নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Selimanwar27@yahoo.com Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি কী নও আরাধনা —এই প্রাণের?
জ্যামিতিক উপাত্ত রূপ যৌবন কাব্যসমগ্র
এখন আর বিবেচ্য নয়। পরখ করে দেখতে পারো
যেভাবেই আসো —অগ্রগলভ প্রেমে শুধু তোমাকেই খুঁজে নেবো
ভালবাসা করবো ওসুল কড়ায় গণ্ডায়—ষোল আনা।
তুমি কী এখনো বুঝোনি— হিসেব নিকেশের বিড়ম্বনা
অন্তর্দহন কেমন কুড়ে কুড়ে খায়! তবে কী এখানো
বুঝনি হায়।তবে বলি আমি নই তোমার মতন
চুল চেড়া হিসেবে ন্যাস্ত —দাড়িপাল্লায় মেপে মেপে
করিবো না সময় পার—ক্ষণিকের এই জীবনে।
আমি তোমারি ধ্রুবতারা অনন্ত যৌবনে— ভালোবাসার আকাশে
যার নেই কোন বিচ্যুতি যেন এক অটল পাহাড়ে আর্টেজিয় কূপ
স্বতস্ফূর্ততায় যে করে বিরতিহীন জল দান। নিকষ আধারে ছড়াবো জ্যোতি
এই বুকে মাথা ঠুকে মরেও প্রশান্তি অনেক,
এক সমুদ্র প্রেম এইখানে আছে। তাতে হয় যদি সলিল সমাধি
তোমার—সৌভাগ্য হিসেবেই বরণ করে নিও;
এটাই আমোঘ নিয়ম তুমি-আমি যখন ভালোবাসার পারাবারে—
বিকল্প ভাবনা, অমূলক যাতনা।
রবির কী হয় বিকল্প কোন সৌরজগতে?
ওগো মোর পৃথিবী, বিজয়ী লক্ষী নারী তুমি শুধু আমারি
অযথা বিলম্ব করোনাকো আর—প্রচণ্ড নিনাদে জানিয়ে দিও
ভালোবাসো শুধু আমাকে; বাকিসব ছলচাতুরী শাশ্বত এক প্রেম
ঢেকে রেখে যতনে; যেন কোন দাগ না লাগে তার গায়।
জেনে রেখো আমাদের প্রেমে মুছে যায় অযাচিত দাগ
কষ্টিপাথরে ঘষে—খুলে যায় বেহেশতের আটখানা দরজা
বন্ধ হয়ে যায় দোজখের সাত ফটক—বসন্ত হাওয়ায়
কোকিলেরা নেমে আসে এইখানে, কাননে ফুটে ফুল
পূর্ণিমা চাঁদ খুশিতে যেন খায় লুটোপুটি—অযাচিত বেদনায়
আর দূরে থাকা নয় ; আনন্দ লয়ে বুকে ধিন তা ধিন তা
নৃত্যের ছন্দ মৃদু মন্দ দোলাতে তুমি আমি যেন ভালোবেসে হই ওগো ধন্য
—শহুরে এই আমি এক সবুজ অরণ্য দারুচিনি দ্বীপ বুকে লয়ে হয়ে ওঠি বন্য
প্রেমের খেলাতে— এক পৃথিবী যেন অবাক চেয়ে আছে অনন্ত প্রতীক্ষায়
শুধু আমাদেরই জন্য ।
বিঃ দ্রঃ কবিতা লিখে একটু বিশ্রাম নিলাম .লাভ ইও কবিতামনি এখন আবার কাজ ।
২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল।
১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯
আরাফআহনাফ বলেছেন: লাভ ইও কবিতামনি ! ! ! !!
২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ছবিটি পল্লী কবি জসিম উদ্দিনের বাড়ির সামনে থেকে নেয়া ওখানে গেলে বুঝায় কেন তিনি কবি হয়ে উঠেছিলেন । পথের ধারে ছোট্ট নদী অথচ কতো সুন্দর অলংকার হয়ে বসে আছে যেন প্রকৃতি-রমনীর রূপ রস বাড়িয়ে দিয়েছে অনেক খানি । তাই তো কবিতা হয় গান হয় পল্লী কবির জন্ম হয় । অথচ পল্লী কবির এজুকেশনাল ব্যাকগ্রাউন্ড কত উচু দেশের হয়ে গুরুভার দায়িত্ব তিনি পালন করেছেন ।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১১
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
কবিতামনি
২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: অমন রুপের কথা কিভাবে করিবো বর্ণন?
