|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 
 
 অবশেষে গুটি গুটি পায়ে ষোলতে পদার্পণ,
 ছোট্ট শিশুটি  আর নয় সে এখন,
 এই দিনে এসে ছিল যে ধরাতে;
 এক আঁধার পৃথিবীর বুক আলো করে
 যেন এক পূর্ণিমা চাঁদ নিকষ আঁধার কেটে।
 সময় কত দ্রুত কেটে যায়!
 এই তো সেদিনের ছোট্ট শিশু সে
 অন্যমনস্ক শরৎ কাল্পনিক ভালোবাসা সাথে।
 এখনো মনে আছে  আরিল্ড জানা 
 হাতে এক সুদীর্ঘ তালিকা গল্প কবিতার বই নাম;
 আরও কত স্মৃতি ভাসে দুচোখে!
 আমি তখন উদাসী- তোমাকে ভালবেসে
 তুমি দাওনি দেখা বলোনি কবে দিবে তাই
 বেদনা লয়ে বুকে  তোমাকেই খুঁজে বেড়াই
 কখনো যদি আসো বই মেলাতে - ওসব কথা থাক,
 এখনো মনে আছে ছোট্ট শিশু সে।
 আজ নাকি মধুর ষোলতে
 কিন্নরী আরও বড় হও তুমি
 আলোকিত করে ধরা — খুশিতে ভরে দাও
 বাবা মায়ের মন- এক আনন্দময় জীবন
 তোমার হোক; করি এই শুভ কামনা!
 এমন আনন্দ দিনে।
 শুভ জন্মদিন, সুপ্রিয় কিন্নরী,
 শুভ শুভ শুভ হোক আজকের এই দিন।
 ১০ টি
    	১০ টি    	 +২/-০
    	+২/-০  ১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:১৯
১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:১৯
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ।
২|  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:১৮
০৯ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা পাঠ করলাম।
  ১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:২০
১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:২০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠ করাতে ।
৩|  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৪২
০৯ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ চমৎকার সেলিম দা
অনেক শুভেচ্ছা নিবেন----------
  ১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:২০
১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:২০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা নিরন্তর শুভকামনা ।
৪|  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৩৭
০৯ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: 
প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা!  
কবিতায় কঅনেক ভালোলাগা ভাই!
  ১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:২১
১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা নিরন্তর শুভকামনা
৫|  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৪৪
০৯ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৪৪
মুক্তা নীল বলেছেন: 
শুভজন্মদিন সুপ্রিয় কিন্নরীকে আমারও শুভেচ্ছা রইলো।
  ১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:২২
১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:২২
সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিনের শুভেচ্ছা পৌঁছে যাক কিন্নরীর কাছে ।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৮:১৪
০৯ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৮:১৪
ইসিয়াক বলেছেন: অসাধারণ .....। সামু ব্লগ দীর্ঘজীবি হোক।