নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমরা ভালোবাসতে জানি—কাছে আসতে জানি
প্রেমের খেলা খেলতে জানি—
আমাদের সবি আছে রূপে গুণে অনন্যা তুমি
শাশ্বত প্রেম অমোঘ শক্তিঘর— তোমাতে আমাতে,
নয় কোন তাসের ঘর; — এই অবণীর উপর।
হিরকসম মজবুত টেকসই ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে
এই সুখের সীমা নাই..
সেই সুখের স্বর্ণশেখরে—অনন্ত মহীমায়;
আমাদের পথ চলা আছে— থামা নাই
প্রকৃতির চিরন্তন নিয়মে —আমরা ধাই;
স্বর্গসুখে প্রেমের মোহনায়। — আমাদের কোন ম্যুহ নাই।
আমরা চাই —শুধু ভালোবাসতে;
কষ্টের শেকড়গুলো উপরে ফেলে
আর কিছু না চাই। —অনন্ত চাওয়া একটাই! একটাই..
প্রেম চাই! প্রেম চাই!! অপার ধ্যান-মগ্নতায়; অনন্ত সাধনায়..
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: নেবই নেবো । দুজনে অনোন্যোপায় । শুভসকাল বিজন রয় । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
২| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৮
কিরমানী লিটন বলেছেন: খুব সুন্দর লিখেছেন কবি- নান্দনিক.....
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা প্রেম চাই প্রেম চাই
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: আমরা আছি সঙ্গম সাধনায় । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৯
বিজন রয় বলেছেন: এমনভাবে দাবী জানালে প্রেম না দিয়ে কি পারা যায়!!!
দিবই দিবো এবার উজাড় করে শত জনমের প্রেম!!
ভাল আছেন আপনি, প্রিয় কবি?
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: এ্ই তো বেশআছ ি । আপনি কেমন আছেন ।।।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: কবি সাহিত্যিকেরা সব সময় প্রেম ভালোবাসা নিয়ে মাতামাতি করে।
অথচ সত্যিকারের প্রেম ভালোবাসা দুনিয়াতে নেই।
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৫
ইসিয়াক বলেছেন: জগতের সকলের মাঝে জেগে উঠুক একে অন্যের প্রতি তীব্র ভালোবাসা ।
দুর হোক অনাচার ,অমানবিকতা ........... কবির চাওয়ার মতো যুক্তহোক সারা ভুবন মাঝে প্রেমের শ্বাশত বানী প্রেম চাই প্রেম ।
আসলে এই সমাজে প্রেমের খুবই দরকার।
ভালোলাগা ছুয়ে গেলো মনে .......
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৯
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট । প্রেমেই সৃষ্টি সকল সম্ভাবনার । প্রেম ছাড়া সবি বৃথা । আমি আর ও প্রেমে মত্ত; যত ধরণের প্রেম আছে করবো ।
আমরাই সৃষ্টি করবো সুখের নীড় অস্থির প্রেমে গভীর স্থিরতায় ।
অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা আপনার জন্য । আপনি বুঝেন অনুধাবন করেন ।গুড গুড ।
৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের পথ চলা আছে — থামা নাই
আমরা গন্তব্যহীন পথিক — আমাদের জানা নাই
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: আমরা পথ হারানো পথিক ......ভালবাসতে আমরা চাই ।
৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৮
এস সুলতানা বলেছেন:
২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১০
বিজন রয় বলেছেন: প্রেম নাই, দিতে পারলাম না।
+++++