|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
স্মৃতির পাহাড় থেকে
 কয়টি কাঁকর—সুখের নূড়ি,
 চলোনা রোমন্থন করি;
 সেইসব সুখানুভব মনে হয়
 যেন লাভার উদগীরন— অগ্নিশিখা;
 আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে
 বোধের দেয়ালে তাতে হয় ভূমিকম্প,
 ভেঙেচূড়ে করে সব একাকার।
 —অযাচিত যন্ত্রণা বাঁধার পাহাড়
 দু’চোখ জুড়ে করে ভর যেন শুধু রঙিন স্বপ্ন;
 কখন যে স্বপ্ন,  হয়ে গেল বাস্তব
 প্রচন্ড পরাভবে— আনমনে ভাবি হায়  আছি তাই সুখানুভবে।
 স্মৃতির মানসপটে— ব্লগ ডে যে অনন্য
 আমাদের জন্য ।
 আরে বাহ! আমি আছি— তুমিও থাকবে,
 বসন্ত হাওয়ায় ভেসে,
 আমরা সবাই যেন— পাহাড়ি ঝর্ণাধারা
 উচ্ছল চঞ্চল—খুশি আর আনন্দে ।
 ৩২ টি
    	৩২ টি    	 +৬/-০
    	+৬/-০  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৬
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২|  ২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:১৮
২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:১৮
হাবিব বলেছেন: আনন্দ খুশিতে স্বার্থক হোক ব্লগ ডে.......
  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৯
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: আমি রেজিষ্ট্রেশন করেছি ব্লগ ডে প্রগ্রামে থাকার জন্য । সবাই যেন রেজিষ্ট্রেশন করে সেই কামনা থাকলো ।
৩|  ২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:২০
২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আহ কি আনন্দ !
  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:১১
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:১১
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি 
আনন্দের নেই সীমা 
আছে কী জীবন বীমা?   
 
আনন্দে সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা ।
৪|  ২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:২৭
২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার সুখানুভুতি।
আসন্ন ব্লগ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি। 
শুভকামনা জানবেন।
  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩৩
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা আপনার জন্যও । ভালো থাকবেন সবসময় এ শুভকামনা থাকলো ।
৫|  ২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪০
২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর  কবিতা।
কবিতার প্রতিটা লাইনে আপনার আনন্দ ছড়িয়ে আছে।
  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩৫
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনি কী আনন্দিত হননি আসিতেছে শুভদিন । ব্লগ ডে’র শুভেচ্ছা নিন ।
৬|  ২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:২৩
২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:২৩
সাইন বোর্ড বলেছেন: ব্লগ ডে সফল হোক ।
  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩৭
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: চলুন সবাই রেজিষ্ট্রেশন করি । আবারো সমবেত হই মিলন মেলায় আনন্দ দিনে ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৭|  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৩০
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৩০
সোনালী ডানার চিল বলেছেন: 
ব্লগডে,  কাব্যিক বন্দনার মত সুরভিত হোক-
শুভেচ্ছা কবি!
  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩৯
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৮|  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩৭
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩৭
নার্গিস জামান বলেছেন: ফাটাফাটি  সুন্দর 
  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৪৪
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। সর্বোচ্চ অংশগ্রহণে ব্লগ ডে যেন সফল হয় সেই কামনা থাকলো ।
৯|  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ২:০৫
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ২:০৫
অগ্নি সারথি বলেছেন: দেখা হচ্ছে সেলিম ভাই" এবার কিন্তু মোবাইল সাবধানে রাখবেন।
  ২৫ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৩:২৪
২৫ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই তো । মোবাইল সাবধানে রাখতে হবে ।
১০|  ২৫ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৩:৪২
২৫ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৩:৪২
কিরমানী লিটন বলেছেন: দেখা হবে - অপেক্ষায় আছি..... 
কবিতায় ভালোলাগা +++
  ২৫ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৪:০৩
২৫ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৪:০৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুন সব কবিতা লিখছেন লিখতে থাকুন কিরমানী লিটন ।ইনশাআল্লাহ ব্লগ ডে তে দেখা হবে ।
১১|  ২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ৮:২২
২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ৮:২২
ডঃ এম এ আলী বলেছেন: 
ভাল লাগল ।
ব্লগ দিবসের সাফল্য কামনা করছি ।
  ২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:০৩
২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও থাকবেন ডঃ এম এ আলী । আপনার উপস্থিতি আমাদের কাম্য । আমরা সবাই আনন্দ অনুভূতি ভাগাভাগি করে নেব ।
১২|  ২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ৮:৩৭
২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ৮:৩৭
খায়রুল আহসান বলেছেন: ব্লগ ডে-২১০৯ নিয়ে অনেকেই অনেক কিছু ভাবছেন। আপনার ভাবনাগুলো ও তার প্রকাশ সত্যিই অনন্য।
ব্লগ ডে'র সফলতা কামনা করছি। দিবসটির মাধ্যমে ব্লগারদের মাঝে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের বন্ধন দৃঢ় হোক, অমর হোক!
  ২৬ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২৪
২৬ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২৪
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ ধন্যবাদ। ব্লগ ডে তে আসছেন তো??
 আ্মি নিবন্ধন করেছি আপনিও করুন ।  আমাদের উপস্থিতি ব্লগ ডে প্রোগ্রাম সফল করে তুলবে । 
১৩|  ২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ৮:৪০
২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ৮:৪০
খায়রুল আহসান বলেছেন: ব্লগ ডে-২১০৯ এর সালটা একটু ওলট-পালট হয়ে গেছে। সবাই উদারতার সাথে বুঝে নিলেই হলো!!!  
  ২৬ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২৮
২৬ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২৮
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন গতবারের ব্লগডে তে আমরা কোণঠাসা ছিলাম । পিঠ দেয়ালে ঠেকা । তার থেকে উত্তরণ হয়েছে ।আমরা দোষ মুক্ত হয়ে এবার মাথা উচু করে দাড়িয়ে ব্লগ ডে প্রোগ্রাম করবো । এখন আমাদের ললাটে কালিমা নেই ।
১৪|  ২৬ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৩
২৬ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৩
এস সুলতানা বলেছেন: অনন্য প্রকাশ
  ২৬ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২৯
২৬ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
১৫|  ২৬ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৩
২৬ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৩
এস সুলতানা বলেছেন: কেমন আছেন সেলিম আনোয়ার ভাই?
  ২৬ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩০
২৬ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সকল প্রশংসা আল্লাহ তায়ালার । আল্লাহর অশেষ কৃপায় আমি বেশ আছি । আপনি কেমন আছেন??
১৬|  ২৬ শে নভেম্বর, ২০১৯  রাত ১০:১৯
২৬ শে নভেম্বর, ২০১৯  রাত ১০:১৯
এস সুলতানা বলেছেন: আল্লাহর অশেষ মেহেরবাণীতে আমিও ভালো আছি।
১৭|  ২৬ শে নভেম্বর, ২০১৯  রাত ১০:২৬
২৬ শে নভেম্বর, ২০১৯  রাত ১০:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগ ডে সফল হোক।
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:০৭
২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর