নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আজকেই বুঝি তোমার শুভাগমন
নবচেতনার দ্বার খুলে; জ্ঞানের বিকাশে
কুসংস্কার সব সমাধি দিতে,
দৃঢ় প্রত্যয়ে তোমার চলার পথে
এতো বাঁধা তাই— আমরাও যেন খরস্রোতা নদী তাই।
চলার পথে পদাঘাতে সব বাঁধা ভেঙে চূরে
আমরা যেন মুক্ত বিহঙ্গ —বাংলার আকাশে
আমরা পৌঁছে যাবো কাঙ্ক্ষিত ঠিকানায়।
তিমির আঁধাররাতে আমরা আনিবো রাঙা প্রভাত;
আলোকবর্তিকা হাতে; আমাদের ভয় নাই আমাদের লয় নাই,
আমরা নদীর মতো সুন্দর শাশ্বত —আমরা অবিরত আমাদের থামা নাই,
বৈষম্য ঘেরা পৃথিবীর বুকে সাম্যের গান গেয়ে ।
প্রয়োজনে দ্রোহ হবে ; হবে উদগীরণ আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা,
আমরা যেন, ভোরের রবির উদয়; লালটকটকে আভা।
ওগো মোর প্রিয়তমা, আমাদেরও প্রেম তাই উজ্জ্বল দৃষ্টান্ত এক
আমাদের কথা হলো প্রেম হলো অতঃপর বাকিসব
অবশিষ্ট কিছু রহিবে না আর। শুভজন্মদিন, সামহোয়্যার ইন বাংলা ব্লগ;
মাতৃভাষা চর্চায় তুমি যে অনন্য,
বাঁধ ভাঙার আওয়াজে, তোমাকে সতত যেন পাই — দৃপ্ত শপথে,
তোমার অগ্রযাত্রা রুখিবাব সাধ্য— কারো নাই ।
শুভজন্মদিন! পাখির কলাতানে ফুলের সুঘ্রাণে
হিমেল হাওয়ায়; উন্মুক্ত প্রান্তরে আমাদের আছে ডানা
অশান্ত পৃথিবীর বুকে শান্তি নীড় বাঁধার পাখি —আমরা তাই;
শুভজন্মদিন, সামহোয়্যার ইন বাংলা ব্লগ তোমাকে
— সতত শুভকামনায় ।
উৎসর্গ: ব্লগারবৃন্দ, সামহোয়্যার ইন ব্লগ। শুভ সকাল সবাইকে। গতকাল ছিল শহীদবুদ্ধিজীবী দিবস। ঠিক তার পরের তারিখ বাংলা ব্লগের জন্ম। হয়তো মেধাশূন্য বাংলার মেধাপূরণ ব্লগ থেকে যেন হয় । সম্মিলিত প্রচেষ্টায় একতায় এক বৈষম্যহীন পৃথিবী গড়ে ।
ছবি: ব্লগকর্তৃপক্ষ ।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ ডে সফল হোক । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ জন্মদিন- শুভ জন্মদিন ‘সামহুয়ার ইন বাংলা ব্লগ‘
১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভ শুভ হোক ব্লগ নব নব শুভ বার্তায় । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৫
হাবিব বলেছেন: সকল বাঁধা জয় করে এগিয়ে যাক সামু..........
১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
সুন্দর বলেছেন - "..........মেধাশূন্য বাংলার মেধাপূরণ ব্লগ থেকে যেন হয়..........."
ব্লগের উন্মুক্ত আকাশে আমাদের যতো ডানা মেলে দেয়া আছে তা ঝাঁপটে উঠুক একসাথে।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১০
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭
নার্গিস জামান বলেছেন: সুন্দর
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮
ফয়সাল রকি বলেছেন: শুভজন্মদিন।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতা ভাল লেগেছে।
আমার ধন্যবাদ নিন।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
১৯৭১ এর মুক্তিযুদ্ধে শহীদ সকরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বাংলার শ্রেষ্ট সন্তানদের রুহের মাগফেরাত কামনা করা আমাদের সকলের কর্তব্য ও দায়িত্ব, ত্রিশ লক্ষ অমূল্য প্রাণের বিনিময়ে আজ আমরা খোলা আকাশের নিচে নির্মল বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিতে পারি, ত্রিশ লক্ষ শহীদের নিঃস্বার্থ জীবনের বিনিময়ে আজ আমরা সফলতার স্বপ্ন দেখি আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: আমি মনে মনে আজ আপনার একাছে এরকম একটা কবিতা আশা করেছিলাম।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪
নীল আকাশ বলেছেন: দারুন কবিতা লিখেছেন।
আপনার সাথেও আমিও বলতে চাই, শুভ জন্মদিন সুপ্রিয় সামু ব্লগ।
ধন্যবাদ।
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২২
শিখা রহমান বলেছেন: সামুর জন্মদিনে দারুণ কাব্যোপহার!!
সামু ও আপনার যুগ্ন পথযাত্রা অব্যাহত থাকুক।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
শুভকামনা সতত কবি।
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০
কামরুননাহার কলি বলেছেন: শুভ জন্মদিন সামু ব্লগের। কবিতাটি খুব সুন্দর।
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
প্রজ্জলিত মেশকাত বলেছেন: অনন্য কবিতা। সামুর জন্মদিনে অনিঃশ্বেষ শুভেচ্ছা।
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
ইসিয়াক বলেছেন: শুভ জন্মদিন সুপ্রিয় সামহোয়্যার ইন ব্লগ।
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামহোয়্যারইন ব্লগের ১৪তম বর্ষপূর্তিতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন
১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২
অগ্নি সারথি বলেছেন: শুভেচ্ছা সেলিম ভাই!
১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫১
শের শায়রী বলেছেন: সকল শহীদদের আত্মার রুহের মাগফেরাত কামনা করি।
১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪
নতুন নকিব বলেছেন:
শুভকমনা। কবিতায় +++
২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৫
আকতার আর হোসাইন বলেছেন: পড়েছি একবার ফেসবুকে। আবার পড়লাম। দারুণ হয়েছে।
২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৩
আসোয়াদ লোদি বলেছেন: জগতে সকল ব্লগার সুখি হোক।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ইচ্ছের নীল রঙ আকাশ ছুঁয়ে যাক প্রিয় সামহোয়্যার ইন ব্লগ।
শুভ জন্মদিন।
একটা চমৎকার বিষয় নিয়ে অসাধারণ কবিতা স্যার। ++