নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন তোমাদের বাংলার টাইগারনর কঙ্কাল

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

অভিনন্দন তোমাদের বাংলার টাইগার


অভিনন্দন তোমাদের বাংলার টাইগার—ভারতবধ কাব্য রচনায়;
অসামান্য দৃঢ়তায় অবশেষে— তোমরাই জিতে গেলে
কোটি হৃদয় কেড়ে নিলে,
টানটান উত্তেজনায় ঠাসা প্রতিদন্ডিতাপূর্ণ খেলায়
উপভোগ্য ম্যাচে তোমাদের এতো দৃঢ়মনোবল
আগে আর দেখি নাই;
যেনো নতুন করেই শুরু হলো,
তোমাদের জয়যাত্রা— নব উদ্যোমে শুভ বার্তা দিয়ে
হয়তো দ্রোহের অনলে ঝলসে ওঠে।
তোমাদের এই জয়যাত্রা— অব্যহত হোক
আনন্দময় ক্ষণ হোক । বিশ্বসেরাদের হারিয়ে
তোমরা আবারো প্রমাণ করলে
আমরা আনন্দিত উল্লসিত উদ্বেলিত
তাই অভিনন্দন —তোমাদের,
অভিনন্দন মুশফিক মহাকাব্যিক ব্যাটিংয়ে,
অভিনন্দন হে অধিনায়ক রিয়াদ শুভ নব সূচনায়,
অভিনন্দন বাংলার টাইগার, বাংলাদেশ! অভিনন্দন প্রতিপক্ষ ভারত!
অবশেষে ক্রিকেটের জয় হয়।
একরাশ মুগ্ধতা ছড়িয়ে গ্যালারী টিভির পর্দায় মনোযোগি সব চোখে
অভিনন্দন তোমাদের মহাকাব্যিক বিজয়ে...



নর কঙ্কাল

ও নাকি বলে কথা এভাবেই
যেখানে আমি এক নর কঙ্কাল
বলিতেছি কথা সেই—
ভেবে দেখি তা্ইতো!
যেন এক অনুভূতিহীন— মৃতদেহ
যে বলে না কথা
যার কথার কোন প্রত্তুত্তর নেই
কবিতার দাম নেই
নেই কোন প্রতিধ্বনি
নিরবেই রয়ে যায় ; তবু ভাবি
হয়তো হবে দেখা অচিরেই
হয়তো কোন আনন্দঘন ক্ষণে
স্রষ্টার কাছে— এই মম প্রত্যাশা

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

ইসিয়াক বলেছেন: দুটো কবিতাই সুন্দর

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫

আরোগ্য বলেছেন: অভিনন্দন বাংলাদেশ।
এটা কি সালমান বাবাজী?

০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা এটা সালমান বাদশাহ । বাদশাহর মা তো ব্লগে আসে না । ;)

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: কালকের খেলা দেখে আমি মুগ্ধ!!!

০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: অপার মুগ্ধতা !! বিশ্বের সবচেয়ে সেরা দলগুলোর একটি ধরাশায়ি । অমন উত্তেজনাকর পরিস্থিতিতে ১৯ তম অভারে পর পর চার বলে চারটি চার ।মনে থাকবে অনেক দিন !!!

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৫

ফয়সাল রকি বলেছেন: অভিনন্দন ক্রিকেট দলকে। জয়টা দরকারি ছিল।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০

সেলিম আনোয়ার বলেছেন: একবার তীরে এসে তরী ভেরানোর ইতিহাস মনে আছে । মুশফিক আর মাহমুদুল্লাহ সেবার পারে নি । এবার পেরেছে ক্রিকেটের সুদিন আসছে বোধ হয় । টি২০ তে বিশ্বসেরা হবার সম্ভাবনা আছে বাংলাদেশের ।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

ফয়সাল রকি বলেছেন: এবারো একিরকম কিছু হবে ভেবেছিলাম, তবে শেষ পর্যন্ত ওরা নার্ভ শক্ত রাখতে পারেনি। তবে সাকিব-তামিমকে পরের ম্যাচগুলোতেও মিস করবো।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সাকিব বছর খানেক খেলতে পারবেন না । তামিম তো তবু খেলবে । তাদের অনুপস্থিতি প্রতিটি ম্যাচে প্রভাব ফেলে । গতদিনের জয় সাকিবকে উৎসর্গ করলো খেলোয়াড় রা । দ্রোহের অনলে জ্বলে তারা এখন খাঁটি সোনা ।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: অভিন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।

০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন । বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের সকল মানুষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.