নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
জানি তুমি ঘুমিয়ে পড়েছো
আজকের কবিতা আবৃত্তি না করে,
আমি তো লিখিনি ইচ্ছে করেই
সারপ্রাইজ দেবো বলে গভীর রাতে।
তুমি তো আজ আনন্দময়ী হয়ে
লিখে দিলে —আনন্দ বার্তা এক।
কিভাবে নিজেকে নিয়োজিত করা যায়
আনন্দ উৎসবে? অযাচিত সব, হেলায়
তুচ্ছ করে! কিভাবে নিতে হবে সুঘ্রাণ
ফুলের পাপড়ি থেকে।
কিভাবে আমি হলেম কৃষ্ণ ভ্রমর তুমি ফুলে;
অতীত ব্যথা ভুলে—তুমিই তো বলে দিলে
আনন্দ রঙ মেখে শব্দজাল বুনে উল্লসিত মনে,
তোমার আমার প্রেম নিছক ক্রীড়নক নয়
কোনো ইচ্ছে দেবীর অযাচিত খেয়ালে।
তোমার আমার প্রেম বোধের দেয়ালে
সোনার হরফে যেন হলো লেখা— আমি তো আর নই একা।
তোমার প্রেম বুকে লয়ে দোসর গড়েছি
এই মধ্যরাতের শপথ,
কবিতার মালা গেঁথে শাশ্বত এই প্রেম কবুল করো তারে
উচ্ছসিত প্রাণে,
সদা এই মিনতি মম প্রাণে।
১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
২| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অপূর্ব ++
১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৫
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
মধ্যরাতের কাব্য!
লাইনের ভেতরে আন্ডারস্কোর ( _ ) নয়; হয় কমা ( , ) না হয় হাইফেন ( - ) দিন।
আন্ডারস্কোর ভালো লাগছেনা দেখতে।
১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সেলফোনে লেখা তাই ওভাবে লেখা হলো । এখন পরিবর্তন করে দেবো ।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২
গোধুলী বেলা বলেছেন: ++
১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো গোধুলী বেলা ।
৬| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৮
কিরমানী লিটন বলেছেন: খুব ছুঁয়ে গেলো কবি- চমৎকার ভালোলাগা...
+++
১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কিরমানী লিটন,
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা
৭| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো আপনাদের জন্য। সুযোগ পেলে প্রতিটি মন্তব্যে উত্তর দেয়া হবে।
৮| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫
নার্গিস জামান বলেছেন: ওয়াও
১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২০
সেলিম আনোয়ার বলেছেন: নার্গিস জামান আপনার ভালোলেগেছে জেনে ভালো লাগলো । অনুপ্রাণিত হলাম ।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:২৭
ইসিয়াক বলেছেন: দারুণ প্রেমময় ।
অসাধারণ ক্যাবিক প্রকাশভঙ্গি .....।
মধ্যরাতের শপথ ঝরুক প্রিয়ার প্রেম প্রার্থনায় শত নির্লোভ আকুলতায় ।
ভরে উঠুক কবির মন ফুলে ফুলে তব গানে ছন্দ সুরে ।
ফুলের সুঘ্রাণ ছড়াক তব কবির হৃদয় আঙিনায় ।
শব্দজাল গাঁথা সার্থক হোক কবির জীবনে।