নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমা, তুমিও থেকো মধ্যমণি হয়ে..

১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৪

আনন্দ ঘন পরিবেশে, উচ্ছাসে আবেগে
আমাদের বিচরণ— এই খানে,
মন্দ বলে বলুক— মন্দলোকে;
—আসলে তারা সকলে হিংসুটে
প্র হ স নে প্র হ স নে আমাদের আনন্দভ্রমন নস্যাৎ করে
তবেই যদি মুক্তি মেলে— তাদের!
জানি বৃথা সে চেষ্টা ।

সত্যের সাধনা ভালো তো লাগে না
পাছে সব জেনে যায় লোকে!
থলের বিড়াল বেড়িয়ে গেলে—রাজ্যের বিভ্রাট;
আসলে তো সবাকার কদাকার অবয়ব—তাদের ঘৃণা করবে লোকে। ।

সত্যের চর্চায় তাই এতো বাঁধা
মিথ্যে অপবাদে —জেনে রেখো তবুতো যাবে না রুখা
আমাদের আড্ডায় —সমালোচনায়,
কবিতা-গল্প লেখায়; প্রেমে।

অন্যায়ের সুতীব্র প্রতিবাদে—সঠিক পথের অনুসন্ধানে
আমাদের এই নিত্য আয়োজন—
সুখ-দুঃখ-আনন্দ-বেদনার অবগাহন;
চ লছে চলবে।—তাতে পাপিষ্ঠরা জ্বলে পুড়ে মরবে মরুক
এইখানে হৃদয়ের দ্বার খুলে— আমাদের আপন কক্ষপথ;
আনন্দ বিচরণ; চলছে চলবে ...
প্রিয়তমা তুমিও থেকো মধ্যমণি হয়ে বিজয় উৎসবে —কাব্যিক ভ্রমনে ।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৭

ইসিয়াক বলেছেন: খুবই চমৎকার।

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রিয়তমা, তুমিও থেকো মধ্যমণি হয়ে বিজয় উৎসবে- কাব্যিক ভ্রমণে।

দারুণ +

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

কাব্যিক ভ্রমণে থাকতে হবে ।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার।

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:






আমি নিশিদিন তোমায় ভালোবাসি,
তুমি অবসরমত বাসিয়ো।
নিশিদিন হেথায় বসে আছি,
তোমার যখন মনে পড়ে আসিয়ো ॥

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসা এমনি হয় ।

অশেষ কৃতজ্ঞতা ।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য

৬| ১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


কারো থলেতে বিড়াল,কারো থলেতে সাপ, কারো থলেতে বেজি; কবিকে থলেহীনদের হয়ে, সত্যের প্রচার করতে হবে।

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সততাই সর্বোৎকৃষ্ট পন্থা ।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার ! চমৎকার !!

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাই কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য

৮| ১৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

জুন বলেছেন: দারুন
+

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য

৯| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:২৬

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




আমাদের এই নিত্য আয়োজন চলছে, চলবেই ......................

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আমাদের এই নিত্য আয়োজন চলছে, চলবেই ......................


অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ।

১০| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৬

আখেনাটেন বলেছেন: আপনার কবিতা চাপা ক্ষোভ সাথে প্রেম ও দ্রোহের মিশ্রণে নতুন এক পথের দিশা খুঁজে নিচ্ছে মনে হয়। ++

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

১১| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: আজ আমি একটা কবিতা লিখেছি। পড়ার আমন্ত্রন জানালাম। কিছুক্ষন পর পোষ্ট করবো।

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: আমন্ত্রন সাদরে গ্রহণ করা হলো ....

১২| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:০৯

মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই ,
এত সুন্দর সত্য নিখাদ প্রেমের আহবানে প্রেমিকা মধ্যমণি
হয়েই থাকবে । চমৎকার হয়েছে ++

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্যে ভালোলাগা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৭

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আমাদের এই নিত্য আয়োজন চলছে, চলবেই ......................

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.