|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এইদিন তাকধিন তাকধিন—  আনন্দময় হোক,
 মহেন্দ্র এক ক্ষণ হোক
 নব জীবনের পদচারণায়
 মানবতার মঙ্গল দীপ জ্বেলে,
 নব নব সফলতায় —সুশোভিত ফুলেল শয্যা
 শান্তির ধরা হোক!
 শান্তির পথে এক আলোকবর্তিকা হোক 
 একি পতাকাতলে সকলে মিলে— 
 একসাথে আড্ডা গান সাথে এককাপ চা পান হোক
 পাথরের শহরটা পুষ্পকানন হোক
 তুমি তাতে হয়ে ওঠো— প্রস্ফুটিত  রক্তগোলাপ
 এই মন যদি হয় নিমগ্ন এক মৌমাছি তাতে
 মধুর অন্বেষণে ক্ষতি কী সেই জীবনে?
 আনন্দে তাক ধিন তাক নাচ হোক
 যৌবনসুধা পান করা হোক সঞ্জীবনী গান হোক
 বসন্ত বাতায়নে। ক্ষতি নেই ক্ষতি নেই
 কোন দূর্গতি নেই সেই পথে ভালোবাসার জয় হোক।  
 
 ১৩ টি
    	১৩ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৪:২১
০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৪:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
২|  ০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:২৪
০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: দিন শেষে ভালোবাসারই জয় হয়।
  ০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৪:৩৮
০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৪:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
৩|  ০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৪
০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৪
এস সুলতানা বলেছেন: ভালোবাসার জয় হয়++++++++++++++++
  ১০ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৮
১০ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভ কামনায় ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
৪|  ০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৪:০১
০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৪:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালোবাসার জয় হোক !!
  ১০ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৯
১০ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভ কামনায় অশেষ কৃতজ্ঞতা। আপনার জন্য শুভকামনা অনেক।
৫|  ০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৪:৫৫
০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৪:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
  ১০ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫০
১০ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো। আপনার জন্য নিরন্তর শুভকামনা।
৬|  ০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:২১
০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:২১
ঠাকুরমাহমুদ বলেছেন: 
ওম শান্তি ওম
ওম শান্তি ওম
  ১০ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫১
১০ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এমন মন্তব্যে । ভালো থাকবেন সবসময় এই শুভ কামনা থাকলো।
৭|  ০৭ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০৯
০৭ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০৯
সোনালী ডানার চিল বলেছেন: এ এক অন্য ভালোবাসা!
শুভেচ্ছা কবি
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:০৪
০৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:০৪
ইসিয়াক বলেছেন: সকলে একত্রিত হোক। আনন্দময় হোক এ মিলন মেলা।
ভালোবাসার জয় হোক।