িয়ো না আর—পাপের সমাচার
আরও কত অজস্র ভগ্নদেহ জীবিকার অন্বেষণে
তুমি ভুলে গেছো একাত্তর— যেন তাজা রক্ত; এক সমুদ্দুর..
বৈষম্যহীন পৃথিবী গড়ার স্বপ্নে বিভোর আত্নপ্রত্যয়ে— অজস্র চোখ
উন্মুখ— উন্মুখ তৃষিত অন্তর করিতে প্রাণদান,
করিওনা তারে লয়
স্বার্থসিদ্ধির রঙ্গশালায় গিয়ে ।—আর যেও না দোহাই তোমার!
এই আমজনতারও আছে অধিকার;
পদ্মা-মেঘনা-যমুনা অববাহিকার; প্রতিটি ধূলিকনায়।
প্রবঞ্চনা করো না আর — প্রিয়তমা!!
জ্বলে পুড়ে হলো অঙ্গার; শ্রম–ঘাম-অশ্রু-রক্ত পেয়ে গেছো তার সবই;
এতো তিতিক্ষার পরও—যেটুকু জমেছে দূর্লভ ভালোবাসা জল,
সেটুকুও তোমার আজল ভরে নিও—আর স্বর্গসুখে ভাসিয়ে দিও গা;
এতো সুখ আর . পাবে না, তবু যেওনা আর ঐখানে—
কইয়োনা কথা— ঐ যুবকের সাথে।
এই আমাকে ছেড়ে; এইখানে সবি আছে; সহস্র কবিতা. সোনার নাও পবনের বৈঠা;
যতটুকু আছে তোমার কর্মফলে! হয়তো প্রহসনে!! তবুতো অক্ষত আছে!!
অতটুকু আর . পাবে না—অসীমের ক্ষয়সাধনে অতটুকুও কমে না!
মনে রেখো আকাশ তো কতই আছে—
প্রিয়তমা, অসীম আকাশ আর . পাবে না!!
০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+
০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগবাড়িতে সুস্বাগতম । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভালো লেগেছে সেলিম ভাই।
০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লাগায় অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৫
ইসিয়াক বলেছেন: চমৎকার হয়েছে।
০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২২
সোনালী ডানার চিল বলেছেন: কবিতায় ভালো লাগা কবি!!
০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৬| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর।
০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন ।
৭| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।
০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা রাজীব নূর ।
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে