নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি যদি হও— ঐ মেঘলা আকাশ
আমি তবে শিক্ত জলাভূমি ক্রন্দনজলে।
তুমি যদি হও— হাসির ঝর্ণাধারা
আমি তবে আলোকোজ্জ্বল দিন
খুশির ফোয়ারা;—বসিয়ে চাঁদের হাট
আকাশের ঐ চন্দ্রতারা, কোকিলের কুহুগানে
সমধুর তানে ।
তুমি যদি সুখে থাকো!
আমি তবে চিরোসুখি জন— তোমার কারণে ।
তুমি চাতক হলে —আমি বারিধারা;
তোমার ঐ তৃষিত ঠুঁটের অমৃত সুধা,
করিয়ো ওগো আকন্ঠ পান ।
তুমি সাগর হলে আমি দূরন্ত নদী,
অনন্ত যৌবনে—
যে নদী হারায়না গতি সাগরসঙ্গম অবধি।
বলো কীসের অভিলাষে পূর্ণিমার ঐ চাঁদটি হাসে?
কিসের নেশায় ঘুমের ঘোরে সারারাত স্বপ্নজাল বুনে;
স্বপ্নোত্থিতা সুর লহরী।
বেদনার বালুচর ভাসিয়ে দিলাম জলে দূর সাগরের অতল তলে।
মনে রেখো, ক্ষণিকের এই অবণী
যেন এক স্বর্গভূমি আমি তোমার পরশ পেলে।
১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,
১ম কমেন্টে ও ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬
তরুন ছিল রংগিন বলেছেন: আরেকটু স হ জ স র ল হলে ভালো হতো।
১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । আমার কবিতা অমনই হয় ।
ভালো থাকবেন সবসময় এ কামনা থাকলো
৩| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১০
সোনালী ডানার চিল বলেছেন: কবি, এবার বইমেলায় কি কবিতার বই আসছে!!
১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: এখনি বলতে পারছি না । তবে ইচছা আছে ।
৪| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ। +
১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৫| ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪
শাহিদা খানম তানিয়া বলেছেন: ইস! কি রোমান্টিক কবিতা! সুন্দর।
১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৬| ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫
কৌটিল্যা বলেছেন: ভালো লাগলো খুব
১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৭| ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার কাব্য।
ধন্যবাদ আনোয়ার ভাই
আমি শুধু ফান করি তাই কাব্য হয না।
১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও দারুন লেখেন । আমি নবিশ কবি চেষ্টা করি । ও তো লিখিয়ে নেয় সময়মতো উপরে তুলে। অন্যথা আমি তো নীচেই থাকি আমজনতার কাতারে।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
৮| ১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: স্বর্গভূমি
১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।
৯| ১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৫৬
সোহানী বলেছেন: ভালোলাগা...
১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা।
১০| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮
তারেক ফাহিম বলেছেন: মুগ্ধতা।
১৩ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা।
১১| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার শব্দের গাঁথুনি। কবিতায় ভালো লাগা রইলো। ++