নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

চিঠি ভুলে যেও ছলনাময়ী !!!

১৩ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৬



চিঠি
আকাশলীনা,
চিঠি লিখছো খুব আকাশের ঠিকানায়
আমার এখন তাই বিষম দশা,
ঘন সবুজে অবনীর বুকে মন যেন আর নাই—
সময় বুঝি ফুরিয়ে এলো কিছুই নেই যেন বাকি!
হয়তো আকাশ পানে যেতে হবে তোমায় পেতে— সুদূর নীলিমায়,
সেই প্রতীক্ষায় থাকি ।
তখন আর চিঠি পাঠ মিস হবে না সুনিশ্চিত থেকো
দূর আকাশে রোজ — একটি করে চিঠি তুমি লিখো,
আর তোমার হৃদয় মাঝে আমাকেই আকাশ করে রেখো।
আকাশলীনা কথা দাও ভুলবে না কোনদিন
তোমার আমার গোপন প্রেম নদীর স্রোতের মতন রহিবে অমলিন।
আমার তোমার প্রেম কাহীনি আর কেউ যেন না জানে
আমায় মনে পড়লে তোমার,
মনের মাঝেই চেপে রেখো তারে— অনেক সঙ্গোপনে ।


ভুলে যেও ছলনাময়ী!!

ভুলে যেও—
আর ছলনা করেই বলে দিও
ভুলে গেছি, সবি মেকি
যা ছিল প্রেম— সঙ্গে নিও
বাহবা রব, রমন অসাধ্য জড়—
তকমা লাগিয়ে ললাটে, জনসমুখে
বুঝিয়ে দিয়ো —তোমায়
ভালোবাসা পায় না শোভা মানবে
ভালোবাসা যায় না তোমায়—তুমি নও গন্তব্য
আমি প্রজাপতি দূর বনে;
বসন্তে প্রস্ফুটিত ফুল নও তুমি
নও রমন যোগ্য— প্রেমের অর্ঘ্য
বসন্তে যে সুঘ্রাণ আসে তোমার থেকে
শুধু আমার কাছে— সেসবই ছলনা শুধু!
তুমি সম্বোধনের দায়ে বিচার বসাও
জানিয়ে দাও কল্পকথা
অতঃপর মেকি হাসি হেসে।
কে তোমার প্রাণের দোসর
ওগো ছলনা করেই বলে দিও—ভুলে যেও
ছলনাময়ী,
শত জনমের আরাধ্য যা
দূরে পায়ে ঠেলে নিছক অবহেলে ।


মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৬

নেওয়াজ আলি বলেছেন: সুখপাঠ্য লেখাটা।

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৪

ইসিয়াক বলেছেন: দুটো কবিতাই ভীষণ সুন্দর।

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: মনোরম।

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৩

এস সুলতানা বলেছেন: দুটো কবিতাই খুব সুন্দর

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৩

রূপম রিজওয়ান বলেছেন: দারুণ কবিতা! আপনার কবিতাগুলোতে এক ধরণের নিজস্বতা থাকে।

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনি দারুন পোস্ট করেন।

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৭| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: কবি সাহেব কেমন আছেন?

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: বেশতো । শুকুর আলহামদুলিল্লাহ ।

৮| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০২

পদাতিক চৌধুরি বলেছেন:

১-আকাশলীনা অক্ষয় হয়ে হৃদয়কে সুখানুভূতির পরশে ভরিয়ে রাখুক জীবনভর।‌

২- প্রেমের পুষ্পার্ঘ্য যদি ছলনা হয়ে টিকে রয়, তবে তাই হোক।

দুটি কাব্যই ভালো লেগেছে।

শুভেচ্ছা নিয়েন প্রিয় কবি ভাই।

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: পদাতিক চৌধুরি,
শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা ।


কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.