নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
চিরো অপরাজেয় বাংলা বর্ণমালার
প্রতিটি বর্ণে, আগত-অনাগত শব্দে—
তোমার প্রতি গভীর প্রেম যেন লেখা— আমার কবিতার মগজে।
প্রতিটি বাক্যের অর্থ এক—ভালোবাসি শুধু তোমাকে!!
ঘৃণা শব্দটিও যদি লিখে দিই তোমার উদ্দেশ্যে
তুমি বুঝে নিও সেটাও উৎসরিত অপ্রগলভ ভালোবাসার অুনরাগে।
যদি বলি দুঃখ! তবে তা তোমার অনুপস্থিতি
যদি বলি সুখ তবে তুমি আমারি আছো।
যদি বলি অপ্রেম যদি তা তোমার প্রতি হয় অবতীর্ণ
তবে তুমি বুঝে নিও তা তোমার প্রেমে পরিপূর্ণ ।
যদি বলি দূরে সরে যাও— কাছে এসে নির্দ্ধিধায়
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিও আমাকে—কামনার দ্বার খুলে..
যদি দেখো বিদ্রোহী কোন কবিতা—এই কন্ঠে আমার
তুমি তা আকন্ঠ করিয়ো পান অকুন্ঠচিত্তে— প্রেম অুনরাগে।
যদি বুঝো কবিতার স্তনে এই দু'ঠোঁট লেহনে নিমগ্ন সেখানে তোমাকেই
খুঁজে পাবে— সংগত কারণে শীল অশ্লীল শব্দসবি যেন ধ্রুবতারা হয়ে যায়
কবিতায় শাশ্বত প্রেমে তোমার কারণে; তুমি বুঝে যাবে অবলীলায় নির্দ্বিধায়—
মনে অবান্তর দুঃখ রেখো না কোন— প্রিয়তমা, মনে চিরন্তন প্রেম আনো ।
০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
২| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯
সোনালী ডানার চিল বলেছেন: কবি তো প্রেমে বুদ হয়ে আছেন!
কবির প্রেম অমর হোক-
০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১
ল বলেছেন: যদি বলি সুখ - তুমি আমারি আছ।।।
প্রেম ছাড়া কি কোন সুখ নেই....
একটু ভিন্নরূপে সুখ আনুন কবিতায়, জীবনে... .....
জীবনমুখী কবিতা চাই।।।।।
০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লেখার সময় মনে আসে নাই যে।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯
নুরহোসেন নুর বলেছেন: স্টেইনলেস ষ্টীলের মত মজবুত হোক ভালবাসা।
০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২
রাজীব নুর বলেছেন: শুভ সন্ধ্যা।
চমৎকার কবিতা।
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো।
৭| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৪
নাহার জেনি বলেছেন: বাহ! জটিল লাগলো একদম
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো।
৮| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:২৭
খায়রুল আহসান বলেছেন: "প্রতিটি শব্দের অর্থ এক -- ভালবাসি শুধু তোমাকে" - বাহ, চমৎকার লিখেছেন।
কোন এক পূর্ণিমার চন্দ্রাকর্ষণে
কবিতার জোয়ার বইছে যেন
আপনার প্রেমিক মনে!!!
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল আহসান, অপ্রগলভ প্রেম এমনই হয়! আরো কেন বেশি ভালোবাসিতে পারে না হৃদয় ।
ঢঙ্গী আর আমি মিলে পরিপূর্ণ সত্তা প্রেমের আলোকবর্তিকা ।কথাটি মিথ্যে নয় !!
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪
ইসিয়াক বলেছেন: জীবন হোক মধুময় প্রেমেতে ভরা।
চিরন্তন ও সজীব হোক ভালোবাসা ........