তাইতো কবিতা লিখি। না না কবিতা আমাকে লেখে। দুজনেই লেখালেখি করি ।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮
বাকপ্রবাস বলেছেন: প্রেমে ভরে উঠেছে মন ও কবিতা। লাভ ইউ কবিতামনি
২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি রেড সিগনাল !?? বিপদ সংকেত।
সবুজ সংকেত দিলাম পাঠিয়ে তাঁরে
৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: মানুষ কেন কবিতা লিখে? প্রশ্ন করা হয়েছিল কবি আল মাহমুদ কে।
উনি উত্তরে বলেছেন।
মানুষের স্বপ্ন-কল্পনা প্রকাশের আর কোনো উপায় থাকে না কাব্য ছাড়া। মানুষ স্বপ্ন দেখে কল্পনা করে ধীরে ধীরে সে কবিতার সৃষ্টি করে। কবিতার ভেতর দিয়ে মানুষ তার স্বপ্নকে প্রকাশ করতে চায়। তার আনন্দকে জাগিয়ে দিতে চায়। কবিতা হলো স্বপ্নলোকের মাধ্যম। এ জন্য মানুষ কবিতা লিখে ।
২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: রূপকথা নয় বাস্তব। স্বপ্নপরিকল্পনা বাস্তব হয়ে ওঠে প্রেম যে অমোঘ শক্তিধর । দু’জনার মাঝে করেছে ভর । ভালবাসা চালিকাশক্তি হয়ে আমাদের নিয়ে চলে আমরা ভাসি নদীর জলে যমুনার ঢেউয়ে ।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
শিখা রহমান বলেছেন: কবিতা আরাধ্য অবশ্যই। সহজে কি সে ধরা দেয়? বহু সাধ্য সাধনায় কবিতা কবিকে ভালোবাসে।
কবিতা বরাবরের মতো আবেগময়, হৃদয়ছোঁয়া। শুভকামনা কবি।
ভালো থাকুন কবিতায় ও ভালোবাসায়।
২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য।
শিখা রহমান
দারুন সব কবিতা লিখে আমাদের কবিতা পাঠের অপার আনন্দ দিয়ে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন ।
৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
নজসু বলেছেন:
আহা কবিবর।
২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: মেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।
৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
সোনালী ডানার চিল বলেছেন:
এ তো বিশদ কবিতা, কবি!
২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: হয়ে গেলো তাই । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।
১০| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জী সেলিম ভাই অনেক বড় কবিতা, এবার একটু জিরিয়ে নেন ?
তবে কবিতা ভাল হইছে !
কবিকে এখন আর দেখিনা !!!
২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লিখে জিরিয়ে নেই গিয়াস উদ্দিন লিটন ভাই ব্লগ ডে প্রগ্রামে উপস্থিত থাকবেন । অনেক ভালো লাগবে ব্লগারদের উপস্থিতি ।
১১| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৭
হাবিব বলেছেন: কবিতার প্রেমে পড়েছেন? নাকি কবিতা আপনার? নাকি দুজন দুজনার প্রেমে?
২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪২
সেলিম আনোয়ার বলেছেন: আমি তো প্রেমেই লিখি কবিতারটা কবিতা জানে ফরমালিন নাকি আবার তাহলে তো প্রেমই সাবার।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা স্যার । হাবিব স্যার ভালো থাকবেন সবসময় নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১২| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
বিশ্রামের প্রয়োজন আছে। বিশ্রাম নিতে হবে।
২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: বিশ্রামই কবিতা হয় তাইতো টিকে আছ ি । নিরন্তর শুভকামনা ।
১৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতায় উপমাগুলো সুন্দর হয়েছে।
২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।
১৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বেশ বড় কবিতা। থেমে থেমে পড়লাম।
ভালো লাগলো প্রিয় কবি। ++