নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আহা কি আনন্দ!
সোনা বউয়ের পছন্দ—
লাল জামদানি শাড়ি নয়—প্রাসাদপ্রতীম বাড়ি নয়
নয়তো সোনার গহনা কোন
পছন্দ হলো তার . ভালোবাসার কাব্যখানা
ঘুমিয়ে পড়ার আগে রোজ তিনি করিবেন পাঠ;
আর দেখিবেন ঐ পূর্ণিমা চাঁদ।
আহা ! কি যে সুখ উন্মুখ উন্মুখ— সঙ্গম কামনায়
কবিতা রচনায়— তার পাঠে;
ঘুমের দেশে যেন রোজ স্বপ্ন এসে
নিয়ে যায় তারে বকুল তলায়
বেলি ফুলের মালা হাতে—আমি সেথা .
ঘুম তার ঘোর লাগা ক্ষণ বিদিশার দিশা;
সেখানে সন্তর্পনে এসে সুপ্রিয় জোড়াঠোঁট
ললাটে লালটিপ
হয় তার বিনিসুতায় গাঁথা মালা...
ঘুম থেকে ওঠে রংতুলি হাতে
সোনা বউ যেন খাঁটি সোনা—আনন্দের নেই সীমানা
না না কোন রূপ কথা নয় এমনতো আর কেহ নয়
এই কলমে যাদুমাখা
কাগজে বুঝি হলো লেখা...
বাকিটা মনে আসে না ঘুমের দেশেই থেকে যায়
স্বপ্নজাল বুনে মায়ার বনে
লজ্জবতী লতা সোনা বউ— ঘোমটা মাথায়
রূপোর কাঠি সোনার কাঠি সবই মাটি
যদি না জাগাও তারে লাজ লজ্জার সজ্জা ছেড়ে
তবেই হবে..
২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: উত্তম প্রস্তাবনা । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
২| ২২ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: এরকম একটা সোনা বউ সবার থাকলে বেশ হতো।
অথচ এই বউ গুলো খুব দ্রুত বদলে যায়।
২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩| ২২ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৩
ইসিয়াক বলেছেন: দারুণ প্রেমময় কাব্য ।
সোনাবউ যেন খাঁটি সোনা---আনন্দের নেই সীমানা .....
সোনাবউ এর মুখে সোনা হাসি লেগে থাকুক হাজার বছর।
ধন্যবাদ প্রিয় কবি।
২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৪| ২২ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৭
ল বলেছেন: আজ আর প্রেম নয়!!!
নিস্প্রভ হোক প্রেম লীলা
কবি,
চাই
দোহন, পীড়ন ও বিদ্রোহের কবিতা।।।
কবিতায় হোক তবে শকুনের শুশ্রূষা।।
২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
কবিতায় হোক তবে শকুনের শুশ্রূষা।।
৫| ২২ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
'সংগম কামনায়', 'সংগম' শব্দের অনেক অর্থ আছে, কবিতায় কোন অর্থ বহন করছে?
২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: প্রেমলীলা ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৮
সাইন বোর্ড বলেছেন: কবিতা বরাবরের মতই ভাল লাগল, তবে মাঝে মাঝে দু-একটা সাম্প্রতিক বিষয়বস্তুর উপর লেখা কবিতা চাই । অনেক দিন পর ব্লগে এসে দেখছি, আপনার সব কবিতার বিষয়বস্তু প্রায় একই ধরণের ।