নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হৃদয়ের টানে ছুটে যাই, কেন যেন ধেয়ে যাই—
যদি তোমার দেখা পাই!
দেখা যদি না হয়— তবুতো প্রাপ্তিযোগ আছে
আমার এই চলার পথে; তোমার পদছাপে তৃষিত এই পা
কভু যদি মিলে যায়—তোমাকে ভুলে থাকাই যেন দায়
অতীত স্মৃতিমন্থনে ; কবিতা রচনায়
তোমার সম্মতি—কল্পলোকের সুখপাখি
ডানা মেলে আকাশে— যেন ভালোবাসার পাখা সে,
—যেন এক মুক্ত বিহঙ্গ ; সেই পথে চলার ছন্দ
যেন সুখের অনুষঙ্গ। তুমিহীনা পৃথিবীতে—
রঙধনু সাতরং সবি মিছে মনে হয়;
তুমি থাকিলেই পূর্ণিমা চাঁদ ওঠে আকাশে রাজ্যের আহলাদে
রুপোলি আলোর ঝর্ণা মেখে
দুঃখরা কোন দূর সমুদ্দুর দূরদেশে
এক নিমিষে চলে যায়—তোমার ভাবনায়,
দিন কাটে রাত যায় তাইতো ছুটি, যদি
দেখা পাই—সোনার মেয়ে যাদু মাখা অঙ্গে অঙ্গে ভালোবাসা জড়িয়ে
হবে তো দেখা। একদিন সবি হবে
ওগো সুখপাখি! জিয়নকাঠি!! ওগো মোর প্রাণ স্পন্দন,
জীবন চলার পথে—
ছবি ঃ গুগুল সার্চ।
৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলেন বিজ্ঞ ব্লগার
ভালবাসা মধুর কবিতায় বাস্তবতায় ।
২| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: কবিতা তো হলো আবেগের খেলা।
৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সঙ্গে প্রেম।কবিতা মানে প্রেম। কবিতা মানে সৃষ্টি সুখের উল্লাসে কবিতা মানে অপসরা মনময়ূরী উঠলো নেচে ।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
জীবন চলার পথে দেখা হোক...
কেমন আছেন?
৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: এতো দিনে স্নিগ্ধ শোভন? কত সুদীর্ঘ সময় পর । ব্লগে সুস্বাগতম ।
৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৭
ইসিয়াক বলেছেন: দারণ প্রেমময় ভালো লাগা ।
৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
স্নিগ্ধ শোভন বলেছেন: মানুষের অনেক সীমাবদ্ধতা।তবুও আসি মাঝেম। সামুর সাথে রয়েছে আত্মার প্রেম। ক্ষনে ক্ষনে দূরে সরে যায় কিন্তু ভুলে যেতে পারিনা। আপনাদেরকে দেখে খুব আনন্দপায়। ভালো থাকবেন কবি সবসময়।
৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও আপনার প্রতি অশেষ স্নেহ আর ভালোলাগা। আপনি আসলেন আমার বুকের ছাতি স্ফীত হলো আরও । এ দেশ এ সমাজ সভ্যতা এর উপর আমাদের যেমন অধিকার তেমনি দায়িত্বও অনেক সোনার বংলা সমৃদ্ধ বাংলাদেশ আমাদেরই গড়তে হবে । ব্লগারগণ এখন অপবাদমুক্ত বাংলাদেশের মাটিতে মাথা উচু করে দাড়িয়ে এমন দিনের প্রতীক্ষায় ছিলাম ।
৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০২
খায়রুল আহসান বলেছেন: তুমিহীনা পৃথিবীতে--
রঙধনু সাতরঙ সবই মিথ্যে মনে হয়; - খুবই সুন্দর কথা বলেছেন। কবিতার উষ্ণ কথামালা, আবেগমাখা শিরোনাম, অর্ধ প্রস্ফূটিত গোলাপের ছবি, সবকিছুই একরাশ মুগ্ধতা, স্নিগ্ধতা ছড়িয়ে গেল।
কবিতায় তৃতীয় 'লাইক'।
৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট । ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৮| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৩
শিখা রহমান বলেছেন: বাহ!! কবিতায় ভালোবাসার উচ্ছাস মন ছুঁয়ে গেলো। কবিতাটা পড়লে চারপাশের আলো ভালোবাসায় স্নিগ্ধ হয়ে যায়। এই কবিতাটা আপনার মন্তব্যের স্টাইলে বললে 'সুন্দর। +++'
খায়রুল আহসানের মন্তব্যে ভালোলাগা ও ওনার সাথে একমত। কবিতায় চতুর্থ 'লাইক' আমার।
ভালো থাকুন। ভালোবাসার আনন্দ আর সুখ ঘিরে থাকুক নিরন্তর।
৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুন সব কবিতা লিখছেন । মুগ্ধ হওয়ার মতন । ক্যারি অন লাভ বার্ড ।
৯| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসার পাখি শিখা রহমান কমেন্টে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
১০| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সেলিম আনোয়ার ভাই, কবিতায় ভালো লাগা লেপ্টে দিলুম।
আছেন কেমন ভাই ?
৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ভালো । আপনি কেমন আছেন??
১১| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: আমি এখন আছি প্রেমে।
১২| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ২:০৬
কিরমানী লিটন বলেছেন: অসাধারণ লিখেছেন কবি- ছুঁয়ে গেলো.....
৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন ছুঁয়ে যাওয়া কবিতা। আমার স্মৃতিতে আরো একটা চমৎকার কবিতা জমা হলো।
০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
১৪| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই আমি চমৎকার আছি প্রিয় কবি ।
০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: জেনে ভালো লাগলো খুব ।+
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২০
ঠাকুরমাহমুদ বলেছেন:
সেলিম আনোয়ার ভাই,
কবিতায় ভালোবাসা সহজ নাকি বাস্তবে ?