নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কীসের নেশায় বুদ হয়ে
গড়েছো তুমি বাস—ভিন্ন কোন গ্রহে?
শূন্যতা ছাড়া সেই খানে তোমার সঙ্গী কী কেহ আছে?
নস্টালজিয়া জাবরকেটে যেন বন্দিশিবির থেকে
নিয়তই সৃষ্টি করো মায়াজাল অপসরা রূপে;
যেন ইথারেই তা ভেসে আসে
এভাবেই কী বহিবে প্রেমের হাওয়া?
এভাবেই কী নিত্য গাহিবে পাখি গান
—অপ্রগলভ প্রেমে? প্রেমতো নয় কোন
—মরুর মরিচিকা কেবল কল্পমাল্যদান;
— সে যেন এক সক্রিয় আগ্নেয়গিরি, লাভার উদগীরণ
এই দু’চোখে রাখো দু’চোখ—পড়ো তার ভাষা
চাতক প্রাণের প্রতীক্ষার এবার করোগো অবসান।
অকন্ঠ ভালোবেসে তুমি যেন ফুল— আমি প্রজাপতি
শীতের শহরে বসন্ত দিই এনে
তোমায় কাছে টেনে— এই বুঝি নিয়তি ।
কুয়াশা যেমন পড়ে ঘাসের ডাগে
শীতের চাদর গায়; অপার নিরবতায়— আমি তেমন অকাট্য প্রেম
শুধু তোমার কামনায়; কখনো মায়াবী জোস্না মেখে কল্পলোকে
অথবা কখনো প্রখর বাস্তবতায়।
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা । অনেক দিন পর ব্লগে সুস্বাগতম ।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪
ইসিয়াক বলেছেন: যেন এক সক্রিয় আগ্নেয়গিরি,লাভার উদগীরণ........।
অসামান্য শব্দ চয়ন।
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনন্যসাধারণ !!
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৮
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক ভাবনার প্রকাশ কবি দা
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০১
জুল ভার্ন বলেছেন: চমৎকার!
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১১
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আনোয়ার ভাই
কাব্যে ভালোলাগা ।
০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: ব্লগে কবিতা লেখায় আপনিই সেরা।
০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
কবিতার জাদুকর,
কবিতায় ভালোবাসা আর কতোদিন?
আর কতোকাল খুঁজবো তোমায়?
০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
সেলিম আনোয়ার বলেছেন: আমিও চাই জবাব । আর কতদিন আর কত রাত ??
১২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বরাবরের মতই সুন্দর! আচ্ছা সেলিম ভাই, আপনার লেখা কবিতার সংখ্যা এ পর্যন্ত কত হল?
০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ২হাজার + ।
১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
হাবিব বলেছেন: কবিতার মায়াজালে আটকে গেলাম কবি ভাই
০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৩৮
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ,পাঠে মুগ্ধ ।
তবে শীতে বসন্ত আনলে পকৃতির
ভারসাম্যহীনতা ঠেকাবে কে ?
অনেক অনেক শুভেচ্ছা রইল
০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসার কবিতা এমনি হয়
কনকনে শীত বসন্ত হওয়া কখনো উষ্ণ
নাতিশীতোষ্ণ বর্ষার নবধারা জল—কখন যে কি হয়
কে জানে কে জানে
ভালোবাসায় মাখামাখি ষড়ঋতু অনন্ত যৌবনে ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ডঃ এম এ আলী ।
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩০
শের শায়রী বলেছেন: শুভেচ্ছা কবি। লেখা ভালো লেগেছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর আমি নবীশ কবি। ব্লগে অনেক ভালো কবি আছে।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩২
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতাটি পড়ে শীতের কুয়াশায় প্রেমিকাকে নিয়ে অজানায় হারিয়ে গেলাম।
ভাল লেগেছে। ধন্যবাদ।