নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমি অপেক্ষায় ছিলাম
—কখন তুমি আসবে?
উৎসবের রঙে রঙিন চারিদিক
—যেন উচ্ছসিত সবে ।
জানি তুমি আসলেই কবিতা হবে— তবে;
আনন্দ বেড়ে যাবে—বহুগুনে ভিন্নমাত্রায় উচ্ছাসে ।
আজ অবলীলায় বলে দিতে পারো
আজিকে শাপ মুক্তির দিন;
আজ রাহুমুক্ত হলো,
মার্তৃভাষা বাংলা চর্চার স্বর্গীয় লীলাভূমি।
শুধু বুঝে নাও—আজ কেন
আনন্দ ধারা যেন মুষলধারে বৃষ্টি হয়ে ঝরে পড়ে
সোনার বাংলায়।—আজিকে শুভদিন
বিরহ শেষে—সম্মিলিত প্রয়াসে;
অবশেষে মুক্তি এসে ধরা দিয়েছে।
এই উৎসব মুখর ক্ষণ যেন হয় প্রতিক্ষণ ।
আমরা সকলে মিলে,
নজিরবিহীন জোট বদ্ধতায়— সম্মিলিত প্রচেষ্টায়
এভাবেই ছিনিয়ে নেবো অধিকার এভাবেই ছিনিয়ে নিতে হয়।
আমাদের ইতিহাস আছে; আন্দোলনে— সংগ্রামে
আপোষহীনতায়—পৃথিবীর বুকে কিংবদন্তীর ইতিহাস
সে তো আমাদের —বায়ান্নে একাত্তরে ...
শুধু এতোটুকু বুঝে নিও
—কেন আনন্দ ধারা বহিছে প্রিয়ো!
কতই না শুভ এই দিন— মুক্তির গানে
ভালোবাসার অবগাহনে ...
উৎসর্গ : তুমি; এক সত্য গোটা পৃথিবী আরেক সত্য তোমার আমার প্রেম
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সাধারণ কবিতা অসাধারণ মন্তব্য।
আমার কবিতা কিন্তু আসাধারণ ...ব্যস্ত রঙতুলি নিয়ে ।
২| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৫
এস সুলতানা বলেছেন: অ
সা
ধা
র
ণ
সু
ন্দ
র
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ আনন্দ ক্ষণ । উৎসব মুখর ক্ষণ ।
সত্যের বিজয় হয় জানি ।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫০
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন ।
শায়মা বলেছে আনন্দ লোকে মঙ্গলালোকে
বিরাজ সত্য সুন্দর!!!
সকল অসুন্দর দূর হোক ......
দূর দূর ছাই ছাই .... আলাই বালাই কালাই
৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৮
চাঁদগাজী বলেছেন:
উৎসবের মতো আনন্দ, খুবই বড় সুসংবাদ।
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫২
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন । এখন সবাই ব্লগে ঢুকতে পারবে উৎসব মুখর পরিবেশে সসম্মানে ব্লগিং করবে ।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৯
কামরুননাহার কলি বলেছেন: বা
হ
কি
সু
ন্দ
র
চ
মৎ
কা
র
ক
বি
তা।
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কোন সন্দেহ না্ই ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুক্তি কবিতায় মুক্তির আনন্দ!
কবিতায় ++
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন ।।
৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৯
বিজন রয় বলেছেন: .
শা
প
মু
ক্ত,
...
রা
হু
মু
ক্ত,
....
পা
প
মু
ক্ত
....
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৩
সেলিম আনোয়ার বলেছেন: এক্কেবারে ঠিক!!
৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন:
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১১
সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম ।
৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ হয়েছে সেলিম ভাই!
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩১
সেলিম আনোয়ার বলেছেন: হতেই হবে যে...আজ উৎসব মুখর ক্ষণ ।
১০| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৫
ইসিয়াক বলেছেন: সবকিছুতে আজ ভালো লাগা ছুয়ে যাচ্ছে ।
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা কি আর অত ভালো হয়েছে ? আজ সবি ভালো লাগছে ে। আমার এখন এবস্ট্রাকট লেখা চলছে একটি আন্তর্জাতিক প্রকাশনা জমা দেবার জন্য । আমি লাফারাফি বেশি করছ ি । কাজটা কি শেষ করতে পারবো । গবেষণা বিষয়ক লেখা ।
১১| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
অনেক হতাশার পর সেরা সুসংবাদ।
কিন্তু আমার মনে একটা খারাপ চিন্তা কাজ করছে; চিন্তাটা হলো, যারা সামুকে আটকে করে রেখেছে, তাদের সফটওয়ারে (ব্লকিং সুইচ'এ) কোন ধরণের টেকনিক্যাল সমস্যা ঘটলো কিনা, যার ফলে সামু সাময়িকভাবে মুক্তি পেলো! আশাকরি, আমার চিন্তাটা ভুল।
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: এমনটা কাম্য নয় । তবে সততার চর্চাতে মুক্তি নিহিত । আমাদের কেউ রুখতে পারবে না । আ্মাদের এতোদিনের কমেন্ট পোস্ট সবই বিদ্রোহ ও আন্দোলনের অংশ । সহজ কথা চলছে চলবে....
১২| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
মুক্তির কবিতা !!
ভালো লিখেছেন।
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৮
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
অপেক্ষার প্রহর কি আসলেই শেষ ! সন্মুখে কি দেখা যায় আলোর দিশা, কান্ডারী!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২০
সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস
প্রহর আমাদের হাতে
নব উদ্যমে নিজেকে নিবেদিত করার মধ্যে ।
আমাদের অগ্রযাত্রা রুখতে পারবেনা কেহ ।।
১৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগলো।++
শুভেচ্ছা নিয়েন প্রিয় কবি ভাই।
২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৭
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা।
১৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা।
১৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৩
শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক আবেগ অনেক ভালোবাসা আর ভালো লাগার লেখনী। মন ভাল হল আরও।
শুভ কামনা
২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
১৭| ২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:১১
সুলতানা শিরীন সাজি বলেছেন: আনন্দের প্রকাশ।
ভালো লাগলো।
শুভেচ্ছা।
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । সত্যি দারুন আনন্দের ব্যাপার ।
১৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫২
খায়রুল আহসান বলেছেন: মুক্তির গান এখনো কানে বেজে চলেছে!
কবিতায় সামু'র রাহুমুক্তিতে ব্লগারদের আনন্দানুভূতি সুন্দুরভাবে তুলে ধরেছেন। +
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট । মুক্তির গান বেজেই চলছে ।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৪
এস সুলতানা বলেছেন: সা
ধা
র
ণ
সু
ন্দ
র