নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এখন আমি প্রেমিক তোমার
এই মায়াবী রাতে
তুমি কাছে নেই তাই হলো না ছূয়া,
ওষ্ঠে আমার চুম্বনের তিয়াস— এখন মাঝরাতে।
দু'চোখ জুড়ে শুধুই তুমি ___কামিনী রক্ত রাগ
ভেবো না এখন আমি শুধুই বন্ধু তোমার !
কী দোষ বলো অবলা মনের?
দোষ তো আততায়ী ক্ষণের;
আমি কেমন জেগে ওঠি ____অনন্ত যৌবনে
এমন ক্ষণে শুধু কেন তোমায় খুঁজি?
তুমি যেন সেই আফ্রোদিতি
নিস্তার নেই আমার তাতে; এ যেন নিয়তি
অমোঘ পরিণতি ;ভালোবাসার প্রহর গুনে!
আরশিতে তোমায় দেখো,
খোলা চুলে দাঁড়িয়ে থেকে
একটুখানি আমায় ভেবো
উত্তর পেয়ে যাবে___ সূর্য কেন ডুবে?
গোধূলির সাগর বুকে; ওতেই যে সুখ!
ওতেই সৃষ্টি ; বেদনা সংশয় সব লয় হোক!
এই জীবনে তোমায় পেলে
অপূর্ণতা সব যাবো ভুলে ।
সুখ সেতো তুমি প্রিয়া— চারিদিকে শুধুই আঁধার
তুমি বিনা জীবন যেন অথৈ পাথার ;
নির্মমতার পাহাড় ঘেরা___ সাপের আহার
মরেনা সাপ দাঁড়িয়ে ফনা তোলে
লক্ষিনদর মাথা রেখে শুয়ে বেহুলার কোলে
বিষের ফাঁদে মনসা দেবীর আক্রোশের স্বীকার।
কীসে যে মুক্তি মেলে? বিষের জ্বালা মেটাবো
তোমার মাঝে, তুমিই পারো ...
তুমিই তো বন্ধু আমার___ চলার পথে সহযাত্রী! মায়াবী রাত এখন রাত্রি
ডাকছে তোমায় ভালবাসার প্রদীপ জ্বেলে,
এসো না গো এইখানে —মন বসন্ত বাতায়নে।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
২| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৫৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
আপনার কবিতা পড়ে দিন শুরু করলাম।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার একটা কবিতা। শুভ সকাল প্রিয়।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫০
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল ।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৮
এস সুলতানা বলেছেন: চমৎকার একটা কবিতা
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: পড়ে খুব ভালো লাগলো।