নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিসর্জন

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৪

ভেবো না বিসর্জনেই সব শেষ—ফি বছর
আবারো নতুন করে ঠিকই শুরু হয়
— নিউরনের মিথস্ক্রিয়া
কত প্রস্তুতি কতো আয়োজন— যেন এক মহাযজ্ঞ!
তারপর সুন্দর সাজে সেজে প্রতিমা বিসর্জন,
অশ্রুসজল চোখে সুন্দর সমাপ্তি।
সকলের প্রত্যাশা—তাই বলে কী
আসলেই শেষ হয়? ও তো শেষ নয়।
সুন্দরের প্রত্যাশা লেগে থাকে দু’চোখে
বিশ্বমানবতার তরে—মঙ্গল দীপ জ্বেলে,
দু’জনার পথচলা পৃথিবীর বুকে হয়তো অশেষ নয়
ভালোবাসার যাত্রা ঠিকই অক্ষয় মহাকাল ভেদিয়া,
কখনো শেষ হবার নয়।—প্রেমে বিসর্জন
কখনোই কাম্য নয়—ষড়রিপুর বিসর্জনে
মানব জীবন ধন্য হয় ।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ঝাক্কাস কবিতা
একেবারে আধ্যাত্মিক!! ;) :)

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা শাহরিয়ার কবীর ।

২| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


নতুন রূপে, নতুন ব্যাপ্তিতে ফিরে আসার কথা?

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সেটাই । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩১

ইসিয়াক বলেছেন: ষড়রিপুর বিসর্জনে মানব জীবন ধন্য হয় ।
চমৎকার বলেছেন । ধন্যবাদ

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো। বিসর্জন তো নয় যেন নতুন করে খুঁজে পাওয়া।
শুভকামনা প্রিয় কবি ভাইকে।

০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: টাই পোর খবর কী? ভুলে সব ঠিক হয়ে গেছে । ল্যাপটপের কীবোর্ডে সমস্যা । বেশ কয়েকটি অক্ষর সরাসরি টাইপ করা যায়না। ঘুরিয়ে পেচিয়ে লিখি সময় দশগুণ লাগে আর ধৈর্য পঞ্চাশ গুণ ।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

সোনালী ডানার চিল বলেছেন: কবির দ্বৈত স্বত্ত্বাকে আবিস্কার করা গেল-
শুভকামনা

০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

ভালো থাকবেন আর মনে রাখবেন সবসময়।
কবি দেশে আ্সবে কবে ??

৬| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা । পাঠে আনন্দ পেলাম।

০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: 'প্রেমে বিসর্জন কখনোই কাম্য নয়' - প্রেমে বিসর্জন কাম্য নয়। তবুও বিসর্জন ঘটে- দিতে হয়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়....

০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: হয়তো হয়। আবার হয় না ।

পরিণয়ই হয়। নাহলে পৃথিবীটা মিথ্যে হয়ে যায়।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ষড়রিপু নিয়েই মানুষ। নয়তো সে ডানাওয়ালা ফেরেস্তা হয়ে যাবে।
আপনি কেমন আছেন?

০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সেটাই তো বললাম আমিও মানুষ যড়রিপু ঘেরা যেন শ্বাপদসংকুল বন ।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.