নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বিচক্ষণ নই আমি—নই কোন নেতা
চেয়ে দেখো শত শত লোক
আমিও তাদেরই একজন; আমজনতা ।
তাইতো আমি দূ্রেই পড়ে থাকি
হয়তো অনাদরে—বেদনার অথৈ সাগরে
নেই যার কোন তীর অস্থির সময়ে
আছে শুধু ঢেউ....
কখন যে সুনামি এসে
এই আমাকে নেয় ভাসিয়ে
অতল তলে— ভেবে ভেবে পাইনা দিশে ।
কভু ভাবি এই আছি ঢের ভালো
রজনী গন্ধা রক্তগোলাপ— সবি মিছে
হেমন্তের হাওয়ায় মিলিয়ে গেছে
অদৃশ্য সব—নিষ্ঠুর বাস্তব ।
৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: এটাও জীবন । স্ট্রাগলিং লাইফ । এটাও মানুষের জীবন বুড়িগঙ্গা নদীর তীরে জীবন যুদ্ধে অবতীর্ণ তারাও মানুষ ।
৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
২| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৯
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো আমজনতার কাব্য।
শুভেচ্ছা রইলো
৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: যে দেশে আমজনতা এমন তাদের কী করা উচিৎ ও কবি । তাদের নিয়ে লিখলাম কবিতা । প্রতিদিন ১ুটি করি লিখে যাই .....তবু কি প্রেম নাই....???
৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাস্তবতা দিন দিন এতো নিষ্ঠুর হয়েছে যে এখন সহ্য হয়ে গেছে সেলিম আনোয়ার ভাই। এটি কিভাবে সম্ভব হয়েছে অসহ্যকে সহ্য করার পদ্ধতি! - এখন মনে হয় যা ইচ্ছে তা হোক।
৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫০
সেলিম আনোয়ার বলেছেন: আমারও .... । তবু ভাবি যদি ভালোবাসা পাই কোন দুঃখ নাই ।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল লাগল!
৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কে বলে দুঃখ নাই ??
৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২১
এস সুলতানা বলেছেন: আপনার ফেসবুক আইডি লিঙ্কটা পেতে পারি কি?
৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: facebook link অবশ্যই আমি জনতাই ।।
৬| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪
কিরমানী লিটন বলেছেন: এক কথায়- অসাধারণ লিখেছেন কবি- অভিবাদন রইলো।
৭| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৩
খায়রুল আহসান বলেছেন: কবিরা চিরকাল ভালবাসার ভিখারী। রজনীগন্ধা, রক্তকরবী ঘুরে ফিরে কবি'র মনে আসবেই।
৮| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কবিতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
ছবির সাথে কবিতা
দারুন মিলে গেছে +++