নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
জানি তুমি আসবেই, এইখানে— এই বুকে
এই তপ্ত হৃদয়ে আমার, এক পশলা বৃষ্টি হয়ে,
বাসন্তী পাখি হয়ে— গান হয়ে
প্রস্ফুটিত ফুল— সুবাস হয়ে,
ঝর্ণা হয়ে নদী হয়ে আমি বাহিবো তরী— আমরণ,
জানি একদিন গোটা পৃথিবী হবে লয়
জানি সবই ভেঙে যায়—
উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে কেবল টিকে থাকে____ প্রেম,
প্রেমহীন পৃথিবীর কী দাম আছে? তুমিতো পৃথিবী এ জীবনে,
আমি ছাড়া তুমি তাই অর্থহীনতায়,
অবাক শূন্যতায় যেন পর্যবসিত!
কী লাভ দূরে থেকে কলম মানবে না যে? থামবে না এখানে যাবে কাগজে লিখে,
ওগো তুমি এখনি আসো না কাছে
জানি তুমি আসবেই শীতের পরে যেভাবে
বসন্ত আসে, তুমি যেন ফুল আমি এক ভ্রমর
অটুট বন্ধনে, দূরে আর থেকো না
দেখো বসন্ত ঐ ডাকে ।
তুমি আসলেই বসন্ত হয়ে যায় ষড় ঋতু
তুমি কাছে আসলেই শীত নেই শীত নেই...
বসন্ত হবে শুরু উৎসবের আবির মেখে এই জীবনে
ওগো অন্তরতমা,
এবার আসো তবে অবাক বসন্ত হয়ে
আমার এই বুকে— দীর্ঘ বরষ মাস জুড়ে
একান্ত অনুভবে— সঙ্গমে ...
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় মোহাম্মাদ আব্দুলহাক বহুদিন পরে আপনার আমার ব্লগবাড়িতে আগতম সুস্বাগতম ।
জেনে শুনেই বাহিবো ব্যবহার করলাম। জেনে শুনে আমি বিষ পান করলাম ।
কমেন্টে ধন্যবাদ ।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:১৮
কালো যাদুকর বলেছেন: ভাল ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ । শুভকামনা কালো যাদুকর ।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৩
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৫
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দশৈলিতে চমৎকার সৃষ্টি,
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাহিবো - বাইব হওয়ার কথা।
অন্তরতমা যেন ত্বরে আসে এই কামনা করি।