নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ছবি মৌসুমি
এমন আনন্দ ঘন রাতে—
বলছি তোমায়— কবিতা লিখে লিখে,
ভালোবাসি— ওগো শুধু তোমায়,
ক্ষণিকের এ জীবনে, আর কেহ নাই,
ধরে নাও কষ্টের দিন শেষ বর্ষ বিদায়ে ,
উৎসব মুখর রাতে শুরু হলো
শুভ নববর্ষ, শুভবার্তা নিয়ে জীবনের নবযাত্রা।
এ যে আলোক ঝলোমলো বর্ণাঢ্য রাত,
থেকে থেকে আতশবাজি যেন সৃজিয়া কৃত্রিম
তারার মেলা — বাংলার আকাশে,
নক্ষত্রের অবাক আগুন জ্বলা রাত,
গগণবিদারী শব্দে জেগে ওঠে ঘুমন্ত নগর,
চেয়ে দেখো কষ্টের লেশ মাত্র অবশেষ নেই আর,
এ যেন বর্ণিল শুভসূচনা জীবনের অন্তহীন পদ-যাত্রার,
জীবনটা এমনই রঙিন হোক
প্রিয়তমা, হ্যাপি নিউ ইয়ার ।
। ছবি প্রফেসর সৈয়দ হুমায়ূন আক্তার স্যার (ভূতত্ত্ববিভাগ) ও প্রাধ্যক্ষ শহীদুল্লাহ হল ।
স্যার আমাকে একটি কবিতার বই উপহার দিয়েছিলেন। যেটি তার মৃত ছোট সহোদরের লেখা। সন্দেহাতীত ভাবে স্যার একজন আইকন জিওলজিস্ট । এখনো যখন প্রফেশনাল বহিরঙ্গনে থাকি প্রফেসর কাজি মতিন স্যার আর হুমায়ূন স্যার যেন আমার সঙ্গে থাকেন। ফিল্ড এর অ আ ক খ হুমায়ূন আক্তার স্যারের কাছ থেকে শেখা । হুমায়ূন স্যার টেকটোনিক্স এ অনন্য প্রাজ্ঞ আর তার টেকটনিক হ্যাপি নিউ ইয়ার জানানোটা আমার কাছে অনন্য মনে হয়েছে । নববর্ষের কেকটি সালমান একাই কেটে শুভ নববর্ষের নবযাত্রা সহজ ও সুন্দর করে দিয়েছে যেন ।
শুভ নববর্ষ সকল ব্লগার । বাংলাদেশের সকল বীরজনতা ।
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপি নিউইয়ার ২০২০ ।
২| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১:১৭
শের শায়রী বলেছেন: একি কবি শুধু প্রিয়তমাকে হ্যাপী নিউ ইয়ার।
যাক আমাদের না দিলেও আমরা তোমাকে দিলাম হ্যাপী নিউ ইয়ার।
ভালো থাক, সুখে থাক, সুস্থ্য থাকো।।
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: শের শায়রী ভাই কতই না অর্থবহ স্যারে হ্যাপি নিউ । একটি প্লেট আরেকটি প্লেটের উপর উঠে যাচ্ছে । আসলেই তো ২০১৯ সালের উপর ২০২০ দাঁড়িয়ে । ল অব সোপার পজিশন । তবে পাললিক শিলা দিয়ে উদাহরণ দিলে আরো বেটার হতো । কারণ একেকটি শিলা স্তর যেন একটি ইতিহাসের পাতা অথা বই ।
শুভ নববর্ষ ২০২০ ।
৩| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১:৩০
চাঁনমিয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ।
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপি নিউ ই য়ার ।
৪| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১:৪৩
মিন্টু ভাই বলেছেন: ইংরজী ণতুন বসরের শুভেচ্ছা ।
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: মিন্টু ভাই হ্যাপি নিউ ইয়ার ২০২০ ।
৫| ০১ লা জানুয়ারি, ২০২০ ভোর ৫:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল লাগল কবিতা
ধরে নাও কষ্টের দিন শেষ
তাই সেদিকেই দৃষ্টি বিশেষ
ভাল না হোক তবে হয়না যেন
কোন মতেই কারো সর্বনাশ ।
শুভেচ্ছা রইল
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: গিয়াস লিটন ভাই অনন্য
৬| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা প্রিয় কবি ।
কবিতা ভালো লেগেছে।
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও । নিরন্তর শুভকামনা।
৭| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনাকে নববর্ষের শুভেচ্ছা।
ভালো থাকুন নিরন্তর।।
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: দেশ প্রেমিক বাঙালী,
নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও । নিরন্তর শুভকামনা।
বাঙালি( শুদ্ধরূপ) হবে (সরকারি কাজে ব্যবহারিক বাংলা বানানের আধুনিক তম ও বিশুদ্ধত সংযোজন) । বর্তমানে বাংলা ভাষা গুরু বলতে ড জিনাত ইমিতিয়াজ স্যারকে মানি যিনি আমাই এর মহাপরিচালক । সাম হোয়্যার ইন ইংরেজী শব্দ এর বানান নিয়ে পণ্ডিাটর কিছু নেই ।
৮| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: নতুন বছরের প্রথম দিনে প্রার্থনা.. হে আল্লাহ তুমি আমার জন্য যা নির্ধারণ করে রেখেছো তা নিয়ে যেন আমি ভাল থাকি,সন্তুস্ট থাকি, কারো প্রতি যেন আমার কোন প্রত্যাশা না থাকে আর প্রত্যাশিত আচরণ না পাবার বেদনায় আহত না হই...
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর আপনি একজন বিচক্ষণ ব্যক্তি । নিরন্তর শুভকামনা আপনার জন্য । হ্যাপি নিউ ইয়ার ।
৯| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
১০| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:২০
ইসিয়াক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইলো ভাইয়া ।
আগামী প্রতিটি দিন আপনার ভালো কাটুক এই কামনা রইলো
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ইসিয়াক ।
১১| ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ১:০০
বিজন রয় বলেছেন: নতুন বছরের নতুন কবিতায় ভাললাগা আর আপনাকে শুভেচ্ছা।
আপনার এই কবিতাটিই এবছর ব্লগে প্রথম কবিতা পোস্ট।
০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় বিজন রয় হ্যাপি নিউ ইয়ার ।
১২| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫১
জুল ভার্ন বলেছেন: হ্যাপি হোক কিম্বা না হোক, নিউ ইয়ারের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৮
সেলিম আনোয়ার বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা শ্রদ্ধেয় জুল ভার্ন । নিরন্তর শুভকামনা ।
১৩| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৬
নীলসাধু বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা রইলো।
আনন্দম।
০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপি নিউ ইয়ার নীল সাধু । নিরন্তর শুভকামনা ।
১৪| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৭
শিখা রহমান বলেছেন: সেলিম আপনার কবিতায় ভালোবাসার আনন্দ থাকুক এই বছরে।
কবিতার শেষে কথাগুলো খুব ভালো লাগলো।
আপনার প্রিয় স্যার, আপনাকে ও সালমানকে নতুন বছরের শুভেচ্ছা রইলো।
শুভকামনা সতত প্রিয় কবি।
০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে কৃতজ্ঞতা ।
শিখা রহমান,
হ্যাপি নিউ ইয়ার ।
নিরন্তর শুভকামনা ।
১৫| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৫
মলাসইলমুইনা বলেছেন: সেলিম আনোয়ার,
হ্যাপি নিউ ইয়ার আপনার আর কবিতার জন্য ।
নতুন বছর ব্লগের পাতায় আপনার কবিতা থাকুক শ্রাবস্তীর কারুকার্য হয়ে ।
০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভালো লাগা ।
হ্যাপি নিউ ইয়ার । কবিতামনির পক্ষ থেকেও ।
নিরন্তর শুভকামনা ।
১৬| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:৫১
নীল আকাশ বলেছেন: শুভ নব বর্ষের শুভেচ্ছা রইল।
০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভ নব বর্ষের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যাপি নিউইয়ার ২০২০ ।